ফুলজোড় খালের সেতু নির্মাণ বন্ধ এক বছর : দুর্ভোগ চরমে

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল-অলিপুর আঞ্চলিক সড়কের ফুলজোড় খালের উপরে নির্মাণাধীন ব্রিজের কাজ প্রায় ১ বছর ধরে বন্ধ রয়েছে। অজ্ঞাত কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান এ ব্রিজের কাজ বন্ধ রেখেছে। এতে জনগুরুত্বপূর্ণ এ সড়কে চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্তবধায়নে প্রায় পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালের অক্টোবর মাসে এ কাজ শুরু করে লিটন এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ব্রিজের প্রায় ৬০ শতাংশ কাজ শেষ হবার পর ২০২১ সালের মাঝামাঝি বন্ধ করে দেয়া হয়। এলজিইডির বেধে দেওয়া সময় অনুযায়ী ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর এর কাজ শেষ হবার কথা ছিল। স্থানীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার ও প্রবীণ শিক্ষক শহিদুল ইসলাম বুলবুলসহ অনেকেই বলেন, এলাকাবাসীর দাবিতে ওই খালের উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০২০ সালে ৫৪ মিটার লম্বা এ সড়ক ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হয়। অজ্ঞাত কারণে ওই ব্রিজের কাজ বন্ধ হয়ে যাওয়ায় এ অঞ্চলের হাজার হাজার মানুষ দূর্ভোগ পোহাচ্ছেন দীর্ঘদিন ধরে। যথাসময়ে ওই ব্রিজের কাজ বাস্তবায়ন না হওয়ায় বর্ষা মৌসুমে নৌকায় এবং গ্রীষ্ম মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী। তবে কি কারণে ওই কাজ বন্ধ রয়েছে এ নিয়ে এলাকায় নানা প্রশ্নও উঠেছে। বর্ষাকালে বিশেষ করে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম দূর্ভোগ পোহাচ্ছে। এ জনগরুত্বপূর্ণ সড়ক ব্রিজটি নির্মাণে নানা অজুহাত দেখাচ্ছে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবু সায়েদ জানান, উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ১ বছর ধরে ওই ব্রিজ নির্মান কাজ বন্ধ রেখেছে। এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বার বার চিঠি দিলেও সাড়া মেলেনি। এদিকে এলজিইডি’র সিরাজগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ওই ব্রিজের নির্মাণ কাজ সমাপ্ত করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে শেষ বারের মত চিঠি দেয়া হয়েছে। এ চিঠির আলোকে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান যথাসময়ে কাজ শুরু না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ , ১৬ আষাড় ১৪২৮ ২৮ জিলকদ ১৪৪৩

ফুলজোড় খালের সেতু নির্মাণ বন্ধ এক বছর : দুর্ভোগ চরমে

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

image

সিরাজগঞ্জ : এক বছর ধরে বন্ধ ফুলজোড় নদীর ওপর নির্মাণাধীন এই ব্রিজের কাজ -সংবাদ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল-অলিপুর আঞ্চলিক সড়কের ফুলজোড় খালের উপরে নির্মাণাধীন ব্রিজের কাজ প্রায় ১ বছর ধরে বন্ধ রয়েছে। অজ্ঞাত কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান এ ব্রিজের কাজ বন্ধ রেখেছে। এতে জনগুরুত্বপূর্ণ এ সড়কে চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্তবধায়নে প্রায় পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালের অক্টোবর মাসে এ কাজ শুরু করে লিটন এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ব্রিজের প্রায় ৬০ শতাংশ কাজ শেষ হবার পর ২০২১ সালের মাঝামাঝি বন্ধ করে দেয়া হয়। এলজিইডির বেধে দেওয়া সময় অনুযায়ী ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর এর কাজ শেষ হবার কথা ছিল। স্থানীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার ও প্রবীণ শিক্ষক শহিদুল ইসলাম বুলবুলসহ অনেকেই বলেন, এলাকাবাসীর দাবিতে ওই খালের উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০২০ সালে ৫৪ মিটার লম্বা এ সড়ক ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হয়। অজ্ঞাত কারণে ওই ব্রিজের কাজ বন্ধ হয়ে যাওয়ায় এ অঞ্চলের হাজার হাজার মানুষ দূর্ভোগ পোহাচ্ছেন দীর্ঘদিন ধরে। যথাসময়ে ওই ব্রিজের কাজ বাস্তবায়ন না হওয়ায় বর্ষা মৌসুমে নৌকায় এবং গ্রীষ্ম মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী। তবে কি কারণে ওই কাজ বন্ধ রয়েছে এ নিয়ে এলাকায় নানা প্রশ্নও উঠেছে। বর্ষাকালে বিশেষ করে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম দূর্ভোগ পোহাচ্ছে। এ জনগরুত্বপূর্ণ সড়ক ব্রিজটি নির্মাণে নানা অজুহাত দেখাচ্ছে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবু সায়েদ জানান, উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ১ বছর ধরে ওই ব্রিজ নির্মান কাজ বন্ধ রেখেছে। এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বার বার চিঠি দিলেও সাড়া মেলেনি। এদিকে এলজিইডি’র সিরাজগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ওই ব্রিজের নির্মাণ কাজ সমাপ্ত করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে শেষ বারের মত চিঠি দেয়া হয়েছে। এ চিঠির আলোকে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান যথাসময়ে কাজ শুরু না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।