প্রসূতির মৃত্যু : মেম্বারের ডেলিভারি সেন্টার সিলগালা

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের সাবেক মহিলা ইউপি সদস্যের পারিবারিক ভাবে গড়ে তোলা ব্র্যাক ডেলিভারি সেন্টারটি সিলগালা করলেন ইউএনও।

গত রোববার (৩ আগস্ট) দুপুরে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন সাঘাটা থানার বোনারপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ রাকিব হোসেন এবং সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে উক্ত ডেলিভারি সেন্টারটি সিলগালা করেন। এ সময় প্রশাসনের উপস্থিতির খরব পেয়ে ব্র্যাক ডেলিভারি সেন্টারটি স্বত্বাধিকারী জুয়েল ম-ল ও অভিযুক্ত ভুয়া চিকিৎসক আজমিন সুলতানা রিনা পালিয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করেন, গত বুধবার সন্ধ্যায় সাঘাটা উপজেলার গাছাবাড়ী গ্রামের বক্তার হোসেনের মেয়ে মুন্নি খাতুনের প্রসব বেদনা উঠে । পরে গাছাবাড়ী গ্রামের মানিকগঞ্জ বাজারের ব্র্যাক সেবিকার পরিচয় দানকারী কচুয়া ইউপির সাবেক মহিলা সদস্য আজমিন সুলতানা রিনার সাথে যোগাযোগ করলে তিনি রোগীকে নিজের বাড়িতে অবস্থিত ডেলিভারি সেন্টারে প্রসবের চেষ্টা করেন। পরে নরমল ডেলিভারিতে প্রসবের চেষ্টায় ব্যার্থ হলে জরায়ুতে সিজারের মাধ্যমে জমজ শিশু দুটি ডেলিভারি করলেও প্রচুর রক্ত ক্ষরণের কারনে মা মুন্নি আক্তার অসুস্থ হয়ে পরলে পরে তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এঘটনায় জমজ শিশু একজন অসুস্থ হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয় । এঘনাটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেলে ঘটনাটির তদন্ত করতে রোববার দুপুরে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন সাঘাটা থানার বোনারপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ রাকিব হোসেন এবং সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনা স্থলে গিয়ে কোন কাগজ পত্র না পাওয়ায় উক্ত ডেলিভার সেন্টারটি সিলগালা করেন। স্থানীয় সংবাদিকরা সিলগলার সংবাদ সংগ্রহ করতে গেলে ডেলিভারি সেন্টারের ভারাটিয়া গুন্ডারা অসৈজন্য আচরান করেন। এই বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী অফিনার সরদার মোস্তফা শাহিন বলেন, প্রথমিক তদন্তে কোন কাগজপত্র না প্ওায়া ডেলিভারি সেন্টারটি সিলগলা করা হয়েছে।

ব্র্যাক ডেলিভারি সেন্টারটি স্বত্বাধিকারী জুয়েল ম-ল ও অভিযুক্ত ভুয়া চিকিৎসক আজমিন সুলতানা রিনা পলাতক থাকায় তাদেও গ্রেফতার করা সম্ভব হয়নি।তাদের গ্রেফতারে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২ , ২১ আষাড় ১৪২৮ ২৫ জিলহজ ১৪৪৩

প্রসূতির মৃত্যু : মেম্বারের ডেলিভারি সেন্টার সিলগালা

প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের সাবেক মহিলা ইউপি সদস্যের পারিবারিক ভাবে গড়ে তোলা ব্র্যাক ডেলিভারি সেন্টারটি সিলগালা করলেন ইউএনও।

গত রোববার (৩ আগস্ট) দুপুরে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন সাঘাটা থানার বোনারপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ রাকিব হোসেন এবং সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে উক্ত ডেলিভারি সেন্টারটি সিলগালা করেন। এ সময় প্রশাসনের উপস্থিতির খরব পেয়ে ব্র্যাক ডেলিভারি সেন্টারটি স্বত্বাধিকারী জুয়েল ম-ল ও অভিযুক্ত ভুয়া চিকিৎসক আজমিন সুলতানা রিনা পালিয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করেন, গত বুধবার সন্ধ্যায় সাঘাটা উপজেলার গাছাবাড়ী গ্রামের বক্তার হোসেনের মেয়ে মুন্নি খাতুনের প্রসব বেদনা উঠে । পরে গাছাবাড়ী গ্রামের মানিকগঞ্জ বাজারের ব্র্যাক সেবিকার পরিচয় দানকারী কচুয়া ইউপির সাবেক মহিলা সদস্য আজমিন সুলতানা রিনার সাথে যোগাযোগ করলে তিনি রোগীকে নিজের বাড়িতে অবস্থিত ডেলিভারি সেন্টারে প্রসবের চেষ্টা করেন। পরে নরমল ডেলিভারিতে প্রসবের চেষ্টায় ব্যার্থ হলে জরায়ুতে সিজারের মাধ্যমে জমজ শিশু দুটি ডেলিভারি করলেও প্রচুর রক্ত ক্ষরণের কারনে মা মুন্নি আক্তার অসুস্থ হয়ে পরলে পরে তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এঘটনায় জমজ শিশু একজন অসুস্থ হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয় । এঘনাটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেলে ঘটনাটির তদন্ত করতে রোববার দুপুরে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন সাঘাটা থানার বোনারপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ রাকিব হোসেন এবং সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনা স্থলে গিয়ে কোন কাগজ পত্র না পাওয়ায় উক্ত ডেলিভার সেন্টারটি সিলগালা করেন। স্থানীয় সংবাদিকরা সিলগলার সংবাদ সংগ্রহ করতে গেলে ডেলিভারি সেন্টারের ভারাটিয়া গুন্ডারা অসৈজন্য আচরান করেন। এই বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী অফিনার সরদার মোস্তফা শাহিন বলেন, প্রথমিক তদন্তে কোন কাগজপত্র না প্ওায়া ডেলিভারি সেন্টারটি সিলগলা করা হয়েছে।

ব্র্যাক ডেলিভারি সেন্টারটি স্বত্বাধিকারী জুয়েল ম-ল ও অভিযুক্ত ভুয়া চিকিৎসক আজমিন সুলতানা রিনা পলাতক থাকায় তাদেও গ্রেফতার করা সম্ভব হয়নি।তাদের গ্রেফতারে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।