র‌্যাবের বহরে প্রগতির পাজেরো জিপ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কর্তৃক ‘র‌্যাব ফোর্সেস এর আভিযানিক সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)র অধীনে পরিচালিত বৃহত্তম গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লি. হতে ৩০টি পাজেরো স্পোর্ট কিউএক্স জিপ ক্রয় করা হয়েছে। গত মঙ্গলবার র‌্যাব ফোর্সেস হেড কোয়াটার ঢাকাতে আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম -এর নিকট বিএসইসি ও প্রগতি ইন্ডাস্ট্রিজ লি. -এর চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঁঞা, এনডিসি গাড়ি হস্তান্তর করেন।

বিএসইসির চেয়ারম্যান বলেন, ‘সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীন শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত সকল পণ্য নিয়ম মেনে সরবরাহ করা হবে। র‌্যাবে উচ্চ সিসির গাড়ি লাগলে প্রগতি দিতে পারবে।’

প্রগতির ত্রিশটি পাজেরো ক্রয় করার জন্য তিনি র‌্যাবকে ধন্যবাদ জানান। র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, নিয়ম অনুসরণ করে প্রগতি হতে গাড়ি নেয়া হবে। বিএসইসির যতসব পণ্য রয়েছে র‌্যাবে তার প্রয়োজন থাকলে সংগ্রহ করা হবে বলে আশ্বস্ত করেন।

এ সময় বিএসইসির পরিচালক বাণিজ্যিক ও যুগ্মসচিব বদরুন নাহার এবং র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মো. কামরুল হাসান পিপিএম, এএফডিব্লিউ, পিএসসি ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জনাব ইমতিয়াজ আহমেদ, পিপিএম, ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রগতি সুনামের সঙ্গে স্বাধীনতার পর হতে জাপান, কোরিয়া, চীন ও ভারতে বিশ্বখ্যাত কোম্পানির জীপ, বাস, মিনি বাস, মাইক্রোবাস, এ্যাম্বুলেন্স ও ট্রাক সংযোজন ও বাজারজাত করে যাচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরাসরি ক্রয় (ডিপিএম) প্রক্রিয়ার মাধ্যমে প্রগতির গাড়িসহ বিএসইসির আওতাধীন ইস্টার্ন কেবল, জিইএমকো, গাজি ওয়্যারস, ইস্টার্ন টিউবস, ন্যাশনাল টিউবস, এটলাস বাংলাদেশ, বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি এবং ঢাকা স্টীল ওয়ার্কস লিমিটেড এ সংযোজিত/উৎপাদিত পণ্য ক্রয়ের সুযোগ রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ , ১৬ আষাড় ১৪২৮ ২৮ জিলকদ ১৪৪৩

র‌্যাবের বহরে প্রগতির পাজেরো জিপ

image

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কর্তৃক ‘র‌্যাব ফোর্সেস এর আভিযানিক সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)র অধীনে পরিচালিত বৃহত্তম গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লি. হতে ৩০টি পাজেরো স্পোর্ট কিউএক্স জিপ ক্রয় করা হয়েছে। গত মঙ্গলবার র‌্যাব ফোর্সেস হেড কোয়াটার ঢাকাতে আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম -এর নিকট বিএসইসি ও প্রগতি ইন্ডাস্ট্রিজ লি. -এর চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঁঞা, এনডিসি গাড়ি হস্তান্তর করেন।

বিএসইসির চেয়ারম্যান বলেন, ‘সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীন শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত সকল পণ্য নিয়ম মেনে সরবরাহ করা হবে। র‌্যাবে উচ্চ সিসির গাড়ি লাগলে প্রগতি দিতে পারবে।’

প্রগতির ত্রিশটি পাজেরো ক্রয় করার জন্য তিনি র‌্যাবকে ধন্যবাদ জানান। র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, নিয়ম অনুসরণ করে প্রগতি হতে গাড়ি নেয়া হবে। বিএসইসির যতসব পণ্য রয়েছে র‌্যাবে তার প্রয়োজন থাকলে সংগ্রহ করা হবে বলে আশ্বস্ত করেন।

এ সময় বিএসইসির পরিচালক বাণিজ্যিক ও যুগ্মসচিব বদরুন নাহার এবং র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মো. কামরুল হাসান পিপিএম, এএফডিব্লিউ, পিএসসি ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জনাব ইমতিয়াজ আহমেদ, পিপিএম, ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রগতি সুনামের সঙ্গে স্বাধীনতার পর হতে জাপান, কোরিয়া, চীন ও ভারতে বিশ্বখ্যাত কোম্পানির জীপ, বাস, মিনি বাস, মাইক্রোবাস, এ্যাম্বুলেন্স ও ট্রাক সংযোজন ও বাজারজাত করে যাচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরাসরি ক্রয় (ডিপিএম) প্রক্রিয়ার মাধ্যমে প্রগতির গাড়িসহ বিএসইসির আওতাধীন ইস্টার্ন কেবল, জিইএমকো, গাজি ওয়্যারস, ইস্টার্ন টিউবস, ন্যাশনাল টিউবস, এটলাস বাংলাদেশ, বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি এবং ঢাকা স্টীল ওয়ার্কস লিমিটেড এ সংযোজিত/উৎপাদিত পণ্য ক্রয়ের সুযোগ রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।