সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে

আগের কার্যদিবসের মতো গতকালও উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে প্রধান প্রধান সূচক সামান্য বেড়েছে। সূচক বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.৮৭ পয়েন্ট বা ০.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫০.৪৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ০.৫৯ পয়েন্ট বা ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৯৫.১৮ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.২৪ পয়েন্ট বা ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৮৫.৪০ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৫ কোটি ৬৯ লাখ টাকার যা আগের কার্যদিবস থেকে ১৩ কোটি ১৩ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮১৮ কোটি ৮২ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৭টির বা ৪১.২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৭২টির বা ৪৫.১৪ শতাংশের এবং ৫২টির বা ১৬.৬৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৬.৮৩ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৯০.৪৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর। গতকাল সিএসইতে ২০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৯৪ লাখ ৯৪ হাজার ৬১৮টি শেয়ার ৯৭ বার হাত বদলের মাধ্যমে ৬৬ কোটি ৮০ লাখ ৩১ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১২ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে সোনালী পেপারের। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৬৭ লাখ ২০ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৪৫ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭২টির বা ৪৫.১৪ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮০.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৮.৮০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ১.৯৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জনতা ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ১.৯৮ শতাংশ, বঙ্গজের ১.৯৭ শতাংশ, ফরচু সুজের ১.৯৬ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ১.৯৫ শতাংশ, জেনেক্সের ১.৯৬ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১.৯৩ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজরে ১.৯৩ শতাংশ এবং গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ার দর ১.৯২ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৭টির বা ৪১.২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস লেনদেন শেষে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৪.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মেঘনা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইনট্রাকোর ৯.৬১ শতাংশ, এমবি ফার্মার ৮.৬১ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.০১ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৭.৪৯ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৭.০০ শতাংশ, আজিজ পাইপসের ৬.৫৯ শতাংশ, সোনালী পেপারসের ৬.৩৯ শতাংশ, মনোস্পুল পেপারের ৬.২৮ শতাংশ এবং একমি পেস্টিসাইডসের শেয়ার দর ৬.১৫ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ , ১৬ আষাড় ১৪২৮ ২৮ জিলকদ ১৪৪৩

সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগের কার্যদিবসের মতো গতকালও উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে প্রধান প্রধান সূচক সামান্য বেড়েছে। সূচক বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.৮৭ পয়েন্ট বা ০.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫০.৪৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ০.৫৯ পয়েন্ট বা ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৯৫.১৮ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.২৪ পয়েন্ট বা ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৮৫.৪০ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৫ কোটি ৬৯ লাখ টাকার যা আগের কার্যদিবস থেকে ১৩ কোটি ১৩ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮১৮ কোটি ৮২ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৭টির বা ৪১.২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৭২টির বা ৪৫.১৪ শতাংশের এবং ৫২টির বা ১৬.৬৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৬.৮৩ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৯০.৪৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর। গতকাল সিএসইতে ২০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৯৪ লাখ ৯৪ হাজার ৬১৮টি শেয়ার ৯৭ বার হাত বদলের মাধ্যমে ৬৬ কোটি ৮০ লাখ ৩১ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১২ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে সোনালী পেপারের। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৬৭ লাখ ২০ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৪৫ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭২টির বা ৪৫.১৪ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮০.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৮.৮০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ১.৯৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জনতা ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ১.৯৮ শতাংশ, বঙ্গজের ১.৯৭ শতাংশ, ফরচু সুজের ১.৯৬ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ১.৯৫ শতাংশ, জেনেক্সের ১.৯৬ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১.৯৩ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজরে ১.৯৩ শতাংশ এবং গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ার দর ১.৯২ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৭টির বা ৪১.২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস লেনদেন শেষে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৪.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মেঘনা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইনট্রাকোর ৯.৬১ শতাংশ, এমবি ফার্মার ৮.৬১ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.০১ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৭.৪৯ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৭.০০ শতাংশ, আজিজ পাইপসের ৬.৫৯ শতাংশ, সোনালী পেপারসের ৬.৩৯ শতাংশ, মনোস্পুল পেপারের ৬.২৮ শতাংশ এবং একমি পেস্টিসাইডসের শেয়ার দর ৬.১৫ শতাংশ বেড়েছে।