ঈদে তাদের ‘তোমার দুটি আঁখিতে কাজল’

গানের নেশা সেই ছোটবেলা থেকেই। রেওয়াজও করেন প্রতিদিন। ইচ্ছে ভালো গান গেয়ে মানুষের হৃদয় জয় করা। যদিও তিনি জনগনের খুব প্রিয় মানুষ। সবাই ভালোবাসেন তাকে। তিনি এসএম নজরুল ইসলাম। উল্লাপাড়া সিরাজগঞ্জের দুইবারের সফল এবং জনপ্রিয় মেয়র। তবে গানকে ভালোবাসেন বলেই একসঙ্গে ১০টি গানের রেকর্ডিং করেছেন। গানগুলোর সুর ও সংগীত করেছেন সংগীত পরিচালক এবং সুরকার এ আর সারোয়ার। তারই ধারাবাহিকতায় আসছে ঈদে বাজারে আসবে তার ডুয়েট গান ‘তোমার দুটি আঁখিতে কাজল’। গানটিতে তার সঙ্গে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী। কথা লিখেছেন আরেক জনপ্রিয় গীতিকার আহমেদ রিজভী। মিউজিক করেছেন এ আর সারোয়ার। একটি অডিও কোম্পানি থেকে ঈদে বাজারে আসবে গানটি।

এসএম নজরুল ইসলাম বলেন, ‘আসলে জনগণের সেবার কাজে ব্যস্ত থাকতে হয় সবসময়। এর মধ্যে গানকে সময় দেয়া খুবই কঠিন কাজ। তারপরও গানকে সময় দেয়ার চেষ্টা করি। ‘তোমার দুটি আঁখিতে কাজল’ গানটির কথা ও সুর খুবই সুন্দর। আশা করছি; গানটি সবার ভালো লাগবে।

বুধবার, ২৯ জুন ২০২২ , ১৫ আষাড় ১৪২৮ ২৭ জিলকদ ১৪৪৩

ঈদে তাদের ‘তোমার দুটি আঁখিতে কাজল’

বিনোদন প্রতিবেদক

image

গানের নেশা সেই ছোটবেলা থেকেই। রেওয়াজও করেন প্রতিদিন। ইচ্ছে ভালো গান গেয়ে মানুষের হৃদয় জয় করা। যদিও তিনি জনগনের খুব প্রিয় মানুষ। সবাই ভালোবাসেন তাকে। তিনি এসএম নজরুল ইসলাম। উল্লাপাড়া সিরাজগঞ্জের দুইবারের সফল এবং জনপ্রিয় মেয়র। তবে গানকে ভালোবাসেন বলেই একসঙ্গে ১০টি গানের রেকর্ডিং করেছেন। গানগুলোর সুর ও সংগীত করেছেন সংগীত পরিচালক এবং সুরকার এ আর সারোয়ার। তারই ধারাবাহিকতায় আসছে ঈদে বাজারে আসবে তার ডুয়েট গান ‘তোমার দুটি আঁখিতে কাজল’। গানটিতে তার সঙ্গে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী। কথা লিখেছেন আরেক জনপ্রিয় গীতিকার আহমেদ রিজভী। মিউজিক করেছেন এ আর সারোয়ার। একটি অডিও কোম্পানি থেকে ঈদে বাজারে আসবে গানটি।

এসএম নজরুল ইসলাম বলেন, ‘আসলে জনগণের সেবার কাজে ব্যস্ত থাকতে হয় সবসময়। এর মধ্যে গানকে সময় দেয়া খুবই কঠিন কাজ। তারপরও গানকে সময় দেয়ার চেষ্টা করি। ‘তোমার দুটি আঁখিতে কাজল’ গানটির কথা ও সুর খুবই সুন্দর। আশা করছি; গানটি সবার ভালো লাগবে।