‘বডিগার্ড’ ধারাবাহিকে হাসান জাহাঙ্গীর-আঁচল

অভিনেতা, নাট্যনির্মাতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে এর আগে চিত্রনায়িকা, পপি, সিমলা, রতœা’সহ আরো অনেকেই অভিনয় করেছেন। সেই ধারাবাহিকতায় এবার তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল। আগামী ঈদের জন্য হাসান জাহাঙ্গীর নির্মাণ করছেন সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটক ‘বডিগার্ড’। এটি রচনাও করেছেন হাসান জাহাঙ্গীর। গত রবিবার থেকে রাজধানীর ইস্কাটনের একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যধারনের কাজ শুরু হযেছে। হাসান জাহাঙ্গীর জানান, এই নাটকে আঁচল একজন জনপ্রিয় নায়িকার চরিত্রে অভিনয় করেছেন যেখানে তার নাম আঁচলই থাকে। অমিত হাসান অভিনয় করেছেন একজন বিজনেস ম্যানের চরিত্রে, যেখানে প্রথমত দেখা যাবে যে তিনি আঁচলের স্বামী, কিন্তু তা নয়। তিনি মূলত আঁচলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচন করতে চান, নির্বাচনে জয়লাভ করতে চান।

নাটকটি প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, ‘বডিগার্ড’এর গল্প মূলত আমাকে ঘিরেই। আমিই বডিগার্ড। বলা যায় পুরো নাটকে আমি বোবা চরিত্রে অভিনয় করি। কিন্তু শেষে গিয়ে দেখা যায় যে আমি আশিক মূলত একজন ডিবি অফিসার। সবাই বিস্মিত হয় এবং শেষমেশ আঁচলের সঙ্গেই আমার মিল হয়। গল্পটি একটি থ্রিলারধর্মী রোমান্টিক গল্পের নাটক।’

মঙ্গলবার, ২৮ জুন ২০২২ , ১৪ আষাড় ১৪২৮ ২৬ জিলকদ ১৪৪৩

‘বডিগার্ড’ ধারাবাহিকে হাসান জাহাঙ্গীর-আঁচল

বিনোদন প্রতিবেদক

image

অভিনেতা, নাট্যনির্মাতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে এর আগে চিত্রনায়িকা, পপি, সিমলা, রতœা’সহ আরো অনেকেই অভিনয় করেছেন। সেই ধারাবাহিকতায় এবার তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল। আগামী ঈদের জন্য হাসান জাহাঙ্গীর নির্মাণ করছেন সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটক ‘বডিগার্ড’। এটি রচনাও করেছেন হাসান জাহাঙ্গীর। গত রবিবার থেকে রাজধানীর ইস্কাটনের একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যধারনের কাজ শুরু হযেছে। হাসান জাহাঙ্গীর জানান, এই নাটকে আঁচল একজন জনপ্রিয় নায়িকার চরিত্রে অভিনয় করেছেন যেখানে তার নাম আঁচলই থাকে। অমিত হাসান অভিনয় করেছেন একজন বিজনেস ম্যানের চরিত্রে, যেখানে প্রথমত দেখা যাবে যে তিনি আঁচলের স্বামী, কিন্তু তা নয়। তিনি মূলত আঁচলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচন করতে চান, নির্বাচনে জয়লাভ করতে চান।

নাটকটি প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, ‘বডিগার্ড’এর গল্প মূলত আমাকে ঘিরেই। আমিই বডিগার্ড। বলা যায় পুরো নাটকে আমি বোবা চরিত্রে অভিনয় করি। কিন্তু শেষে গিয়ে দেখা যায় যে আমি আশিক মূলত একজন ডিবি অফিসার। সবাই বিস্মিত হয় এবং শেষমেশ আঁচলের সঙ্গেই আমার মিল হয়। গল্পটি একটি থ্রিলারধর্মী রোমান্টিক গল্পের নাটক।’