জুন মাসে ২৯৮ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার

দেশে জুন মাসে ২৯৮ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৭৬ জন।

মহিলা পরিষদের মাসিক নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুন মাসে ৯ জন কন্যা ও ১০ জন নারীসহ ১৯ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ১ জন কন্যা ও ১ জন নারী ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে, ৩৮ জন কন্যা ও ১৬ জন নারীসহ ৫৪ জন ধর্ষণের শিকার হয়েছে এবং ১ জন কন্যা ও ১ জন নারী ধর্ষণের পর আত্মহত্যার শিকার হয়েছে।

এছাড়াও ১৪ জন কন্যাসহ ২১ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ৮ জন শ্লীলতাহানির শিকার হয়েছে এরমধ্যে ৫ জন কন্যা। ১১ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে এর মধ্যে ৮ জন কন্যা। এসিডদগ্ধের শিকার হয়েছে ৩ জন। ৩ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। ৬ জন কন্যা অপহরণের ঘটনার শিকার হয়েছে। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ১৩টি।

প্রতিবেদনে দেখা গেছে, যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১৪ জন, এরমধ্যে ৫ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে মোট ২০ জনের মধ্যে ২ জন কন্যা। গৃহকর্মী নির্যাতনের শিকার ১ জন কন্যা। ১২ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে, এরমধ্যে ১১ জন কন্যা।

এছাড়াও ১ জন কন্যা উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেছে। বিভিন্ন কারণে ৭ জন কন্যাসহ ৪২ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ৭ জন নারীকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৫ জন কন্যাসহ ১৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৩ জন কন্যাসহ ১৭ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এরমধ্যে ২ জন নারী আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। এছাড়াও আত্মহত্যার চেষ্টা করেছে ১ জন কন্যা। ফতোয়ার ঘটনার শিকার হয়েছে ১ জন। ৪ জন কন্যাসহ সাইবার অপরাধের শিকার হয়েছে ৫ জন। বাল্যবিবাহ চেষ্টার ঘটনা ঘটেছে ৭টি। ১ জন কন্যার জোরপূর্বক বিয়ের ঘটনা ঘটেছে। ৯ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২ , ২১ আষাড় ১৪২৮ ২৫ জিলহজ ১৪৪৩

জুন মাসে ২৯৮ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার

নিজস্ব বার্তা পরিবেশক

দেশে জুন মাসে ২৯৮ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৭৬ জন।

মহিলা পরিষদের মাসিক নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুন মাসে ৯ জন কন্যা ও ১০ জন নারীসহ ১৯ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ১ জন কন্যা ও ১ জন নারী ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে, ৩৮ জন কন্যা ও ১৬ জন নারীসহ ৫৪ জন ধর্ষণের শিকার হয়েছে এবং ১ জন কন্যা ও ১ জন নারী ধর্ষণের পর আত্মহত্যার শিকার হয়েছে।

এছাড়াও ১৪ জন কন্যাসহ ২১ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ৮ জন শ্লীলতাহানির শিকার হয়েছে এরমধ্যে ৫ জন কন্যা। ১১ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে এর মধ্যে ৮ জন কন্যা। এসিডদগ্ধের শিকার হয়েছে ৩ জন। ৩ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। ৬ জন কন্যা অপহরণের ঘটনার শিকার হয়েছে। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ১৩টি।

প্রতিবেদনে দেখা গেছে, যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১৪ জন, এরমধ্যে ৫ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে মোট ২০ জনের মধ্যে ২ জন কন্যা। গৃহকর্মী নির্যাতনের শিকার ১ জন কন্যা। ১২ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে, এরমধ্যে ১১ জন কন্যা।

এছাড়াও ১ জন কন্যা উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেছে। বিভিন্ন কারণে ৭ জন কন্যাসহ ৪২ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ৭ জন নারীকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৫ জন কন্যাসহ ১৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৩ জন কন্যাসহ ১৭ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এরমধ্যে ২ জন নারী আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। এছাড়াও আত্মহত্যার চেষ্টা করেছে ১ জন কন্যা। ফতোয়ার ঘটনার শিকার হয়েছে ১ জন। ৪ জন কন্যাসহ সাইবার অপরাধের শিকার হয়েছে ৫ জন। বাল্যবিবাহ চেষ্টার ঘটনা ঘটেছে ৭টি। ১ জন কন্যার জোরপূর্বক বিয়ের ঘটনা ঘটেছে। ৯ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।