সামান্য উত্থান শেয়ারবাজারে, সূচক, লেনদেন, দর বেড়েছে

আগের কার্যদিবসের মতো গতকালও উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে সব সূচক বেড়েছে। সূচকের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.২৫ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪২.৫৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৮৪ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯.৩৭ পয়েন্ট বা ০.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৮৫.৬৫ পয়েন্টে এবং দুই হাজার ২৯৪.৫৮ পয়েন্টে।

এছাড়াও ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮১৮ কোটি ৮২ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১১৮ কোটি ৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭০০ কোটি ৭৬ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৯টির বা ৫২.০৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৩৩টির বা ৩৪.৮২ শতাংশের এবং ৫০টির বা ১৩.০৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৪.৪১ পয়েন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৭১.১৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। গতকাল সিএসইতে ৬০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬১ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর এক কোটি ৮৩ লাখ ৯২ হাজার ৯৭টি শেয়ার ১০৪ বার হাত বদলের মাধ্যমে ৬০ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৪ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ২২ লাখ টাকার উত্তরা ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে প্রাইম ইন্স্যুরেন্সের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৯ টির বা ৫২.০৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস লেনদেন শেষে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৭.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪০.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩.৭০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মেঘনা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইয়াকিন পলিমারের ৯.৯৪ শতাংশ, খান ব্রাদার্সের ৯.৭৫ শতাংশ, অ্যাপলো ইস্পাতের ৭.৫৯ শতাংশ, ইস্টার্ন ক্যাবলের ৬.০৭ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.০১ শতাংশ, এমবি ফার্মার ৫.৯৫ শতাংশ, অলিম্পিকের ৫.৩৫ শতাংশ, বেঙ্গল উইন্ডসরের ৪.৮৪ শতাংশ এবং জিবিবি পাওয়ারের শেয়ার দর ৪.৬২ শতাংশ বেড়েছে।

বুধবার, ২৯ জুন ২০২২ , ১৫ আষাড় ১৪২৮ ২৭ জিলকদ ১৪৪৩

সামান্য উত্থান শেয়ারবাজারে, সূচক, লেনদেন, দর বেড়েছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগের কার্যদিবসের মতো গতকালও উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে সব সূচক বেড়েছে। সূচকের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.২৫ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪২.৫৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৮৪ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯.৩৭ পয়েন্ট বা ০.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৮৫.৬৫ পয়েন্টে এবং দুই হাজার ২৯৪.৫৮ পয়েন্টে।

এছাড়াও ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮১৮ কোটি ৮২ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১১৮ কোটি ৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭০০ কোটি ৭৬ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৯টির বা ৫২.০৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৩৩টির বা ৩৪.৮২ শতাংশের এবং ৫০টির বা ১৩.০৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৪.৪১ পয়েন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৭১.১৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। গতকাল সিএসইতে ৬০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬১ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর এক কোটি ৮৩ লাখ ৯২ হাজার ৯৭টি শেয়ার ১০৪ বার হাত বদলের মাধ্যমে ৬০ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৪ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ২২ লাখ টাকার উত্তরা ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে প্রাইম ইন্স্যুরেন্সের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৯ টির বা ৫২.০৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস লেনদেন শেষে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৭.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪০.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩.৭০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মেঘনা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইয়াকিন পলিমারের ৯.৯৪ শতাংশ, খান ব্রাদার্সের ৯.৭৫ শতাংশ, অ্যাপলো ইস্পাতের ৭.৫৯ শতাংশ, ইস্টার্ন ক্যাবলের ৬.০৭ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.০১ শতাংশ, এমবি ফার্মার ৫.৯৫ শতাংশ, অলিম্পিকের ৫.৩৫ শতাংশ, বেঙ্গল উইন্ডসরের ৪.৮৪ শতাংশ এবং জিবিবি পাওয়ারের শেয়ার দর ৪.৬২ শতাংশ বেড়েছে।