চীনে ৪২ লাখ ডলারের কেবল রপ্তানি করবে ইস্টার্ন কেবল

গতকাল বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)’র সভাকক্ষে চীনের ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএনটিআইসি) এবং ইস্টার্ন কেবসল লি. এর মধ্যে ৪২ লাখ ইউএস ডলারের রপ্তনি চুক্তি স্বাক্ষর করা হয়। বিএসইসি’র চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঁঞার উপস্থিতে ইসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং সিএনটিআইসি’র প্রতিনিধি মি. জাং ঝিলং ব্লান্ডি চুক্তিতে স্বাক্ষর করেন।

বিএসইসি চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঁঞা এনডিসি বলেন, ‘চীনের এই প্রতিষ্ঠানটি এ বছরের শুরুতে ৫ লাখ ইউএস ডলারের ইস্টার্নের কেবলস নিয়েছিল। এবার তারা আরও ৪২ লাখ ইউএস ডলারের চুক্তি করেছে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী চীন, ভবিষ্যতে এ ধরণের রপ্তানিকে আরও বেশি প্রসারিত করবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও তরান্বিত করবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীনে নয়টি শিল্প প্রতিষ্ঠান চলমান রয়েছে। প্রতিষ্ঠানগুলো স্বাধীনতার পর থেকে দেশের সেবায় পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। বিএসইসি’র পণ্য আন্তর্জাতিক মান সম্মত, বিশ্ব মানের। দেশে বাজার স্থিতিশীল রাখতে বিএসইসি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিএসইসি’র অধীন প্রতিষ্ঠানগুলোকে লাভজনক ও রপ্তানিমুখী করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে পুরাতন মেশিনারিজ আধুনীকিকরণ (বিএমআরই) এবং চলমান প্রকল্পের কাজ যথা সময়ে শেষ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।’

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অধীনের পিডিবি, বিআরইবি, ডিপিডিসি, পিজিসিবি, ডেসকো, নেসকোসহ সব রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠানকে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) এর মাধ্যমে ইস্টার্ন ক্যাবলস লি. এর উৎপাদিত বৈদ্যুতিক ক্যাবলস ও কন্ডাকটর ক্রয় করে থাকে।

উল্লেখ্য, ইস্টার্ন কেবলস আর্ন্তজাতিকভাবে স্বীকৃত ও গুনগতমানে দেশের সেরা কেবলস। নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে শর্ট সার্কিট জনিত দুর্ঘটনা এবং অগ্নিকান্ডের ঝুঁকি এড়াতে ইস্টার্ন ক্যাবলসের বিকল্প নেই।

মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২ , ২১ আষাড় ১৪২৮ ২৫ জিলহজ ১৪৪৩

চীনে ৪২ লাখ ডলারের কেবল রপ্তানি করবে ইস্টার্ন কেবল

অর্থনৈতিক বার্তা পরিবেশক

গতকাল বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)’র সভাকক্ষে চীনের ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএনটিআইসি) এবং ইস্টার্ন কেবসল লি. এর মধ্যে ৪২ লাখ ইউএস ডলারের রপ্তনি চুক্তি স্বাক্ষর করা হয়। বিএসইসি’র চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঁঞার উপস্থিতে ইসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং সিএনটিআইসি’র প্রতিনিধি মি. জাং ঝিলং ব্লান্ডি চুক্তিতে স্বাক্ষর করেন।

বিএসইসি চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঁঞা এনডিসি বলেন, ‘চীনের এই প্রতিষ্ঠানটি এ বছরের শুরুতে ৫ লাখ ইউএস ডলারের ইস্টার্নের কেবলস নিয়েছিল। এবার তারা আরও ৪২ লাখ ইউএস ডলারের চুক্তি করেছে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী চীন, ভবিষ্যতে এ ধরণের রপ্তানিকে আরও বেশি প্রসারিত করবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও তরান্বিত করবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীনে নয়টি শিল্প প্রতিষ্ঠান চলমান রয়েছে। প্রতিষ্ঠানগুলো স্বাধীনতার পর থেকে দেশের সেবায় পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। বিএসইসি’র পণ্য আন্তর্জাতিক মান সম্মত, বিশ্ব মানের। দেশে বাজার স্থিতিশীল রাখতে বিএসইসি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিএসইসি’র অধীন প্রতিষ্ঠানগুলোকে লাভজনক ও রপ্তানিমুখী করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে পুরাতন মেশিনারিজ আধুনীকিকরণ (বিএমআরই) এবং চলমান প্রকল্পের কাজ যথা সময়ে শেষ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।’

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অধীনের পিডিবি, বিআরইবি, ডিপিডিসি, পিজিসিবি, ডেসকো, নেসকোসহ সব রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠানকে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) এর মাধ্যমে ইস্টার্ন ক্যাবলস লি. এর উৎপাদিত বৈদ্যুতিক ক্যাবলস ও কন্ডাকটর ক্রয় করে থাকে।

উল্লেখ্য, ইস্টার্ন কেবলস আর্ন্তজাতিকভাবে স্বীকৃত ও গুনগতমানে দেশের সেরা কেবলস। নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে শর্ট সার্কিট জনিত দুর্ঘটনা এবং অগ্নিকান্ডের ঝুঁকি এড়াতে ইস্টার্ন ক্যাবলসের বিকল্প নেই।