ঈদে নাটক এবং বিজ্ঞাপনে তারিন

পেশাগত একজন অভিনেত্রী হিসেবে অভিনয় করতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তারিন জাহান, পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতেও ভীষণ ভালোলাগে তার। তাই আগামী ঈদে দেশের বিভিন্ন চ্যানেলে প্রচারের জন্য প্রথমবারের মতো কোনো তেলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তারিন।

মানিক মানবিকের পরিচালনায় ‘রয়েল শেফ ফোর্টিফাইড ক্যানোলা তেল’র বিজ্ঞাপন এটি। তারিন বলেন, ‘মানিক মানবিকের পরিচালনায় প্রথম কাজ করেছি। অনেকদিন পর কোনো বিজ্ঞাপনে কাজ করেছি। মনে হয়েছে সবকিছু মিলিয়ে বিজ্ঞাপনটি ভালো হয়েছে। আশা করছি ভালোলাগবে সবার।’

এদিকে আগামী ঈদের জন্য তারিন শুটিং করছেন গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘সুপার ভাবী’ শিরোনামের একটি নাটকে। এতে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, ‘সুপার ভাবী এমনই একজন মানিবক মানুষ যিনি পরিবারের সদস্যদের নানান সমস্যা সমাধান করার পাশাপাশি সমাজের নানান মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করেন। এটি সুপার ভাবী তার মানবিক জায়গা থেকেই করে থাকেন। মানবিক বিষয়টি ভালোলেগেছে বিধায় দোদুলের নির্দেশনায় এ কাজটি করছি। দোদুল যতœ নিয়ে নির্মাণ করছে। তাই এই নাটকটি নিয়েও আমি আশাবাদী।’ সুপার ভাবীর গল্প দোদুলের, চিত্রনাট্য মহিউদ্দিন আহমেদের। ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে এবং ‘ঝাক্কাস’ নামক ওটিটি প্লাটফরমে প্রচার হবে। আগামী ঈদে সোহেল হাসানের ‘উত্তরাধিকার’র নাটকেও দেখা যাবে তারিনকে।

বুধবার, ২৯ জুন ২০২২ , ১৫ আষাড় ১৪২৮ ২৭ জিলকদ ১৪৪৩

ঈদে নাটক এবং বিজ্ঞাপনে তারিন

বিনোদন প্রতিবেদক

image

পেশাগত একজন অভিনেত্রী হিসেবে অভিনয় করতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তারিন জাহান, পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতেও ভীষণ ভালোলাগে তার। তাই আগামী ঈদে দেশের বিভিন্ন চ্যানেলে প্রচারের জন্য প্রথমবারের মতো কোনো তেলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তারিন।

মানিক মানবিকের পরিচালনায় ‘রয়েল শেফ ফোর্টিফাইড ক্যানোলা তেল’র বিজ্ঞাপন এটি। তারিন বলেন, ‘মানিক মানবিকের পরিচালনায় প্রথম কাজ করেছি। অনেকদিন পর কোনো বিজ্ঞাপনে কাজ করেছি। মনে হয়েছে সবকিছু মিলিয়ে বিজ্ঞাপনটি ভালো হয়েছে। আশা করছি ভালোলাগবে সবার।’

এদিকে আগামী ঈদের জন্য তারিন শুটিং করছেন গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘সুপার ভাবী’ শিরোনামের একটি নাটকে। এতে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, ‘সুপার ভাবী এমনই একজন মানিবক মানুষ যিনি পরিবারের সদস্যদের নানান সমস্যা সমাধান করার পাশাপাশি সমাজের নানান মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করেন। এটি সুপার ভাবী তার মানবিক জায়গা থেকেই করে থাকেন। মানবিক বিষয়টি ভালোলেগেছে বিধায় দোদুলের নির্দেশনায় এ কাজটি করছি। দোদুল যতœ নিয়ে নির্মাণ করছে। তাই এই নাটকটি নিয়েও আমি আশাবাদী।’ সুপার ভাবীর গল্প দোদুলের, চিত্রনাট্য মহিউদ্দিন আহমেদের। ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে এবং ‘ঝাক্কাস’ নামক ওটিটি প্লাটফরমে প্রচার হবে। আগামী ঈদে সোহেল হাসানের ‘উত্তরাধিকার’র নাটকেও দেখা যাবে তারিনকে।