বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর ৫ কোটি টাকা অনুদান

সুনামগঞ্জে অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫ হাজার পরিবারের জন্য ৫ কোটি টাকা অনুদান দেয়া হয়েছে। অনুদানের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

প্রসঙ্গত, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে জেলা সদরসহ ১১টি উপজেলা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েন ২০ লাখেরও বেশি মানুষ। জীবন বাঁচাতে ঘর বাড়ি ছেড়ে কোন রকম প্রাণ নিয়ে আশ্রয়কেন্দ্রে গিয়ে ওঠেন কয়েক লক্ষাধিক মানুষ। কিন্তু বন্যার পানির গতি এতটা ভয়াবহ ছিল যে সুনামগঞ্জ জেলার প্রায় ৪৫ হাজার ২৮৮টি ঘরবাড়ির ক্ষতি হয়েছে।

সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সুনামগঞ্জ জেলার ১১ উপজেলার ৮৮টি ইউনিয়নে পানিবন্দি লোক ছিল ৫৫৫৬০, ক্ষতিগ্রস্ত ৩০ লক্ষ লোক, সরকার থেকে বরাদ্দ চালের পরিমাণ ১৩ লক্ষ ৫৬ হাজার মেট্রিকটন এর মধ্যে বিতরণ হয়েছে ১৩৫৬ মেট্রিকটন জি আর নগদ অর্থ বরাদ্দ এসেছে ২ কোটি ৩৫ লক্ষ টাকা এর মধ্যে বিতরণ হয়েছে এক কোটি ৮৪ লক্ষ টাকা।

শুকনো খাবার ২৮ হাজার বস্তা ও ২০ হাজার প্যাকেট এবং বরাদ্দ পাওয়া গেছে ২ লক্ষ ৭২ হাজার বস্তা। ২৫০টি আশ্রয় কেন্দ্র ও ১২৩টি মেডিকেল টীম গঠণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৫ কোটি টাকা ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে ১০ হাজার টাকা করে বাড়ি বাড়ি গিয়ে প্রদাণ করা হবে। আরও বরাদ্দ আসবে পরবর্তীতে আরও দেয়া হবে।

সাম্প্রতিক বন্যার ছোবলে সড়ক ও ব্রীজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২ হাজার কোটি টাকা। এরমধ্যে সড়ক বিভাগের ৮টি সড়কের ১৮৪ কিলোমিটার সড়ক ও ৩৫টি ব্রীজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে যা প্রাথমিক ক্ষতির পরিমাণ ১৫শ কোটি টাকা, এলজিইডির ২০০ কিলোমিটার সড়ক ও ব্রীজ কালভার্ট ১২০টি ক্ষতিগ্রস্ত হয়েছে এতে ৩শ’ কোটি টাকা ক্ষতি হয়েছে।

সুনামগঞ্জ জেলার ৪টি পৌরসভার ও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণী সম্পদ বিভাগের ৩ লক্ষ ৮৭ হাজার ৫২৮টি বিভিন্ন জাতের প্রাণীর মৃত্যু। পরিমাণ ১শ’ কোটি টাকা, মৎস্য খাতে ক্ষতির পরিমাণ ১হাজার কোটি টাকা, কৃষি খাতে ক্ষতির পরিমাণ ১শ কোটি টাকা,।

এছাড়াও ১১ উপজেলার ও ৪ পৌরসভার বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫২৮৮টি এরমধ্যে সম্পূর্ণ ৪৭৪৭টি আংশিক ৪০৫৪১টি। ঘরবাড়ি হারিয়ে যখন সুনামগঞ্জের ভানবাসি মানুষ দিশেহারা তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনরায় নির্মাণের জন্য ৫ হাজার পরিবারকে ৫ কোটি টাকা অনুদান দিয়েছেন।

জেলা প্রশাসক আরও জানান, সুনামগঞ্জে ভয়াবহ বন্যা প্রতিটি উপজেলায় ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

অনেকের বাড়িঘর তছনছ হয়ে গেছে। তারা যাতে পুনরায় ঘর বানিয়ে বসবাস করতে পারেন সেই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সুনামগঞ্জের ৫ হাজার পরিবারকে ৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

