আবারো ভারী বৃষ্টির পূর্বাভাস

মধ্য আষাঢ়। যেকোন সময় আকাশ কালো হয়ে নামতে পারে বৃষ্টি। গরমে আনবে স্বস্তি ঋতুবেচিত্র্যে এমনটাই হওয়ার কথা বলেন প্রবীণ সাংবাদিক রাবেয়া হক। আষাঢ়ের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টি হলেও গত কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা কম। তবে আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিপাতের পূর্বাভাসে বলছে আজ-কালের মধ্যে আবারো কয়েক বিভাগে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এটি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘বৃষ্টি মাঝে থেমে গিয়েছিল। তবে তা আবার শুরু হবে। দেশের সব এলাকাতেই কমবেশি বৃষ্টি হবে।’ আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া অধিদপ্তর। এ সময় এসব বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। বাকি চার বিভাগের কিছু জায়গাতেও এ সময় বৃষ্টি হবে। আর আগামী তিন দিন এ বৃষ্টির ধারা অব্যাহত থাকবে।

১৫ জুন থেকে সিলেট নগরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়। পরদিন থেকে তা ভয়াবহ আকার ধারণ করে।

বুধবার, ২৯ জুন ২০২২ , ১৫ আষাড় ১৪২৮ ২৭ জিলকদ ১৪৪৩

আবারো ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

মধ্য আষাঢ়। যেকোন সময় আকাশ কালো হয়ে নামতে পারে বৃষ্টি। গরমে আনবে স্বস্তি ঋতুবেচিত্র্যে এমনটাই হওয়ার কথা বলেন প্রবীণ সাংবাদিক রাবেয়া হক। আষাঢ়ের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টি হলেও গত কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা কম। তবে আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিপাতের পূর্বাভাসে বলছে আজ-কালের মধ্যে আবারো কয়েক বিভাগে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এটি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘বৃষ্টি মাঝে থেমে গিয়েছিল। তবে তা আবার শুরু হবে। দেশের সব এলাকাতেই কমবেশি বৃষ্টি হবে।’ আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া অধিদপ্তর। এ সময় এসব বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। বাকি চার বিভাগের কিছু জায়গাতেও এ সময় বৃষ্টি হবে। আর আগামী তিন দিন এ বৃষ্টির ধারা অব্যাহত থাকবে।

১৫ জুন থেকে সিলেট নগরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়। পরদিন থেকে তা ভয়াবহ আকার ধারণ করে।