পদ্মা সেতুতে চুমু খেলেন করোনা আক্রান্ত সংসদ সদস্য

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন গত সোমবার(২৬ জুন) সন্ধা সময় প্রথমবারের মত পার হতে গিয়ে পদ্মা সেতুতে চুমু খেয়েছেন। এ সময় তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যমসহ বিভিন্ন স্তরে।

জানা যায়, গত শনিবার(২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শরীয়তপুর-১ আসনের ইকবাল হোসেন, শরীয়তপুর-২ আসনের সাংসদ ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে এবং মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মনির চৌধুরীর আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে থাকার কথা ছিল। এ কারণে তাদের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করে স্বাস্থ্য বিভাগ। গত শুক্রবার(২৪ জুন) তাঁদের প্রতিবেদনে করোনা পজিটিভ আসে। এ কারণে তাঁরা পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কাঁঠালবাড়ি ঘাটে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় অংশগ্রহণ করতে পারেননি।

কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার তিনদিন না যেতেই শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেনকে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে সশরীরে দেখা করে মুলাকাত করতে দেখা যায়। এছাড়াও দলীয় নেতাকর্মীদের নিয়ে গত সোমবার(২৭ জুন) পদ্মা সেতু পার হতে গিয়ে সেতুতে উঠার পথে সেজদা করে চুমু খায়। এরপর পদ্মা সেতুতে সেজদা ও চুমু খাওয়ার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে করোনা আক্রান্ত অবস্থায় দলীয় লোকজন নিয়ে পদ্মা সেতুতে সেজদা করে চুমু খাওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠে বিভিন্ন মহল থেকে।

বুধবার, ২৯ জুন ২০২২ , ১৫ আষাড় ১৪২৮ ২৭ জিলকদ ১৪৪৩

পদ্মা সেতুতে চুমু খেলেন করোনা আক্রান্ত সংসদ সদস্য

প্রতিনিধি, জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন গত সোমবার(২৬ জুন) সন্ধা সময় প্রথমবারের মত পার হতে গিয়ে পদ্মা সেতুতে চুমু খেয়েছেন। এ সময় তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যমসহ বিভিন্ন স্তরে।

জানা যায়, গত শনিবার(২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শরীয়তপুর-১ আসনের ইকবাল হোসেন, শরীয়তপুর-২ আসনের সাংসদ ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে এবং মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মনির চৌধুরীর আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে থাকার কথা ছিল। এ কারণে তাদের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করে স্বাস্থ্য বিভাগ। গত শুক্রবার(২৪ জুন) তাঁদের প্রতিবেদনে করোনা পজিটিভ আসে। এ কারণে তাঁরা পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কাঁঠালবাড়ি ঘাটে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় অংশগ্রহণ করতে পারেননি।

কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার তিনদিন না যেতেই শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেনকে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে সশরীরে দেখা করে মুলাকাত করতে দেখা যায়। এছাড়াও দলীয় নেতাকর্মীদের নিয়ে গত সোমবার(২৭ জুন) পদ্মা সেতু পার হতে গিয়ে সেতুতে উঠার পথে সেজদা করে চুমু খায়। এরপর পদ্মা সেতুতে সেজদা ও চুমু খাওয়ার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে করোনা আক্রান্ত অবস্থায় দলীয় লোকজন নিয়ে পদ্মা সেতুতে সেজদা করে চুমু খাওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠে বিভিন্ন মহল থেকে।