আ’লীগসহ ১৩ দল ইসিতে যাচ্ছে আজ

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যাচাইয়ে আওয়ামী লীগসহ ১৩টি রাজনৈতিক দলকে শেষ ধাপে আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সূচি অনুযায়ী, আজ বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই দলগুলো কমিশনের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগসহ আজকের আমন্ত্রণ তালিকায় আছে বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।

এর আগে গত ১৯ ও ২১ জুন বিএনপি, জাতীয় পার্টিসহ ২৬টি রাজনৈতিক দলকে ইভিম যাচাইবিষয়ক বৈঠকে ডাকে ইসি। প্রথম বৈঠকে গণফোরাম, বাংলাদেশ জাতীয় পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগ অংশ নেয়নি। দ্বিতীয় দিনের বৈঠকে অনুপস্থিত ছিল বিএনপি, জেএসডি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

সংসদের বিরোধীদল জাতীয় পার্টি প্রথম দফায় বৈঠকে অংশ নিয়ে কমিশনকে জানিয়েছিল, দ্বাদশ সংসদ নির্বাচনে তারা ইভিএমের ব্যবহার চায় না। এটা তাদের দলীয় সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত। তবে, কয়েকটি দল পুরো নির্বাচনে ইভিএম ব্যবহারের পরামর্শ দিয়েছে।

দুই দফায় দুটি বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছে, ইভিএম ব্যবহার নিয়ে কমিশন এখনও কোন সিদ্ধান্ত নেয়নি। সব রাজনৈতিক দলের মতামত নেয়ার পর তারা সিদ্ধান্ত নেবেন।

এর আগে দেশের সেরা কয়েকজন প্রযুক্তিবিদ ইভিএম যাচাই করেন। তাদের অধিকাংশই ইভিএম নির্ভরযোগ্য বলে মতামত দেন।

উল্লেখ্য, ইসির কাছে বর্তমানে এক লাখ ৫৪ হাজার ইভিএম রয়েছে। এসব মেশিন দিয়ে সর্বোচ্চ ১০০ আসনে ভোট করা যাবে। ৩০০ আসনে ভোট করতে আরও তিন লাখের মতো ইভিএম প্রয়োজন।

মঙ্গলবার, ২৮ জুন ২০২২ , ১৪ আষাড় ১৪২৮ ২৬ জিলকদ ১৪৪৩

ইভিএম যাচাই

আ’লীগসহ ১৩ দল ইসিতে যাচ্ছে আজ

নিজস্ব বার্তা পরিবেশক

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যাচাইয়ে আওয়ামী লীগসহ ১৩টি রাজনৈতিক দলকে শেষ ধাপে আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সূচি অনুযায়ী, আজ বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই দলগুলো কমিশনের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগসহ আজকের আমন্ত্রণ তালিকায় আছে বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।

এর আগে গত ১৯ ও ২১ জুন বিএনপি, জাতীয় পার্টিসহ ২৬টি রাজনৈতিক দলকে ইভিম যাচাইবিষয়ক বৈঠকে ডাকে ইসি। প্রথম বৈঠকে গণফোরাম, বাংলাদেশ জাতীয় পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগ অংশ নেয়নি। দ্বিতীয় দিনের বৈঠকে অনুপস্থিত ছিল বিএনপি, জেএসডি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

সংসদের বিরোধীদল জাতীয় পার্টি প্রথম দফায় বৈঠকে অংশ নিয়ে কমিশনকে জানিয়েছিল, দ্বাদশ সংসদ নির্বাচনে তারা ইভিএমের ব্যবহার চায় না। এটা তাদের দলীয় সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত। তবে, কয়েকটি দল পুরো নির্বাচনে ইভিএম ব্যবহারের পরামর্শ দিয়েছে।

দুই দফায় দুটি বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছে, ইভিএম ব্যবহার নিয়ে কমিশন এখনও কোন সিদ্ধান্ত নেয়নি। সব রাজনৈতিক দলের মতামত নেয়ার পর তারা সিদ্ধান্ত নেবেন।

এর আগে দেশের সেরা কয়েকজন প্রযুক্তিবিদ ইভিএম যাচাই করেন। তাদের অধিকাংশই ইভিএম নির্ভরযোগ্য বলে মতামত দেন।

উল্লেখ্য, ইসির কাছে বর্তমানে এক লাখ ৫৪ হাজার ইভিএম রয়েছে। এসব মেশিন দিয়ে সর্বোচ্চ ১০০ আসনে ভোট করা যাবে। ৩০০ আসনে ভোট করতে আরও তিন লাখের মতো ইভিএম প্রয়োজন।