ডিএসইতে পতন হলেও উত্থানে সিএসই

আগের কার্যদিবসের মতো সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকালও প্রধান শেয়রবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতন হয়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন শেয়ারবাজারের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন সামান্য বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৮৯ পয়েন্ট বা ০.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৬.৮৮ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৭.২৫ পয়েন্ট বা ০.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৮৩.৯৫ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৪১ পয়েন্ট বা ০.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৮৫.১৬ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৬২ কোটি ৬১ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৭ কোটি ৭৮ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬৫৪ কোটি ৮৩ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৯টির বা ৩৯.১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৮২টির বা ৪৭.৭৬ শতাংশের এবং ৫০টির বা ১৩.১২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১.৪২ পয়েন্ট বা ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০৯.৭৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৩টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর। গতকাল সিএসইতে ২৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৯টির বা ৩৯.১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন জাহিন স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস লেনদেন শেষে জাহিন স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জাহিন স্পিনিং ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটার ৯.৯৬ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৯.৯৩ শতাংশ, প্রাইমটেক্সের ৯.৯০ শতাংশ, ইন্ট্রাকোর ৯.৬৬ শতাংশ, খান ব্রাদার্সের ৬.৭১ শতাংশ, এমএল ডাইংয়ের ৬.৫২ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৫.৭১ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৫.৩০ শতাংশ এবং জাহিন টেক্সের শেয়ার দর ৫.০৬ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮২টির বা ৪৭.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ট্রাস্ট ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস ট্রাস্ট ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪.৩০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে ট্রাস্ট ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সেরের ১.৯৯ শতাংশ, মনোস্পুল পেপারের ১.৯৮ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ১.৯৮ শতাংশ, নাভানা সিএনজির ১.৯৮ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ১.৯৮ শতাংশ, গ্রামীণফোনের ১.৯৭ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১.৯৭ শতাংশ, এশিয়া প্যাসিফিকের ১.৯৬ শতাংশ এবং ফাস্ট ফাইনান্সের শেয়ার দর ১.৯৬ শতাংশ কমেছে।

মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২ , ২১ আষাড় ১৪২৮ ২৫ জিলহজ ১৪৪৩

ডিএসইতে পতন হলেও উত্থানে সিএসই

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগের কার্যদিবসের মতো সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকালও প্রধান শেয়রবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতন হয়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন শেয়ারবাজারের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন সামান্য বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৮৯ পয়েন্ট বা ০.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৬.৮৮ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৭.২৫ পয়েন্ট বা ০.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৮৩.৯৫ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৪১ পয়েন্ট বা ০.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৮৫.১৬ পয়েন্টে।

ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৬২ কোটি ৬১ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৭ কোটি ৭৮ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬৫৪ কোটি ৮৩ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৯টির বা ৩৯.১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৮২টির বা ৪৭.৭৬ শতাংশের এবং ৫০টির বা ১৩.১২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১.৪২ পয়েন্ট বা ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০৯.৭৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৩টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর। গতকাল সিএসইতে ২৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৯টির বা ৩৯.১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন জাহিন স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস লেনদেন শেষে জাহিন স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জাহিন স্পিনিং ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটার ৯.৯৬ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৯.৯৩ শতাংশ, প্রাইমটেক্সের ৯.৯০ শতাংশ, ইন্ট্রাকোর ৯.৬৬ শতাংশ, খান ব্রাদার্সের ৬.৭১ শতাংশ, এমএল ডাইংয়ের ৬.৫২ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৫.৭১ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৫.৩০ শতাংশ এবং জাহিন টেক্সের শেয়ার দর ৫.০৬ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮২টির বা ৪৭.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ট্রাস্ট ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস ট্রাস্ট ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪.৩০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে ট্রাস্ট ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সেরের ১.৯৯ শতাংশ, মনোস্পুল পেপারের ১.৯৮ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ১.৯৮ শতাংশ, নাভানা সিএনজির ১.৯৮ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ১.৯৮ শতাংশ, গ্রামীণফোনের ১.৯৭ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১.৯৭ শতাংশ, এশিয়া প্যাসিফিকের ১.৯৬ শতাংশ এবং ফাস্ট ফাইনান্সের শেয়ার দর ১.৯৬ শতাংশ কমেছে।