রবিবার, ০৩ জুলাই ২০২২ , ১৯ আষাড় ১৪২৮ ২৩ জিলহজ ১৪৪৩

সুনামগঞ্জ

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর ৫ কোটি টাকা অনুদান

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ

সুনামগঞ্জে অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫ হাজার পরিবারের জন্য ৫ কোটি টাকা অনুদান দেয়া হয়েছে। অনুদানের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

প্রসঙ্গত, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে জেলা সদরসহ ১১টি উপজেলা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েন ২০ লাখেরও বেশি মানুষ। জীবন বাঁচাতে ঘর বাড়ি ছেড়ে কোন রকম প্রাণ নিয়ে আশ্রয়কেন্দ্রে গিয়ে ওঠেন কয়েক লক্ষাধিক মানুষ। কিন্তু বন্যার পানির গতি এতটা ভয়াবহ ছিল যে সুনামগঞ্জ জেলার প্রায় ৪৫ হাজার ২৮৮টি ঘরবাড়ির ক্ষতি হয়েছে।

সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সুনামগঞ্জ জেলার ১১ উপজেলার ৮৮টি ইউনিয়নে পানিবন্দি লোক ছিল ৫৫৫৬০, ক্ষতিগ্রস্ত ৩০ লক্ষ লোক, সরকার থেকে বরাদ্দ চালের পরিমাণ ১৩ লক্ষ ৫৬ হাজার মেট্রিকটন এর মধ্যে বিতরণ হয়েছে ১৩৫৬ মেট্রিকটন জি আর নগদ অর্থ বরাদ্দ এসেছে ২ কোটি ৩৫ লক্ষ টাকা এর মধ্যে বিতরণ হয়েছে এক কোটি ৮৪ লক্ষ টাকা।

শুকনো খাবার ২৮ হাজার বস্তা ও ২০ হাজার প্যাকেট এবং বরাদ্দ পাওয়া গেছে ২ লক্ষ ৭২ হাজার বস্তা। ২৫০টি আশ্রয় কেন্দ্র ও ১২৩টি মেডিকেল টীম গঠণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৫ কোটি টাকা ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে ১০ হাজার টাকা করে বাড়ি বাড়ি গিয়ে প্রদাণ করা হবে। আরও বরাদ্দ আসবে পরবর্তীতে আরও দেয়া হবে।

সাম্প্রতিক বন্যার ছোবলে সড়ক ও ব্রীজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২ হাজার কোটি টাকা। এরমধ্যে সড়ক বিভাগের ৮টি সড়কের ১৮৪ কিলোমিটার সড়ক ও ৩৫টি ব্রীজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে যা প্রাথমিক ক্ষতির পরিমাণ ১৫শ কোটি টাকা, এলজিইডির ২০০ কিলোমিটার সড়ক ও ব্রীজ কালভার্ট ১২০টি ক্ষতিগ্রস্ত হয়েছে এতে ৩শ’ কোটি টাকা ক্ষতি হয়েছে।

সুনামগঞ্জ জেলার ৪টি পৌরসভার ও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণী সম্পদ বিভাগের ৩ লক্ষ ৮৭ হাজার ৫২৮টি বিভিন্ন জাতের প্রাণীর মৃত্যু। পরিমাণ ১শ’ কোটি টাকা, মৎস্য খাতে ক্ষতির পরিমাণ ১হাজার কোটি টাকা, কৃষি খাতে ক্ষতির পরিমাণ ১শ কোটি টাকা,।

এছাড়াও ১১ উপজেলার ও ৪ পৌরসভার বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫২৮৮টি এরমধ্যে সম্পূর্ণ ৪৭৪৭টি আংশিক ৪০৫৪১টি। ঘরবাড়ি হারিয়ে যখন সুনামগঞ্জের ভানবাসি মানুষ দিশেহারা তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনরায় নির্মাণের জন্য ৫ হাজার পরিবারকে ৫ কোটি টাকা অনুদান দিয়েছেন।

জেলা প্রশাসক আরও জানান, সুনামগঞ্জে ভয়াবহ বন্যা প্রতিটি উপজেলায় ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

অনেকের বাড়িঘর তছনছ হয়ে গেছে। তারা যাতে পুনরায় ঘর বানিয়ে বসবাস করতে পারেন সেই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সুনামগঞ্জের ৫ হাজার পরিবারকে ৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।