শিক্ষক হত্যা ও অধ্যক্ষকে হেনস্তা, নির্যাতনের প্রতিবাদ

রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল বেলা ১টায় গোয়ালন্দ-খুলনা মহাসড়কে পৌরসভা থেকে জামতলা পর্যন্ত শিক্ষক হত্যা, শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ হেনস্তার প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানা যায়, সাভার হাজী ইউনুছ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা, নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ^াসসহ সব শিক্ষকে নির্যাতন চরমভাবে অপদস্ত করার প্রতিবাদে গোয়ালন্দে সরকারি বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা গোয়ালন্দ-খুলনা মহাসড়কে পৌরসভা সামনে হতে জামতলা পর্যন্ত প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

গোয়ালন্দ উপজেলা শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আ. কাদের শেখ, মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আ. হালিম তালুকদার, আ. হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, সাহাজউদ্দিন ম-ল ইনস্টিটিউট এর প্রধান শিক্ষিকা আরিফা আক্তারসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন। প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষকদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন।

আজ শিক্ষকদের হত্যা ও লাঞ্ছিত করা হচ্ছে। এ ক্ষেত্রে আইন রক্ষাকারী বাহিনী (পুলিশ) নীরব ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রীর ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দোষীদের দ্রুত আইনের অধীনে এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। তারা আরও বলেন, একজন অধ্যক্ষকে পুলিশের সামনেই জুতার মালা পরানো হয়েছে। আবার একজন ছাত্র শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে। যা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। মানুষ গড়ার কারিগরদের এমন অবস্থা হলে একটা জাতি কখনও এগিয়ে যেতে পারবে না। তাই জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলেন বক্তব্যে।

আরও খবর
আওয়ামী লীগ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায় : প্রধানমন্ত্রী
যানজটের লাগাম টানতে সার্কুলার রোড করার নির্দেশ প্রধানমন্ত্রীর
মন্ত্রিসভায় পারিবারিক আদালত আইনের খসড়া অনুমোদন
রংপুরসহ ৮ জেলায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, জনজীবন পুরোপুরি অচল
মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আমিনুল ২৫ বছর পর গ্রেপ্তার
রাঙামাটিতে ৩ হত্যা ও শতাধিক পরিবার উচ্ছেদ, প্রতিবাদ পিসিজেএসএসের
দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন দেয়ায় ড. ইকবাল কবীর জাহিদকে ফাঁসানোর অভিযোগ!
ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে না
এসবির আপত্তি গোপন রেখে ভারতীয় নাগরিককে বাংলাদেশি পাসপোর্ট ইস্যু
আড়াইহাজারে ছাত্র-শিক্ষক মিলে মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ
‘জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি’
মাসে ১২০ কোটি টাকার ইয়াবা আনতো গ্রেপ্তার রোহিঙ্গা শফিউল্লাহ

সোমবার, ০৪ জুলাই ২০২২ , ২০ আষাড় ১৪২৮ ২৪ জিলহজ ১৪৪৩

শিক্ষক হত্যা ও অধ্যক্ষকে হেনস্তা, নির্যাতনের প্রতিবাদ

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল বেলা ১টায় গোয়ালন্দ-খুলনা মহাসড়কে পৌরসভা থেকে জামতলা পর্যন্ত শিক্ষক হত্যা, শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ হেনস্তার প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানা যায়, সাভার হাজী ইউনুছ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা, নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ^াসসহ সব শিক্ষকে নির্যাতন চরমভাবে অপদস্ত করার প্রতিবাদে গোয়ালন্দে সরকারি বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা গোয়ালন্দ-খুলনা মহাসড়কে পৌরসভা সামনে হতে জামতলা পর্যন্ত প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

গোয়ালন্দ উপজেলা শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আ. কাদের শেখ, মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আ. হালিম তালুকদার, আ. হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, সাহাজউদ্দিন ম-ল ইনস্টিটিউট এর প্রধান শিক্ষিকা আরিফা আক্তারসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন। প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষকদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন।

আজ শিক্ষকদের হত্যা ও লাঞ্ছিত করা হচ্ছে। এ ক্ষেত্রে আইন রক্ষাকারী বাহিনী (পুলিশ) নীরব ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রীর ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দোষীদের দ্রুত আইনের অধীনে এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। তারা আরও বলেন, একজন অধ্যক্ষকে পুলিশের সামনেই জুতার মালা পরানো হয়েছে। আবার একজন ছাত্র শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে। যা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। মানুষ গড়ার কারিগরদের এমন অবস্থা হলে একটা জাতি কখনও এগিয়ে যেতে পারবে না। তাই জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলেন বক্তব্যে।