অর্থবছরের প্রথম দিন শেয়ারবাজারে পতন

আগের কার্যদিবস উত্থান হলেও অর্থবছরের প্রথম দিন গতকাল পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে সব সূচক কমেছে। সূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.১৬ পয়েন্ট বা ০.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫৯.৭৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.০৩ পয়েন্ট বা ০.১৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩.৩৭ পয়েন্ট বা ০.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৮৪.৭৪ পয়েন্টে এবং দুই হাজার ২৯১.২১ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৫৪ কোটি ৮৩ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ২৮২ কোটি ৯১ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯৩৭ কোটি ৭৪ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২০টির বা ৩১.৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২১৯টির বা ৫৭.৩৩ শতাংশের এবং ৪৩টির বা ১১.২৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৯.২০ পয়েন্ট বা ০.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৯৮.৩১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০০টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দর। গতকাল সিএসইতে ১৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬৫ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৬৯ লাখ ৯ হাজার ৭৬৭টি শেয়ার ১০৫ বার হাত বদলের মাধ্যমে ৬৫ কোটি ৫০ লাখ ৯ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৫ কোটি ২ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৮০ লাখ টাকার বেক্সিমকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ২ লাখ ৩১ হাজার টাকার লেনদেন হয়েছে সোনালী পেপারের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৯টির বা ৫৭.৩৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস ফু-ওয়াং ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪.৫০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৫০ টাকা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফু-ওয়াং ফুড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পেপার প্রসেসিংয়ের ১.৯৮ শতাংশ, অলটেক্সের ১.৯৮ শতাংশ, প্রাইম ব্যাংকের ১.৯৮ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ১.৯৭ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১.৯৭ শতাংশ, গ্রামীণফোনের ১.৯৭ শতাংশ, আইসিবির ১.৯৬ শতাংশ, ন্যাশনাল টি’র ১.৯৬ শতাংশ এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৯৫ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২০টির বা ৩১.৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন রবি আজিয়াটার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস লেনদেন শেষে রবি আজিয়াটার শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৩.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রবি আজিয়াটা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের ৯.৯৩ শতাংশ, বিডি থাইয়ের ৮.৩৩ শতাংশ, ইন্ট্রাকোর ৭.৬০ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৬.৭৬ শতাংশ, আইপিডিসির ৬.৪৫ শতাংশ, বিডি অটোকার্সের ৬.২৭ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৫.৭৩ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৫.৩৭ শতাংশ এবং সোনালী পেপারের শেয়ার দর ৫.২৫ শতাংশ বেড়েছে।

সোমবার, ০৪ জুলাই ২০২২ , ২০ আষাড় ১৪২৮ ২৪ জিলহজ ১৪৪৩

অর্থবছরের প্রথম দিন শেয়ারবাজারে পতন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগের কার্যদিবস উত্থান হলেও অর্থবছরের প্রথম দিন গতকাল পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে সব সূচক কমেছে। সূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.১৬ পয়েন্ট বা ০.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫৯.৭৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.০৩ পয়েন্ট বা ০.১৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩.৩৭ পয়েন্ট বা ০.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৮৪.৭৪ পয়েন্টে এবং দুই হাজার ২৯১.২১ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৫৪ কোটি ৮৩ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ২৮২ কোটি ৯১ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯৩৭ কোটি ৭৪ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২০টির বা ৩১.৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২১৯টির বা ৫৭.৩৩ শতাংশের এবং ৪৩টির বা ১১.২৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৯.২০ পয়েন্ট বা ০.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৯৮.৩১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০০টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দর। গতকাল সিএসইতে ১৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬৫ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৬৯ লাখ ৯ হাজার ৭৬৭টি শেয়ার ১০৫ বার হাত বদলের মাধ্যমে ৬৫ কোটি ৫০ লাখ ৯ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৫ কোটি ২ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৮০ লাখ টাকার বেক্সিমকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ২ লাখ ৩১ হাজার টাকার লেনদেন হয়েছে সোনালী পেপারের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৯টির বা ৫৭.৩৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস ফু-ওয়াং ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪.৫০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৫০ টাকা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফু-ওয়াং ফুড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পেপার প্রসেসিংয়ের ১.৯৮ শতাংশ, অলটেক্সের ১.৯৮ শতাংশ, প্রাইম ব্যাংকের ১.৯৮ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ১.৯৭ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১.৯৭ শতাংশ, গ্রামীণফোনের ১.৯৭ শতাংশ, আইসিবির ১.৯৬ শতাংশ, ন্যাশনাল টি’র ১.৯৬ শতাংশ এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৯৫ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২০টির বা ৩১.৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন রবি আজিয়াটার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস লেনদেন শেষে রবি আজিয়াটার শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৩.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রবি আজিয়াটা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের ৯.৯৩ শতাংশ, বিডি থাইয়ের ৮.৩৩ শতাংশ, ইন্ট্রাকোর ৭.৬০ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৬.৭৬ শতাংশ, আইপিডিসির ৬.৪৫ শতাংশ, বিডি অটোকার্সের ৬.২৭ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৫.৭৩ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৫.৩৭ শতাংশ এবং সোনালী পেপারের শেয়ার দর ৫.২৫ শতাংশ বেড়েছে।