শিক্ষক হত্যা ও লাঞ্ছনার বিচার দাবিতে দুই জেলায় মানববন্ধন

হবিগঞ্জ

প্রতিনিধি, হবিগঞ্জ

সাভারে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যা ও নরাইলে শিক্ষক স্বপন কুমার বিশ্বাস কে লাঞ্চিতসহ সারাদেশে শিক্ষকদের উপর নির্যাতন কারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জে মানববন্ধন করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২ টায় হবিগঞ্জ শহরের প্রধান সড়কে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্নে সাধারণ শিক্ষকবৃন্দ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিতি ছিলেন শচীন্দ্র ডিগ্রি কলেজের প্রভাসক পরবিন্দ্র সরকার, জনাব আলী কলেজের প্রভাসক আব্দুস শহীদ, শিক্ষক অরুপ দাস, জহিরুল ইসলাম, গৌতম দাশ, নজরুল ইসলাম, আহাদ খান, মোশাহিদ মিয়া, অসুখ দাস, মোশাহিদ কামালসহ শতাধিক শিক্ষক।

এ সময় বক্তারা সারাদেশে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিরাপত্তা দেয়ার দাবি ও হত্যা ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

চাটখিল

প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

ঢাকা সাভারের ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার ও নড়াইলের মির্জাপুর ইউনাইডেট ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের উপর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ গত মঙ্গলবার বিকেলে চাটখিল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি চাটখিল উপজেলা শাখা ও জমিয়তুল মোদারেসীন চাটখিল উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মনিরুজ্জামান আনসারি, মোরশেদ আলম, উত্তম কুমার আচার্য, মো. হানিফ, জয়ন্ত চক্রবর্তী, উত্তম কুমার পাল, চাটখিল আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির উল্যা প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে শিক্ষক হত্যা ও লাঞ্ছনার নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।

শনিবার, ০২ জুলাই ২০২২ , ১৮ আষাড় ১৪২৮ ২২ জিলহজ ১৪৪৩

শিক্ষক হত্যা ও লাঞ্ছনার বিচার দাবিতে দুই জেলায় মানববন্ধন

হবিগঞ্জ

প্রতিনিধি, হবিগঞ্জ

সাভারে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যা ও নরাইলে শিক্ষক স্বপন কুমার বিশ্বাস কে লাঞ্চিতসহ সারাদেশে শিক্ষকদের উপর নির্যাতন কারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জে মানববন্ধন করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২ টায় হবিগঞ্জ শহরের প্রধান সড়কে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্নে সাধারণ শিক্ষকবৃন্দ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিতি ছিলেন শচীন্দ্র ডিগ্রি কলেজের প্রভাসক পরবিন্দ্র সরকার, জনাব আলী কলেজের প্রভাসক আব্দুস শহীদ, শিক্ষক অরুপ দাস, জহিরুল ইসলাম, গৌতম দাশ, নজরুল ইসলাম, আহাদ খান, মোশাহিদ মিয়া, অসুখ দাস, মোশাহিদ কামালসহ শতাধিক শিক্ষক।

এ সময় বক্তারা সারাদেশে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিরাপত্তা দেয়ার দাবি ও হত্যা ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

চাটখিল

প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

ঢাকা সাভারের ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার ও নড়াইলের মির্জাপুর ইউনাইডেট ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের উপর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ গত মঙ্গলবার বিকেলে চাটখিল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি চাটখিল উপজেলা শাখা ও জমিয়তুল মোদারেসীন চাটখিল উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মনিরুজ্জামান আনসারি, মোরশেদ আলম, উত্তম কুমার আচার্য, মো. হানিফ, জয়ন্ত চক্রবর্তী, উত্তম কুমার পাল, চাটখিল আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির উল্যা প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে শিক্ষক হত্যা ও লাঞ্ছনার নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।