উত্তরায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক রতন সিদ্দিকীর বাসভবনে হামলা

জুমার নামাজ চলাকালীন বাসায় প্রবেশকে কেন্দ্র করে উত্তরায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যকার অধ্যাপক ড. রতন সিদ্দিকীর বাসায় হামলা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।

পুলিশ বলছে, রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টরের ৬/এ নং সড়কের বাসায় অধ্যাপক ড. রতন সিদ্দিকীর বাসায় এ ঘটনা ঘটে। গতকাল তিনি নিজ গাড়িতে করে বাসায় প্রবেশ করছিলেন। ওই সময় তার বাসার গেটের সামনে মোটরসাইকেল ছিল। রাস্তায় মুসল্লিরা নামাজও আদায় করছিলেন। ঢোকার সময় বাসার সামনে মোটরসাইকেল রাখায় আরোহীর সঙ্গে বেশি শব্দ করে তর্ক হয়। এদিকে নামাজে বিঘœ হয়েছে দাবি করে নামাজ শেষে মুসিল্লরা উত্তেজিত হয়। সে সময় একটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে। পুলিশের উপকমিশনার মোর্শেদ আলম খবর পেয়ে ছুটে যান ঘটনাস্থলে। পরে অধ্যাপক রতন সিদ্দিকী ও তার পরিবারের সঙ্গে কথা বলেন।

ডিসি মোর্দেশ জানান, তিনি অধ্যাপক রতন সিদ্দিকীর সঙ্গে কথা বলেছেন। এ ঘটনায় মামলা করার জন্য বলেছেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত কোন মামলা বা অভিযোগ করা হয়নি। তারা বিষয়টি তদন্ত শুরু করেছেন। রতন সিদ্দিকীর মেয়ে পূর্ণাভা হক সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘ জুমার সময় কয়েকশ’ মানুষ আমাদের গেটে হামলা করে। গেট ভেঙে ফেলার চেষ্টা করে। আমার বাবা আর ড্রাইভারের গায়ে হাত তোলে। আমার মা ও দারোয়ানকেও গালাগাল করে।’ তাদের দাবি এলাকার মুসল্লি, ভ্যানওয়ালা ও কিছু বস্তির ছেলেরা হামলা চালিয়েছে।

তিনি বলেন, ‘একটি চক্র বাসার গেটের সামনে নিয়মিত বাজার বসায়। সবজির ভ্যান সব গেটের সামনে। আমাদের গেটে কোনভাবেই গাড়ি ঢুকতে দেয় না। গাড়ি ঢুকতে দিচ্ছিল না আজকেও (গতকাল)। বাবা বাইকওয়ালাকে বাইক সরাতে বলেন। তারা বলেন, সরাবেন না। এরপর হঠাৎ করেই ‘নাস্তিক’ বলে গেটে হামলা শুরু করে। তারপর হিন্দু বলে চিৎকার শুরু করে। ঢিল ছোড়ে, তারপর গেট ভাঙার চেষ্টা করে। কয়েকশ’ মানুষ জড়ো হয়ে নাস্তিক বলতে থাকে। নারায়ে তাকবির বলে সেøাগান দিতে থাকে।’

অধ্যাপকের মেয়ের দাবি, ‘তারা বলেন, এই বাসার সামনে কোন কুকুর থাকতে পারবে না। কুকুরকে খাওয়ানো যাবে না। হুমকি দেয়, আমাদের মেয়েদর বের হতে দেবে না। কুকুরগুলোকে মেরে তাড়িয়ে দেবে।

শনিবার, ০২ জুলাই ২০২২ , ১৮ আষাড় ১৪২৮ ২২ জিলহজ ১৪৪৩

উত্তরায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক রতন সিদ্দিকীর বাসভবনে হামলা

নিজস্ব বার্তা পরিবেশক

জুমার নামাজ চলাকালীন বাসায় প্রবেশকে কেন্দ্র করে উত্তরায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যকার অধ্যাপক ড. রতন সিদ্দিকীর বাসায় হামলা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।

পুলিশ বলছে, রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টরের ৬/এ নং সড়কের বাসায় অধ্যাপক ড. রতন সিদ্দিকীর বাসায় এ ঘটনা ঘটে। গতকাল তিনি নিজ গাড়িতে করে বাসায় প্রবেশ করছিলেন। ওই সময় তার বাসার গেটের সামনে মোটরসাইকেল ছিল। রাস্তায় মুসল্লিরা নামাজও আদায় করছিলেন। ঢোকার সময় বাসার সামনে মোটরসাইকেল রাখায় আরোহীর সঙ্গে বেশি শব্দ করে তর্ক হয়। এদিকে নামাজে বিঘœ হয়েছে দাবি করে নামাজ শেষে মুসিল্লরা উত্তেজিত হয়। সে সময় একটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে। পুলিশের উপকমিশনার মোর্শেদ আলম খবর পেয়ে ছুটে যান ঘটনাস্থলে। পরে অধ্যাপক রতন সিদ্দিকী ও তার পরিবারের সঙ্গে কথা বলেন।

ডিসি মোর্দেশ জানান, তিনি অধ্যাপক রতন সিদ্দিকীর সঙ্গে কথা বলেছেন। এ ঘটনায় মামলা করার জন্য বলেছেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত কোন মামলা বা অভিযোগ করা হয়নি। তারা বিষয়টি তদন্ত শুরু করেছেন। রতন সিদ্দিকীর মেয়ে পূর্ণাভা হক সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘ জুমার সময় কয়েকশ’ মানুষ আমাদের গেটে হামলা করে। গেট ভেঙে ফেলার চেষ্টা করে। আমার বাবা আর ড্রাইভারের গায়ে হাত তোলে। আমার মা ও দারোয়ানকেও গালাগাল করে।’ তাদের দাবি এলাকার মুসল্লি, ভ্যানওয়ালা ও কিছু বস্তির ছেলেরা হামলা চালিয়েছে।

তিনি বলেন, ‘একটি চক্র বাসার গেটের সামনে নিয়মিত বাজার বসায়। সবজির ভ্যান সব গেটের সামনে। আমাদের গেটে কোনভাবেই গাড়ি ঢুকতে দেয় না। গাড়ি ঢুকতে দিচ্ছিল না আজকেও (গতকাল)। বাবা বাইকওয়ালাকে বাইক সরাতে বলেন। তারা বলেন, সরাবেন না। এরপর হঠাৎ করেই ‘নাস্তিক’ বলে গেটে হামলা শুরু করে। তারপর হিন্দু বলে চিৎকার শুরু করে। ঢিল ছোড়ে, তারপর গেট ভাঙার চেষ্টা করে। কয়েকশ’ মানুষ জড়ো হয়ে নাস্তিক বলতে থাকে। নারায়ে তাকবির বলে সেøাগান দিতে থাকে।’

অধ্যাপকের মেয়ের দাবি, ‘তারা বলেন, এই বাসার সামনে কোন কুকুর থাকতে পারবে না। কুকুরকে খাওয়ানো যাবে না। হুমকি দেয়, আমাদের মেয়েদর বের হতে দেবে না। কুকুরগুলোকে মেরে তাড়িয়ে দেবে।