নড়াইলে অধ্যক্ষকে হেনস্তা এবং সাভারে শিক্ষক হত্যার প্রতিবাদ অব্যাহত

নড়াইলে পুলিশের উপস্থিতিতে কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তার প্রতিবাদ এবং সাভারে কলেজ শিক্ষক উৎপল কুমার বিশ্বাসের হত্যাকারীর বিচারের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাবি শাখা ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক জাহিদ আহসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন পরিষদের ঢাবি শাখার সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সহ-সভাপতি আসিফ মাহমুদ?সহ অন্যরা।

কলেজ শিক্ষক উৎপল কুমারের হত্যার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জ্ঞাপন করে আখতার হোসেন বলেন, ‘আজ বাংলাদেশে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু, হিন্দু কিংবা মুসলিম কেউই নিরাপদে নেই?। বাংলাদেশে কেবল ভালো আছে ক্ষমতার উচ্ছিষ্টভোগীরা?। বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভাজন করা যাবে না?। একজন হিন্দুভাই নিপীড়িত হলে আমি একজন মুসলিম ভাই হিসেবে তার প্রতিবাদ জানাব?। একজন মুসলিম ভাই নিপীড়িত হলে আমার একজন হিন্দুভাই তার প্রতিবাদ জানাবে, এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে?।’

আকরাম হোসেন বলেন, নড়াইলে ক্লাস থেকে তুলে নিয়ে একজন শিক্ষককে হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস থেকে তুলে নিয়ে ছাত্র অধিকার পরিষদের একজন কর্মীকে ছাত্রলীগের হামলা, সবই একইসূত্রে গাঁথা?। আওয়ামী লীগ দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক মানবাধিকার হরণ করে দেশের মানুষকে বিভাজিত করে সাম্প্রদায়িক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে?। যেকোন আন্দোলনে সরকার পুলিশ বাহিনী দিয়ে হামলা করে মানুষকে ছত্রভঙ্গ করে দেয়, অথচ নড়াইলে পুলিশের মৌন সমর্থন ব্যতীত এমন ন্যক্করজনক ঘটেছে তা আমরা বিশ্বাস করি না?। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই। আমাদের মাঝে বিভাজনকারীদের আমরা রুখে দেবো?।’

সামাজিক নিরাপত্তা ও নাগরিকের মর্যাদা প্রদানে ব্যার্থতার দায় সম্পূর্ণ সরকারের

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড বলেছেন, ‘সাভারে পিটিয়ে হত্যা ও নড়াইলে প্রশাসনের উপস্থিতিতে শিক্ষক লাঞ্ছনার ঘটনা সামাজিক নিরাপত্তা ও নাগরিকের মর্যাদা প্রদানে সরকারের ব্যর্থতারই বহিঃপ্রকাশ। এ ব্যর্থতার দায় সম্পূর্ণ সরকারের।’ গতকাল বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে (ডাস চত্বর) বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনার ঘটনার দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংখ্যালঘু শিক্ষক লাঞ্ছিত ও হত্যা এবং রাবি শিক্ষকের জমি দখলের প্রতিবাদ

রাবি প্রতিনিধি জানান, ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের জমি দখল, কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধনে তারা এই দাবি জানান। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, শুধু একবার না এরকম প্রতি বছরেই হয়তো সিনেট ভবনের সামনে, প্যারিস রোডে মানববন্ধন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি। আমরা কি শুধু এই কাজটি করে যাবো? এর আগে স্বপন কুমার বিশ্বাস, হৃদয় ম-ল, মহরী সাহেব যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের উন্নয়ন হলেও মানুষের মানবিকতার কোন উন্নয়ন ঘটেনি। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন যারাই এ ধরনের কর্মকা- ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সালেহ আহমেদ নকিব বলেন, অরুণ কুমার বসাক আমার বিভাগের শিক্ষক। যে উদ্বেগজনক ঘটনার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা খুব বড় রকমের এক ব্যর্থতার মধ্যে রয়েছি যার ফলে এই রকমের ঘটনাগুলো ঘটেছে। আমরা প্রচুর উন্নয়নের কথা বলি কিন্তু মানবিক উন্নয়নের কথা বলি না। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, মানবিক উন্নয়ন ছাড়া সকল ধরনের উন্নয়ন এক ধরনের অর্থহীন উন্নয়ন। স্যারের এই সমস্যা আজকের না অনেক সরকার এসেছে কিন্তু স্যারের এই সমস্যার কোনো সমাধান হয়নি। আমরা এই হয়রানির নিন্দা ও শাস্তির দাবি জানাই।

