ট্রেনের অগ্রিম টিকেট

শেষ দিনেও কমলাপুরে উপচেপড়া ভিড়

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির শেষদিনও কাউন্টারে টিকেটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। গতকাল সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এমন চিত্রই দেখা যায়। অনেকেই আগেরদিন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকে আবার তারও আগ থেকে লাইনে দাঁড়িয়েছেন।

রেল স্টেশন ঘুরে দেখা গেছে, প্রতিটি কাউন্টারের সামনে, প্লাটফর্মে টিকেটপ্রত্যাশীরা ভিড় জমিয়েছেন। কিছুক্ষণ পরপর কেউ টিকেট পাচ্ছেন, আর যুদ্ধজয়ের হাসি দিয়ে সিরিয়াল থেকে সরে যাচ্ছেন। তবে শেষদিনও টিকেট না পাওয়ার কথা জানিয়েছেন অনেকে।

এদিন ঈদ যাত্রার ৯ জুলাইয়ের টিকেট বিক্রি হয়। বিগত পাঁচ দিনব্যাপী ঈদ যাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু হয় গত ১ জুলাই। সেদিন দেয়া হয়েছে ৫ জুলাইয়ের ট্রেনের টিকেট। এরপর ২ জুলাই দেয়া হয় ৬ জুলাইয়ের টিকেট, ৩ জুলাই দেয়া হয় ৭ জুলাইয়ের টিকেট, ৪ জুলাই দেয়া হয় ৮ জুলাইয়ের টিকেট।

এছাড়া ফিরতি টিকেট বিক্রি শুরু হবে আগামীকাল ৭ জুলাই থেকে। সেদিন ১১ জুলাইয়ের টিকেট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকেট, ৯ জুলাই দেয়া হবে ১৩ জুলাইয়ের টিকেট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকেট বিক্রি হবে। এর মধ্যে ১০ জুলাই ঈদ হলে ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। তবে ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।

কমলাপুরে ১২শ’ টাকার টিকেট ১২ হাজারে বিক্রি, আটক ৫

এদিকে কালোবাজারি করে ট্রেনের টিকেট বিক্রির সময় রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে পাঁচজনকে আটক করেছে র‌্যাব-৩। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন রুটের ট্রেনের ফটোকপি টিকেট উদ্ধার করা হয়। র?্যাব-৩ এর দাবি, জব্দ করা টিকেট ফটোকপি করে চড়া দামে ১২ থেকে ১৩ হাজার টাকায় বিক্রি করছিলেন তারা।

র?্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদকে সামনে রেখে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকেটসহ কালোবাজারি চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন রুটের ফটোকপি টিকেট উদ্ধার করা হয়।

আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, আটককৃতরা ঈদের অগ্রিম টিকেট ১২০০ থেকে ১৩০০ টাকায় ক্রয় করে বেশি দামে বিক্রি করছিলেন। তারা সাধারণত কমলাপুরের বিভিন্ন ভাসমান শিশু ও কিশোরদের অগ্রিম টিকিটের লাইনে দাঁড় করিয়ে টিকেট কিনতেন। এরপর সুযোগ বুঝে সংগ্রহ করা টিকেট ফটোকপি করে প্রতিটি ১২ থেকে ১৩ হাজার টাকায় সাধারণ মানুষের কাছে বিক্রি করতেন।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে র?্যাব তাদের নাম-পরিচয় উল্লেখ করেনি। এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র?্যাব।

বুধবার, ০৬ জুলাই ২০২২ , ২২ আষাড় ১৪২৮ ২৬ জিলহজ ১৪৪৩

ট্রেনের অগ্রিম টিকেট

শেষ দিনেও কমলাপুরে উপচেপড়া ভিড়

নিজস্ব বার্তা পরিবেশক

image

ঈদযাত্রায় গতকালও কমলাপুর রেলস্টেশনে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড় -সংবাদ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির শেষদিনও কাউন্টারে টিকেটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। গতকাল সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এমন চিত্রই দেখা যায়। অনেকেই আগেরদিন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকে আবার তারও আগ থেকে লাইনে দাঁড়িয়েছেন।

রেল স্টেশন ঘুরে দেখা গেছে, প্রতিটি কাউন্টারের সামনে, প্লাটফর্মে টিকেটপ্রত্যাশীরা ভিড় জমিয়েছেন। কিছুক্ষণ পরপর কেউ টিকেট পাচ্ছেন, আর যুদ্ধজয়ের হাসি দিয়ে সিরিয়াল থেকে সরে যাচ্ছেন। তবে শেষদিনও টিকেট না পাওয়ার কথা জানিয়েছেন অনেকে।

এদিন ঈদ যাত্রার ৯ জুলাইয়ের টিকেট বিক্রি হয়। বিগত পাঁচ দিনব্যাপী ঈদ যাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু হয় গত ১ জুলাই। সেদিন দেয়া হয়েছে ৫ জুলাইয়ের ট্রেনের টিকেট। এরপর ২ জুলাই দেয়া হয় ৬ জুলাইয়ের টিকেট, ৩ জুলাই দেয়া হয় ৭ জুলাইয়ের টিকেট, ৪ জুলাই দেয়া হয় ৮ জুলাইয়ের টিকেট।

এছাড়া ফিরতি টিকেট বিক্রি শুরু হবে আগামীকাল ৭ জুলাই থেকে। সেদিন ১১ জুলাইয়ের টিকেট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকেট, ৯ জুলাই দেয়া হবে ১৩ জুলাইয়ের টিকেট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকেট বিক্রি হবে। এর মধ্যে ১০ জুলাই ঈদ হলে ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। তবে ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।

কমলাপুরে ১২শ’ টাকার টিকেট ১২ হাজারে বিক্রি, আটক ৫

এদিকে কালোবাজারি করে ট্রেনের টিকেট বিক্রির সময় রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে পাঁচজনকে আটক করেছে র‌্যাব-৩। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন রুটের ট্রেনের ফটোকপি টিকেট উদ্ধার করা হয়। র?্যাব-৩ এর দাবি, জব্দ করা টিকেট ফটোকপি করে চড়া দামে ১২ থেকে ১৩ হাজার টাকায় বিক্রি করছিলেন তারা।

র?্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদকে সামনে রেখে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকেটসহ কালোবাজারি চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন রুটের ফটোকপি টিকেট উদ্ধার করা হয়।

আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, আটককৃতরা ঈদের অগ্রিম টিকেট ১২০০ থেকে ১৩০০ টাকায় ক্রয় করে বেশি দামে বিক্রি করছিলেন। তারা সাধারণত কমলাপুরের বিভিন্ন ভাসমান শিশু ও কিশোরদের অগ্রিম টিকিটের লাইনে দাঁড় করিয়ে টিকেট কিনতেন। এরপর সুযোগ বুঝে সংগ্রহ করা টিকেট ফটোকপি করে প্রতিটি ১২ থেকে ১৩ হাজার টাকায় সাধারণ মানুষের কাছে বিক্রি করতেন।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে র?্যাব তাদের নাম-পরিচয় উল্লেখ করেনি। এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র?্যাব।