সীমান্তবর্তী এলাকায় হামলার জন্য ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া

ইউক্রেন সীমান্তবর্তী রুশ শহর বেলগোরোদে হামলায় অন্তত ৩ জন নিহত এবং বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলাতেই এ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোষারোপ করেছেন বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভায়াচেস্লাভ গ্লাদকভ।

টেলিগ্রামে এক পোস্টে তিনি লেখেন, ‘অন্তত ১১টি অ্যাপার্টমেন্ট ভবন এবং ব্যক্তিগত ৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৫টি ভবন পুরো ধ্বংস হয়ে গেছে।’ ‘এ ক্ষেপণাস্ত্র হামলা পরিকল্পনা করে ইচ্ছাকৃতভাবেই চালানো হয়েছে। রাশিয়ার নগরীগুলোর বেসামরিক নাগরিকদের ওপর এ হামলা হয়েছে,’ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকোভ এ কথা বলেছেন।

ইউক্রেন থেকে এই অভিযোগের প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি। ইগর কোনাশেনকোভ বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের তিনটি তোচকা-ইউ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। কিন্তু সেগুলোর কোন একটি ক্ষেপণাস্ত্রের টুকরো আবাসিক ভবনের ওপর পড়েছে।

রাশিয়ার দক্ষিণাঞ্চলে আরেক শহরের দিকে ধেয়ে যাওয়া ইউক্রেনের বিস্ফোরক ভর্তি ড্রোনও ধ্বংস করা হয়েছে বলে কোনাশেনকোভ দাবি করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এই দাবি নিরপেক্ষসূত্রে যাচাই করতে পারেনি।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে বেলগোরোদ এবং ইউক্রেন সীমান্তবর্তী অন্য অঞ্চলে হামলার অনেক খবর পাওয়া গেছে। মস্কো এ সব হামলার জন্য কিয়েভকে দোষারোপ করে আসছে।

এদিকে, ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই শহরে রুশ হামলা ও হতাহতের ঘটনা ঘটে।

স্লোভিয়ানস্ক শহরের পাশাপাশি রোববার রাশিয়ার হামলা হয়েছে আরেক পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোরস্কেও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ান সেনাবাহিনী গত রোববার পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্ক ও ক্রামতোরস্কের পাশাপাশি খারকিভ শহরেও হামলা করেছে। এসব হামলায় রকেট সিস্টেমের পাশাপাশি সোভিয়েত আমলের স্মার্চ রকেট দিয়ে গোলাবর্ষণ করেছে তারা।

তিনি বলেছেন, ইউক্রেনের প্রতিটি শহর ধ্বংস করার জন্য রাশিয়ার কাছে যথেষ্ট অস্ত্র রয়েছে। রোববার রাতে দেয়া ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার হামলায় শুধু স্লোভিয়ানস্ক শহরেই ছয়জন নিহত হয়েছেন এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। ‘রাশিয়ার হামলায় একটি মেয়ে নিহত হয়েছে, তার নাম ইয়েভা। সে চলতি বছরের আগস্টে ১০ বছরে পা দিতো।’ তিনি আরও বলেন, ‘ইউক্রেনের একের পর এক শহর ধ্বংস করার জন্য রাশিয়ার কাছে যথেষ্ট স্মার্চ, উরাগান এবং গ্র্যাড সিস্টেম অস্ত্র রয়েছে।

মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২ , ২১ আষাড় ১৪২৮ ২৫ জিলহজ ১৪৪৩

সীমান্তবর্তী এলাকায় হামলার জন্য ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া

ইউক্রেন সীমান্তবর্তী রুশ শহর বেলগোরোদে হামলায় অন্তত ৩ জন নিহত এবং বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলাতেই এ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোষারোপ করেছেন বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভায়াচেস্লাভ গ্লাদকভ।

টেলিগ্রামে এক পোস্টে তিনি লেখেন, ‘অন্তত ১১টি অ্যাপার্টমেন্ট ভবন এবং ব্যক্তিগত ৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৫টি ভবন পুরো ধ্বংস হয়ে গেছে।’ ‘এ ক্ষেপণাস্ত্র হামলা পরিকল্পনা করে ইচ্ছাকৃতভাবেই চালানো হয়েছে। রাশিয়ার নগরীগুলোর বেসামরিক নাগরিকদের ওপর এ হামলা হয়েছে,’ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকোভ এ কথা বলেছেন।

ইউক্রেন থেকে এই অভিযোগের প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি। ইগর কোনাশেনকোভ বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের তিনটি তোচকা-ইউ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। কিন্তু সেগুলোর কোন একটি ক্ষেপণাস্ত্রের টুকরো আবাসিক ভবনের ওপর পড়েছে।

রাশিয়ার দক্ষিণাঞ্চলে আরেক শহরের দিকে ধেয়ে যাওয়া ইউক্রেনের বিস্ফোরক ভর্তি ড্রোনও ধ্বংস করা হয়েছে বলে কোনাশেনকোভ দাবি করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এই দাবি নিরপেক্ষসূত্রে যাচাই করতে পারেনি।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে বেলগোরোদ এবং ইউক্রেন সীমান্তবর্তী অন্য অঞ্চলে হামলার অনেক খবর পাওয়া গেছে। মস্কো এ সব হামলার জন্য কিয়েভকে দোষারোপ করে আসছে।

এদিকে, ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই শহরে রুশ হামলা ও হতাহতের ঘটনা ঘটে।

স্লোভিয়ানস্ক শহরের পাশাপাশি রোববার রাশিয়ার হামলা হয়েছে আরেক পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোরস্কেও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ান সেনাবাহিনী গত রোববার পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্ক ও ক্রামতোরস্কের পাশাপাশি খারকিভ শহরেও হামলা করেছে। এসব হামলায় রকেট সিস্টেমের পাশাপাশি সোভিয়েত আমলের স্মার্চ রকেট দিয়ে গোলাবর্ষণ করেছে তারা।

তিনি বলেছেন, ইউক্রেনের প্রতিটি শহর ধ্বংস করার জন্য রাশিয়ার কাছে যথেষ্ট অস্ত্র রয়েছে। রোববার রাতে দেয়া ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার হামলায় শুধু স্লোভিয়ানস্ক শহরেই ছয়জন নিহত হয়েছেন এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। ‘রাশিয়ার হামলায় একটি মেয়ে নিহত হয়েছে, তার নাম ইয়েভা। সে চলতি বছরের আগস্টে ১০ বছরে পা দিতো।’ তিনি আরও বলেন, ‘ইউক্রেনের একের পর এক শহর ধ্বংস করার জন্য রাশিয়ার কাছে যথেষ্ট স্মার্চ, উরাগান এবং গ্র্যাড সিস্টেম অস্ত্র রয়েছে।