শীর্ষ কোম্পানিগুলোর লেনদেনের দাপট কমেছে

দীর্ঘদিন ধরে শীর্ষ ১০ কোম্পানিতে সাপ্তাহিক লেনদেনের বড় অংশ হয়ে আসলেও গত সপ্তাহে তাতে কিছুটা ছেদ পড়েছে। আগের প্রায় সব সপ্তাহগুলোতে শীর্ষ ১০ কোম্পানিতে মোট লেনদেনের ৩০ শতাংশ করে হয়েছে। তবে এবার সেটা ২৩ শতাংশে নেমে এসেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ৩ হাজার ৮৫৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যার ২৩ শতাংশ হয়েছে শীর্ষ ১০ কোম্পানির শেয়ারে। গত সপ্তাহে ৩৯০ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২২.৬৭ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে। ১০ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ারে। কোম্পানিটির এক কোটি ১৭ লাখ ১৬ হাজার ১৪১টি শেয়ার হাত বদলের মাধ্যমে ১৫৪ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে যা গত সপ্তাহের মোট লেনদেনের ৪ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলোর ক্ষেত্রে শাইনপুকুর সিরামিকসে ৩.৮৬ শতাংশ, ফু-ওয়াং ফুডে ৩.০৮ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ে ২.৮২ শতাংশ, ওরিয়ন ফার্মায় ১.৭১ শতাংশ, সালভো কেমিক্যালে ১.৫৪ শতাংশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসে ১.৫০ শতাংশ, জেএমআই হসপিটালে ১.৪৯ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্সে ১.৩৭ শতাংশ ও বাংলাদেশ শিপিং করপোরেশনে ১.৩০ শতাংশ লেনদেন হয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬৫টির বা ৬৭.৯৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০.৯০ টাকায়। আর গত সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৯.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৮.৪০ টাকা বা ৫৯.৫৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মেঘনা ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইন্ট্রাকোর ২২.৫৫ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ১৯.৭৯ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১৭.৫৬ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১৫.০৫ শতাংশ, এমবি ফার্মার ১৩.৭৩ শতাংশ, নাভানা সিএনজির ১২.৭৭ শতাংশ, ক্রাউন সিমেন্টের ১২.০৫ শতাংশ, অলটেক্সের ১২ শতাংশ এবং আজিজ পাইপসের শেয়ার দর ১১.৬৭ শতাংশ বেড়েছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৪টির বা ২৪.১০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে আইপিডিসির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আইপিডিসির শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৫.৮০ টাকায়। আর গত সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫২.৭০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪.১০ টাকা বা ৭.২২ শতাংশ কমেছে। এর মাধ্যমে আইপিডিসি ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ফাইন্যান্সের ৭.০২ শতাংশ, সিনোবাংলার ৬.৯৫ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৬.৪৫ শতাংশ, ফাইন ফুডসের ৫.০৪ শতাংশ, আরডি ফুডের ৪.৫৫ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪.২৬ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.২৬ শতাংশ, হাক্কানি পাল্পের ৪.০৬ শতাংশ এবং সুহৃদের শেয়ার দর ৩.৯৫ শতাংশ কমেছে।

রবিবার, ০৩ জুলাই ২০২২ , ১৯ আষাড় ১৪২৮ ২৩ জিলহজ ১৪৪৩

শীর্ষ কোম্পানিগুলোর লেনদেনের দাপট কমেছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

দীর্ঘদিন ধরে শীর্ষ ১০ কোম্পানিতে সাপ্তাহিক লেনদেনের বড় অংশ হয়ে আসলেও গত সপ্তাহে তাতে কিছুটা ছেদ পড়েছে। আগের প্রায় সব সপ্তাহগুলোতে শীর্ষ ১০ কোম্পানিতে মোট লেনদেনের ৩০ শতাংশ করে হয়েছে। তবে এবার সেটা ২৩ শতাংশে নেমে এসেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ৩ হাজার ৮৫৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যার ২৩ শতাংশ হয়েছে শীর্ষ ১০ কোম্পানির শেয়ারে। গত সপ্তাহে ৩৯০ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২২.৬৭ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে। ১০ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ারে। কোম্পানিটির এক কোটি ১৭ লাখ ১৬ হাজার ১৪১টি শেয়ার হাত বদলের মাধ্যমে ১৫৪ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে যা গত সপ্তাহের মোট লেনদেনের ৪ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলোর ক্ষেত্রে শাইনপুকুর সিরামিকসে ৩.৮৬ শতাংশ, ফু-ওয়াং ফুডে ৩.০৮ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ে ২.৮২ শতাংশ, ওরিয়ন ফার্মায় ১.৭১ শতাংশ, সালভো কেমিক্যালে ১.৫৪ শতাংশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসে ১.৫০ শতাংশ, জেএমআই হসপিটালে ১.৪৯ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্সে ১.৩৭ শতাংশ ও বাংলাদেশ শিপিং করপোরেশনে ১.৩০ শতাংশ লেনদেন হয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬৫টির বা ৬৭.৯৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০.৯০ টাকায়। আর গত সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৯.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৮.৪০ টাকা বা ৫৯.৫৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মেঘনা ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইন্ট্রাকোর ২২.৫৫ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ১৯.৭৯ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১৭.৫৬ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১৫.০৫ শতাংশ, এমবি ফার্মার ১৩.৭৩ শতাংশ, নাভানা সিএনজির ১২.৭৭ শতাংশ, ক্রাউন সিমেন্টের ১২.০৫ শতাংশ, অলটেক্সের ১২ শতাংশ এবং আজিজ পাইপসের শেয়ার দর ১১.৬৭ শতাংশ বেড়েছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৪টির বা ২৪.১০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে আইপিডিসির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আইপিডিসির শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৫.৮০ টাকায়। আর গত সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫২.৭০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪.১০ টাকা বা ৭.২২ শতাংশ কমেছে। এর মাধ্যমে আইপিডিসি ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ফাইন্যান্সের ৭.০২ শতাংশ, সিনোবাংলার ৬.৯৫ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৬.৪৫ শতাংশ, ফাইন ফুডসের ৫.০৪ শতাংশ, আরডি ফুডের ৪.৫৫ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪.২৬ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.২৬ শতাংশ, হাক্কানি পাল্পের ৪.০৬ শতাংশ এবং সুহৃদের শেয়ার দর ৩.৯৫ শতাংশ কমেছে।