গার্ডিয়ান লাইফ নিয়ে এলো এআইভিত্তিক চ্যাটবট

গার্ডিয়ান লাইফ নিয়ে এসেছে ওমনিচ্যানেল কমিউনিকেশন প্ল্যাটফর্ম-এ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট। গার্ডিয়ান লাইফের ভেরিফাইড ফেসবুক মেসেঞ্জার, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কর্পোরেট ওয়েবসাইটে এই চ্যাটবট সার্ভিস চালু করা হয়েছে। এই চ্যাটবট সেবা পাওয়া যাবে ২৪/৭। খুব সহজেই কিছু সিম্পল স্টেপ ফলো করে এই চ্যাটবট এর সাহায্যে প্রয়োজনীয় যেকোন সার্ভিস নেয়া যাবে। গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডে অবস্থিত গার্ডিয়ান লাইফের প্রধান কার্যালয়ে এ চ্যাটবট সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোঃ জাহিদ হোসেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গার্ডিয়ান লাইফের ভারপ্রাপ্ত সিইও শেখ রকিবুল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের মধ্যে মাহমুদুর রহমান খান, এসইভিপি এবং হেড অফ রিটেইল বিজনেস; তাহসিনুর রহিম, ইভিপি এবং হেড অফ ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স; আহমেদ ইশতিয়াক মাহমুদ, ইভিপি ও হেড অফ ব্যাঙ্কাসুরেন্স, রুবায়েত সালেহীন, এসভিপি এবং হেড অফ মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন; হাবিব হাসান চৌধুরী, এসভিপি ও হেড অফ এইচআর, মোঃ সোহেল রানা, এসভিপি ও হেড অফ আইটি এবং পলাশ লোধ, ভিপি, কাস্টমার কেয়ার উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ০১ জুলাই ২০২২ , ১৭ আষাড় ১৪২৮ ২৯ জিলকদ ১৪৪৩

গার্ডিয়ান লাইফ নিয়ে এলো এআইভিত্তিক চ্যাটবট

image

গার্ডিয়ান লাইফ নিয়ে এসেছে ওমনিচ্যানেল কমিউনিকেশন প্ল্যাটফর্ম-এ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট। গার্ডিয়ান লাইফের ভেরিফাইড ফেসবুক মেসেঞ্জার, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কর্পোরেট ওয়েবসাইটে এই চ্যাটবট সার্ভিস চালু করা হয়েছে। এই চ্যাটবট সেবা পাওয়া যাবে ২৪/৭। খুব সহজেই কিছু সিম্পল স্টেপ ফলো করে এই চ্যাটবট এর সাহায্যে প্রয়োজনীয় যেকোন সার্ভিস নেয়া যাবে। গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডে অবস্থিত গার্ডিয়ান লাইফের প্রধান কার্যালয়ে এ চ্যাটবট সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোঃ জাহিদ হোসেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গার্ডিয়ান লাইফের ভারপ্রাপ্ত সিইও শেখ রকিবুল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের মধ্যে মাহমুদুর রহমান খান, এসইভিপি এবং হেড অফ রিটেইল বিজনেস; তাহসিনুর রহিম, ইভিপি এবং হেড অফ ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স; আহমেদ ইশতিয়াক মাহমুদ, ইভিপি ও হেড অফ ব্যাঙ্কাসুরেন্স, রুবায়েত সালেহীন, এসভিপি এবং হেড অফ মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন; হাবিব হাসান চৌধুরী, এসভিপি ও হেড অফ এইচআর, মোঃ সোহেল রানা, এসভিপি ও হেড অফ আইটি এবং পলাশ লোধ, ভিপি, কাস্টমার কেয়ার উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।