রেলিংয়ের নাট-বল্টুর সঙ্গে মূল সেতুর কোন সম্পর্ক নেই ড. বসুনিয়া

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টুর সঙ্গে মূল ব্রিজের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ড. শামীম জেড বসুনিয়া।

পদ্মা সেতু প্রকল্পের জন্য গঠিত বিশেষজ্ঞ দলের প্রধান ড. বসুনিয়া সংবাদকে বলেন, ‘এটার সঙ্গে মেইন ব্রিজের কোন সম্পর্ক নাই। জিনিসটা হলো একটা কংক্রিটের রেলিং আছে। সেই রেলিংয়ের ওপর সৌন্দর্যের জন্য একটা মেটালিক বার দেয়া হয়েছে। অর্থাৎ আমরা সিঁড়ি ঘরে যে কাঠের উপর অ্যালুমিনিয়ামের কিছু দেই সেরকম, আর তার নাট-বল্টু।’

ড. বসুনিয়া বলেন, ‘প্রাইম মিনিস্টার আমাদের জিজ্ঞেস করেছেন কোন ত্রুটি আছে কি-না আমরা বলেছি আমাদের জ্ঞাতসারে ব্রিজের কোন ত্রুটি-বিচ্যুতি নেই।’

‘অনেকেই ব্রিজে জাহাজ বা ফেরির ধাক্কা লাগানোর কথা বলছে। আমরা বলছি ওই ফেরি নিজে যে উল্টে যায় নাই সেটাই বেশি। সাবাইকে সতর্ক করে বলছি সোজাসোজি লাগাইছে সেই জন্য উল্টে পড়ে নাই, কিন্তু আড়াআড়ি লাগলে ওই জাহাজ উল্টে যেত’।

‘আমাদের মাথায় আছে একটা জাহাজ যে ধাক্কা দিতে পারে তার চেয়ে ১০ গুণ শক্তিশালী আমাদের ব্রিজ।’

‘মানুষ কোন প্রশ্ন করলে সেটা বুঝে করতে হবে, কোন কিছু বলতে গেলে জেনে বলতে হবে,’ বলেন বসুনিয়া। তিনি বলেন, ‘আমরা যদি উপরের রেলিংটা না লাগাতাম তবে মানুষ কিছুই বুঝতো না।’

তিনি জানান সেতু সংশ্লিষ্ট ‘প্রায় ৬-৭ শতাংশ কাজ বাকি’ আছে। ‘ওখানে কিছু কিছু লাইটের এংগেল ঠিক নাই আবার রাস্তাটা ওঠে যেখানে সেখানকার র?্যাম্পে দাগও নাই দুই এক জায়গায়। এগুলোতো করতে হবে কিন্তু মেইন ব্রিজের সঙ্গে এগুলোর কোন সম্পর্ক নাই।’

গত রোববার পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়ার পর ৩৪ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। টিকটকের সেই ভিডিওতে দেখা যায়, বায়েজিদ তালহা নামে এক ব্যক্তি সেতুর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে দুটি বল্টুর নাট খুলছেন। ভিডিও ধারণকারীকে বলতে শোনা যায়, ‘এই লুজ দেহি, লুজ নাট, আমি একটা ভিডিও করতেছি, দেহ।’

নাট হাতে নিয়ে বায়েজিদ বলেন, ‘এই হলো পদ্মা সেতু, আমাদের পদ্মা সেতু। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এই নাট খুইলা এহন আমার হাতে।’

পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

মঙ্গলবার, ২৮ জুন ২০২২ , ১৪ আষাড় ১৪২৮ ২৬ জিলকদ ১৪৪৩

রেলিংয়ের নাট-বল্টুর সঙ্গে মূল সেতুর কোন সম্পর্ক নেই ড. বসুনিয়া

শাফিউল ইমরান

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টুর সঙ্গে মূল ব্রিজের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ড. শামীম জেড বসুনিয়া।

পদ্মা সেতু প্রকল্পের জন্য গঠিত বিশেষজ্ঞ দলের প্রধান ড. বসুনিয়া সংবাদকে বলেন, ‘এটার সঙ্গে মেইন ব্রিজের কোন সম্পর্ক নাই। জিনিসটা হলো একটা কংক্রিটের রেলিং আছে। সেই রেলিংয়ের ওপর সৌন্দর্যের জন্য একটা মেটালিক বার দেয়া হয়েছে। অর্থাৎ আমরা সিঁড়ি ঘরে যে কাঠের উপর অ্যালুমিনিয়ামের কিছু দেই সেরকম, আর তার নাট-বল্টু।’

ড. বসুনিয়া বলেন, ‘প্রাইম মিনিস্টার আমাদের জিজ্ঞেস করেছেন কোন ত্রুটি আছে কি-না আমরা বলেছি আমাদের জ্ঞাতসারে ব্রিজের কোন ত্রুটি-বিচ্যুতি নেই।’

‘অনেকেই ব্রিজে জাহাজ বা ফেরির ধাক্কা লাগানোর কথা বলছে। আমরা বলছি ওই ফেরি নিজে যে উল্টে যায় নাই সেটাই বেশি। সাবাইকে সতর্ক করে বলছি সোজাসোজি লাগাইছে সেই জন্য উল্টে পড়ে নাই, কিন্তু আড়াআড়ি লাগলে ওই জাহাজ উল্টে যেত’।

‘আমাদের মাথায় আছে একটা জাহাজ যে ধাক্কা দিতে পারে তার চেয়ে ১০ গুণ শক্তিশালী আমাদের ব্রিজ।’

‘মানুষ কোন প্রশ্ন করলে সেটা বুঝে করতে হবে, কোন কিছু বলতে গেলে জেনে বলতে হবে,’ বলেন বসুনিয়া। তিনি বলেন, ‘আমরা যদি উপরের রেলিংটা না লাগাতাম তবে মানুষ কিছুই বুঝতো না।’

তিনি জানান সেতু সংশ্লিষ্ট ‘প্রায় ৬-৭ শতাংশ কাজ বাকি’ আছে। ‘ওখানে কিছু কিছু লাইটের এংগেল ঠিক নাই আবার রাস্তাটা ওঠে যেখানে সেখানকার র?্যাম্পে দাগও নাই দুই এক জায়গায়। এগুলোতো করতে হবে কিন্তু মেইন ব্রিজের সঙ্গে এগুলোর কোন সম্পর্ক নাই।’

গত রোববার পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়ার পর ৩৪ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। টিকটকের সেই ভিডিওতে দেখা যায়, বায়েজিদ তালহা নামে এক ব্যক্তি সেতুর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে দুটি বল্টুর নাট খুলছেন। ভিডিও ধারণকারীকে বলতে শোনা যায়, ‘এই লুজ দেহি, লুজ নাট, আমি একটা ভিডিও করতেছি, দেহ।’

নাট হাতে নিয়ে বায়েজিদ বলেন, ‘এই হলো পদ্মা সেতু, আমাদের পদ্মা সেতু। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এই নাট খুইলা এহন আমার হাতে।’

পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে।