সিনিয়র সিটিজেনদের আলাদা চিকিৎসা সেবা চালু

অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা চিকিৎসা সেবা চালু হয়েছে। গত মঙ্গলবার থেকে এ ব্যবস্থা চালু করা হয়। এর ফলে এখন থেকে ৬০ বছরের বেশি বয়স্করা আলাদাভাবে কষ্ট ছাড়া ডাক্তার দেখাতে পারবেন। তাদের আর দাঁড়িয়ে থাকতে হবে না। দ্রুততম সময়ে তারা ডাক্তার দেখিয়ে বাসায় ফিরতে পারবেন। থাকবে বসার ব্যবস্থাও।

গতকাল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. শারফুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। সিনিয়র সিটিজেনরা ডাক্তার দেখানো থেকে ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষাসহ সব স্থানে আলাদা সুবিধা পাবেন। এর জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সেবার মান আরও বাড়ানো হবে।

উল্লেখ্য সম্প্রতি সংবাদ-এ সিনিয়র চিকিৎসকদের চিকিৎসা কষ্ট শিরোনামে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সারাদেশে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সিনিয়র সিটিজেনরা চিকিৎসা সেবার জন্য গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আরও অসুস্থ হয়ে যাচ্ছেন। অনেকেই কষ্টের কারণে লাইনে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন। অনেকেই অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এমন ঘটনাও ঘটছে। সংবাদ-এ প্রকাশিত রিপোর্টটি ভিসির দৃষ্টিতে আনা হলে তিনি তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা নিয়েছেন।

ভিসির পদক্ষেপে প্রবীণরা খুশি। সব সরকারি হাসপাতালে একই ব্যবস্থা চালুর দাবি।

বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ , ১৬ আষাড় ১৪২৮ ২৮ জিলকদ ১৪৪৩

বঙ্গবন্ধু মেডিকেল ভার্সিটিতে

সিনিয়র সিটিজেনদের আলাদা চিকিৎসা সেবা চালু

নিজস্ব বার্তা পরিবেশক

অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা চিকিৎসা সেবা চালু হয়েছে। গত মঙ্গলবার থেকে এ ব্যবস্থা চালু করা হয়। এর ফলে এখন থেকে ৬০ বছরের বেশি বয়স্করা আলাদাভাবে কষ্ট ছাড়া ডাক্তার দেখাতে পারবেন। তাদের আর দাঁড়িয়ে থাকতে হবে না। দ্রুততম সময়ে তারা ডাক্তার দেখিয়ে বাসায় ফিরতে পারবেন। থাকবে বসার ব্যবস্থাও।

গতকাল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. শারফুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। সিনিয়র সিটিজেনরা ডাক্তার দেখানো থেকে ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষাসহ সব স্থানে আলাদা সুবিধা পাবেন। এর জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সেবার মান আরও বাড়ানো হবে।

উল্লেখ্য সম্প্রতি সংবাদ-এ সিনিয়র চিকিৎসকদের চিকিৎসা কষ্ট শিরোনামে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সারাদেশে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সিনিয়র সিটিজেনরা চিকিৎসা সেবার জন্য গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আরও অসুস্থ হয়ে যাচ্ছেন। অনেকেই কষ্টের কারণে লাইনে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন। অনেকেই অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এমন ঘটনাও ঘটছে। সংবাদ-এ প্রকাশিত রিপোর্টটি ভিসির দৃষ্টিতে আনা হলে তিনি তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা নিয়েছেন।

ভিসির পদক্ষেপে প্রবীণরা খুশি। সব সরকারি হাসপাতালে একই ব্যবস্থা চালুর দাবি।