ছাত্র ফেডারেশনের সভাপতি রনজু হাসান বলেন, এসব শুধুমাত্র সাম্প্রদায়িকতার প্রশ্ন নয়। এর সঙ্গে জড়িত সম্পদ ও অর্থের হিসাব। একজন শিক্ষককে অসম্মান করা গোটা বাংলাদেশ বা গোটা সমাজকে অসম্মান করা। এছাড়া ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন বলেন, আজকে একজন বিজ্ঞানের শিক্ষক ক্লাসে তার শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা দিতে পারেন না। তাকে গলায় জুতার মালা পরানো হয়। যারজন্য আজকে আমরা রাজপথে দাঁড়াতে বাধ্য হচ্ছি। স্বাধীনতার ৫০ বছরেও আমাদের মানবিক উন্নয়নের এ অবস্থা হতাশাজনক।

এ সময় বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী, আরবি বিভাগের অধ্যাপক ইফতেখারু আলম মাসুদ, নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমান রাজুসহ বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ বছর ধরে রাবির পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও দেশের একমাত্র পদার্থ বিজ্ঞানের ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাককে জমি দখলের মাধ্যমে হয়রানি করে আসছেন তার প্রতিবেশী ইয়াহিয়া ফেরদৌস। এছাড়া গত কয়েকদিনে কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ , ১৬ আষাড় ১৪২৮ ২৮ জিলকদ ১৪৪৩

নড়াইলে অধ্যক্ষকে হেনস্তা এবং সাভারে শিক্ষক হত্যার প্রতিবাদ অব্যাহত

প্রতিনিধি, ঢাবি

image

শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে গতকাল ঢাবির রাজু ভাস্কর্যের সামনে ৭ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অনশন -সংবাদ

নড়াইলে পুলিশের উপস্থিতিতে কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তার প্রতিবাদ এবং সাভারে কলেজ শিক্ষক উৎপল কুমার বিশ্বাসের হত্যাকারীর বিচারের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাবি শাখা ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক জাহিদ আহসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন পরিষদের ঢাবি শাখার সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সহ-সভাপতি আসিফ মাহমুদ?সহ অন্যরা।

কলেজ শিক্ষক উৎপল কুমারের হত্যার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জ্ঞাপন করে আখতার হোসেন বলেন, ‘আজ বাংলাদেশে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু, হিন্দু কিংবা মুসলিম কেউই নিরাপদে নেই?। বাংলাদেশে কেবল ভালো আছে ক্ষমতার উচ্ছিষ্টভোগীরা?। বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভাজন করা যাবে না?। একজন হিন্দুভাই নিপীড়িত হলে আমি একজন মুসলিম ভাই হিসেবে তার প্রতিবাদ জানাব?। একজন মুসলিম ভাই নিপীড়িত হলে আমার একজন হিন্দুভাই তার প্রতিবাদ জানাবে, এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে?।’

আকরাম হোসেন বলেন, নড়াইলে ক্লাস থেকে তুলে নিয়ে একজন শিক্ষককে হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস থেকে তুলে নিয়ে ছাত্র অধিকার পরিষদের একজন কর্মীকে ছাত্রলীগের হামলা, সবই একইসূত্রে গাঁথা?। আওয়ামী লীগ দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক মানবাধিকার হরণ করে দেশের মানুষকে বিভাজিত করে সাম্প্রদায়িক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে?। যেকোন আন্দোলনে সরকার পুলিশ বাহিনী দিয়ে হামলা করে মানুষকে ছত্রভঙ্গ করে দেয়, অথচ নড়াইলে পুলিশের মৌন সমর্থন ব্যতীত এমন ন্যক্করজনক ঘটেছে তা আমরা বিশ্বাস করি না?। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই। আমাদের মাঝে বিভাজনকারীদের আমরা রুখে দেবো?।’

