ট্রেনের টিকেট পাওয়া যেন সোনার হরিণ

ট্রেনের টিকেট পাওয়া যেন সোনার হরিণ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বহু যাত্রী টিকেট না পেয়ে হতাশ হয়ে ফিরছেন। এ নিয়ে কমলাপুর রেলস্টেশনে ঘরমুখী যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বাড়ি যেতেই হবে। এ টার্গেট নিয়ে তারা বিকল্প টিকেট পাওয়ার জন্য পথ খুঁজতে থাকেন। এ সুযোগ নিয়েছে কমলাপুর স্টেশনে ঘাপটি মেরে থাকা টিকেট কালোবাজারি চক্র। তারা বাড়তি টাকার বিনিময়ে টিকেট কালোবাজারি শুরু করেছে। র‌্যাব-৩ এর অনুসন্ধানে এমন একটি চক্রের সন্ধান পাওয়া গেছে। অভিযান চালিয়ে ৫ টিকেট কালোবাজারিকে শনাক্ত ও টিকেটসহ গ্রেপ্তার করা হয়েছে।

টিকেট কালোবাজারি চক্রের সদস্যরা হলো লিটন মিয়া, মো. শাহ আলম, মো. ইরান, আবু তাহের জাহিদুর রহমান শাকিব। তাদের কাছ থেকে ট্রেনের টিকেট ও মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলা হয়েছে, তারা সংঘবদ্ধ টিকেট কালোবাজারি চক্রের সদস্য। ঈদযাত্রায় ট্রেনের টিকেটের বিপুল চাহিদা থাকে। এ সুযোগকে কাজে লাগিয়ে তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আগে অল্প মূল্যে টিকেট কিনে বিপদে পড়া যাত্রীদের কাছে বেশি লাভে টিকেট বিক্রি করে বলে র‌্যাব জানিয়েছে।

কমলাপুর রেলস্টেশন থেকে জানা গেছে, কমলাপুর রেলস্টেশনে প্রায় ২৩টি কাউন্টার আছে। ওইসব কাউন্টার থেকে দিনে কয়েক হাজার টিকেট বিক্রি করা যায়। অথচ টিকেটের জন্য আগের দিন রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে লাখের বেশি ঘরমুখী ট্রেনযাত্রী লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও কাজ হয়নি।

গতকাল সর্বশেষ তথ্যে জানা গেছে, ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনে তিনটি আন্তঃনগর ট্রেনের সিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। কমলাপুরে ট্রেন আসতে বিলম্ব। আবার ছাড়তে বিলম্ব হয়েছে বলে অনেকেই অভিযোগ করেন।

বুধবার, ০৬ জুলাই ২০২২ , ২২ আষাড় ১৪২৮ ২৬ জিলহজ ১৪৪৩

ট্রেনের টিকেট পাওয়া যেন সোনার হরিণ

নিজস্ব বার্তা পরিবেশক

ট্রেনের টিকেট পাওয়া যেন সোনার হরিণ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বহু যাত্রী টিকেট না পেয়ে হতাশ হয়ে ফিরছেন। এ নিয়ে কমলাপুর রেলস্টেশনে ঘরমুখী যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বাড়ি যেতেই হবে। এ টার্গেট নিয়ে তারা বিকল্প টিকেট পাওয়ার জন্য পথ খুঁজতে থাকেন। এ সুযোগ নিয়েছে কমলাপুর স্টেশনে ঘাপটি মেরে থাকা টিকেট কালোবাজারি চক্র। তারা বাড়তি টাকার বিনিময়ে টিকেট কালোবাজারি শুরু করেছে। র‌্যাব-৩ এর অনুসন্ধানে এমন একটি চক্রের সন্ধান পাওয়া গেছে। অভিযান চালিয়ে ৫ টিকেট কালোবাজারিকে শনাক্ত ও টিকেটসহ গ্রেপ্তার করা হয়েছে।

টিকেট কালোবাজারি চক্রের সদস্যরা হলো লিটন মিয়া, মো. শাহ আলম, মো. ইরান, আবু তাহের জাহিদুর রহমান শাকিব। তাদের কাছ থেকে ট্রেনের টিকেট ও মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলা হয়েছে, তারা সংঘবদ্ধ টিকেট কালোবাজারি চক্রের সদস্য। ঈদযাত্রায় ট্রেনের টিকেটের বিপুল চাহিদা থাকে। এ সুযোগকে কাজে লাগিয়ে তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আগে অল্প মূল্যে টিকেট কিনে বিপদে পড়া যাত্রীদের কাছে বেশি লাভে টিকেট বিক্রি করে বলে র‌্যাব জানিয়েছে।

কমলাপুর রেলস্টেশন থেকে জানা গেছে, কমলাপুর রেলস্টেশনে প্রায় ২৩টি কাউন্টার আছে। ওইসব কাউন্টার থেকে দিনে কয়েক হাজার টিকেট বিক্রি করা যায়। অথচ টিকেটের জন্য আগের দিন রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে লাখের বেশি ঘরমুখী ট্রেনযাত্রী লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও কাজ হয়নি।

গতকাল সর্বশেষ তথ্যে জানা গেছে, ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনে তিনটি আন্তঃনগর ট্রেনের সিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। কমলাপুরে ট্রেন আসতে বিলম্ব। আবার ছাড়তে বিলম্ব হয়েছে বলে অনেকেই অভিযোগ করেন।