শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন

নতুন প্রজন্মকে ধর্মান্ধতা থেকে বের করতে হবে

চট্টগ্রাম মহানগরের চেরাগি পাহাড় মোড়ে মানববন্ধন করেছে সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজ। গত বুধবার বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক হত্যা ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন থেকে সাম্প্রদায়িক বর্বরতার অবসান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, খ্যাতিমান কবি-অনুবাদক আলম খোরশেদ, অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, কবি কামরুল হাসান বাদল, আবৃত্তি শিল্পী ও সংস্কৃতি সংগঠক রাশেদ হাসান, অধ্যাপিকা শীলা দাশগুপ্ত প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের নতুন প্রজন্মকে ধর্মান্ধতা থেকে বের করে পরমত সহিষ্ণু, অসাম্প্রদায়িক ও মুক্তচিন্তা-ধারায় উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা আদর্শ জীবন গঠনসহ দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারে। এক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সবাইকে ভূমিকা রাখতে হবে।

শুক্রবার, ০১ জুলাই ২০২২ , ১৭ আষাড় ১৪২৮ ২৯ জিলকদ ১৪৪৩

শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন

নতুন প্রজন্মকে ধর্মান্ধতা থেকে বের করতে হবে

চট্টগ্রাম ব্যুরো

image

চট্টগ্রাম : শিক্ষক হত্যা ও অধ্যাপককে লাঞ্ছনার প্রতিবাদে গত বুধবার শহরে মানববন্ধন করে সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজ -সংবাদ

চট্টগ্রাম মহানগরের চেরাগি পাহাড় মোড়ে মানববন্ধন করেছে সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজ। গত বুধবার বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক হত্যা ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন থেকে সাম্প্রদায়িক বর্বরতার অবসান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, খ্যাতিমান কবি-অনুবাদক আলম খোরশেদ, অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, কবি কামরুল হাসান বাদল, আবৃত্তি শিল্পী ও সংস্কৃতি সংগঠক রাশেদ হাসান, অধ্যাপিকা শীলা দাশগুপ্ত প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের নতুন প্রজন্মকে ধর্মান্ধতা থেকে বের করে পরমত সহিষ্ণু, অসাম্প্রদায়িক ও মুক্তচিন্তা-ধারায় উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা আদর্শ জীবন গঠনসহ দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারে। এক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সবাইকে ভূমিকা রাখতে হবে।