ইউক্রেনের শপিংমলে রুশ হামলা যুদ্ধাপরাধ : জি-৭

ইউক্রেনের শপিংমলে ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধাপরাধ উল্লেখ করে রাশিয়ার বিরুদ্ধে চলমান নিষেধাজ্ঞা ও অবরোধ আরও কঠিন করার হুঁশিয়ারি দিয়েছেন শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-সেভেন নেতারা। জার্মানিতে তিন দিনব্যাপী জি-সেভেন সম্মেলনে অংশ নেন কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সরকারপ্রধানরা।

একে ন্যক্কারজনক অভিহিত করে নিন্দা জানানোর পাশাপাশি পুতিনসহ হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার বিষয়ে ঐক্যমতে পৌঁছান তারা। এক বিবৃতিতে এ হামলাকে ঘৃণিত উল্লেখ করে বলা হয়, ‘ইউক্রেনের নিরাপরাধ নাগরিকের ওপর এমন নির্বিচার হামলা যুদ্ধাপরাধের শামিল।’

নেতারা প্রতিশ্রুতি দেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দায়ী ব্যক্তিদের ক্রেমেনচুক শহরে ক্ষেপণাস্ত্র হামলার জন্য দোষী সাব্যস্ত করা হবে।’ ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকের একটি শপিংমলে সোমবার ব্যস্ততম সময়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬ জন নিহত হন। আর আহত হন অন্তত অর্ধশতাধিক বেসামরিক মানুষ।

হামলার হতাহতের বিষয়টি নিশ্চিত করে দেশটির মধ্যাঞ্চলীয় পলটাভা অঞ্চলের গভর্নর দিমিত্র লুনিন বলেন, ‘ধ্বংসস্তপের মধ্যে আরও মৃতদেহ আছে কি-না খুঁজে দেখা হচ্ছে।’ এ ছাড়া আহত ৫০ জনের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি ও ২৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, জানান লুনিন। এই ঘটনাকে তিনি বেসামরিক মানুষের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে উল্লেখ করেন। কারণ ওই শপিংমলের আশপাশে কিংবা কাছাকাছি এলাকায়ও কোনো সামরিক কর্মকা- ছিল না।

ক্রেমেনচুকের শপিংমলে হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিংকেনও। রুশ এই হামলায় পুরো বিশ্ব আতঙ্কিত হয়ে পড়েছে বলে এক টুইট বার্তায় উল্লেখ করেন তিনি।

একে ইউরোপের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেলেনস্কি। তিনি দাবি করেন, ক্ষেপণাস্ত্র হামলার সময় ওই শপিংমলে অন্তত এক হাজার মানুষ ছিলেন।

আরেকটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় লুহানস্কের লিশিচানস্ক শহরে অন্তত ৮ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর সেরহি গাইডাই। ওই হামলায় আরও ২১ জন আহত হয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে ৫ সাধারণ মানুষ নিহত ও ২২ জন আহত হয়েছেন এমন খবর দিয়েছেন ওই শহরের গভর্নর ওলেহ সিনেহুবয়।

বুধবার, ২৯ জুন ২০২২ , ১৫ আষাড় ১৪২৮ ২৭ জিলকদ ১৪৪৩

ইউক্রেনের শপিংমলে রুশ হামলা যুদ্ধাপরাধ : জি-৭

image

ইউক্রেনের শপিংমলে ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধাপরাধ উল্লেখ করে রাশিয়ার বিরুদ্ধে চলমান নিষেধাজ্ঞা ও অবরোধ আরও কঠিন করার হুঁশিয়ারি দিয়েছেন শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-সেভেন নেতারা। জার্মানিতে তিন দিনব্যাপী জি-সেভেন সম্মেলনে অংশ নেন কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সরকারপ্রধানরা।

একে ন্যক্কারজনক অভিহিত করে নিন্দা জানানোর পাশাপাশি পুতিনসহ হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার বিষয়ে ঐক্যমতে পৌঁছান তারা। এক বিবৃতিতে এ হামলাকে ঘৃণিত উল্লেখ করে বলা হয়, ‘ইউক্রেনের নিরাপরাধ নাগরিকের ওপর এমন নির্বিচার হামলা যুদ্ধাপরাধের শামিল।’

নেতারা প্রতিশ্রুতি দেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দায়ী ব্যক্তিদের ক্রেমেনচুক শহরে ক্ষেপণাস্ত্র হামলার জন্য দোষী সাব্যস্ত করা হবে।’ ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকের একটি শপিংমলে সোমবার ব্যস্ততম সময়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬ জন নিহত হন। আর আহত হন অন্তত অর্ধশতাধিক বেসামরিক মানুষ।

হামলার হতাহতের বিষয়টি নিশ্চিত করে দেশটির মধ্যাঞ্চলীয় পলটাভা অঞ্চলের গভর্নর দিমিত্র লুনিন বলেন, ‘ধ্বংসস্তপের মধ্যে আরও মৃতদেহ আছে কি-না খুঁজে দেখা হচ্ছে।’ এ ছাড়া আহত ৫০ জনের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি ও ২৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, জানান লুনিন। এই ঘটনাকে তিনি বেসামরিক মানুষের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে উল্লেখ করেন। কারণ ওই শপিংমলের আশপাশে কিংবা কাছাকাছি এলাকায়ও কোনো সামরিক কর্মকা- ছিল না।

ক্রেমেনচুকের শপিংমলে হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিংকেনও। রুশ এই হামলায় পুরো বিশ্ব আতঙ্কিত হয়ে পড়েছে বলে এক টুইট বার্তায় উল্লেখ করেন তিনি।

একে ইউরোপের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেলেনস্কি। তিনি দাবি করেন, ক্ষেপণাস্ত্র হামলার সময় ওই শপিংমলে অন্তত এক হাজার মানুষ ছিলেন।

আরেকটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় লুহানস্কের লিশিচানস্ক শহরে অন্তত ৮ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর সেরহি গাইডাই। ওই হামলায় আরও ২১ জন আহত হয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে ৫ সাধারণ মানুষ নিহত ও ২২ জন আহত হয়েছেন এমন খবর দিয়েছেন ওই শহরের গভর্নর ওলেহ সিনেহুবয়।