সামাজিক নিরাপত্তা ও নাগরিকের মর্যাদা প্রদানে ব্যার্থতার দায় সম্পূর্ণ সরকারের

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড বলেছেন, ‘সাভারে পিটিয়ে হত্যা ও নড়াইলে প্রশাসনের উপস্থিতিতে শিক্ষক লাঞ্ছনার ঘটনা সামাজিক নিরাপত্তা ও নাগরিকের মর্যাদা প্রদানে সরকারের ব্যর্থতারই বহিঃপ্রকাশ। এ ব্যর্থতার দায় সম্পূর্ণ সরকারের।’ গতকাল বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে (ডাস চত্বর) বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনার ঘটনার দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংখ্যালঘু শিক্ষক লাঞ্ছিত ও হত্যা এবং রাবি শিক্ষকের জমি দখলের প্রতিবাদ

রাবি প্রতিনিধি জানান, ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের জমি দখল, কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধনে তারা এই দাবি জানান। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, শুধু একবার না এরকম প্রতি বছরেই হয়তো সিনেট ভবনের সামনে, প্যারিস রোডে মানববন্ধন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি। আমরা কি শুধু এই কাজটি করে যাবো? এর আগে স্বপন কুমার বিশ্বাস, হৃদয় ম-ল, মহরী সাহেব যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের উন্নয়ন হলেও মানুষের মানবিকতার কোন উন্নয়ন ঘটেনি। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন যারাই এ ধরনের কর্মকা- ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সালেহ আহমেদ নকিব বলেন, অরুণ কুমার বসাক আমার বিভাগের শিক্ষক। যে উদ্বেগজনক ঘটনার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা খুব বড় রকমের এক ব্যর্থতার মধ্যে রয়েছি যার ফলে এই রকমের ঘটনাগুলো ঘটেছে। আমরা প্রচুর উন্নয়নের কথা বলি কিন্তু মানবিক উন্নয়নের কথা বলি না। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, মানবিক উন্নয়ন ছাড়া সকল ধরনের উন্নয়ন এক ধরনের অর্থহীন উন্নয়ন। স্যারের এই সমস্যা আজকের না অনেক সরকার এসেছে কিন্তু স্যারের এই সমস্যার কোনো সমাধান হয়নি। আমরা এই হয়রানির নিন্দা ও শাস্তির দাবি জানাই।

ছাত্র ফেডারেশনের সভাপতি রনজু হাসান বলেন, এসব শুধুমাত্র সাম্প্রদায়িকতার প্রশ্ন নয়। এর সঙ্গে জড়িত সম্পদ ও অর্থের হিসাব। একজন শিক্ষককে অসম্মান করা গোটা বাংলাদেশ বা গোটা সমাজকে অসম্মান করা। এছাড়া ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন বলেন, আজকে একজন বিজ্ঞানের শিক্ষক ক্লাসে তার শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা দিতে পারেন না। তাকে গলায় জুতার মালা পরানো হয়। যারজন্য আজকে আমরা রাজপথে দাঁড়াতে বাধ্য হচ্ছি। স্বাধীনতার ৫০ বছরেও আমাদের মানবিক উন্নয়নের এ অবস্থা হতাশাজনক।

এ সময় বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী, আরবি বিভাগের অধ্যাপক ইফতেখারু আলম মাসুদ, নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমান রাজুসহ বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ বছর ধরে রাবির পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও দেশের একমাত্র পদার্থ বিজ্ঞানের ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাককে জমি দখলের মাধ্যমে হয়রানি করে আসছেন তার প্রতিবেশী ইয়াহিয়া ফেরদৌস। এছাড়া গত কয়েকদিনে কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।