আবার বাড়ছে করোনা

আবার বাড়ছে করোনা, যা খুবই উদ্বেগের। আরও উদ্বেগ বাড়াচ্ছে জনগণের উদাসীনতা। রাস্তাঘাটে অধিকাংশই মাস্কহীন। বাস-ট্রেনে সর্বত্রই এই অবস্থা, হাতেগোনা মাত্র কয়েকজন যাত্রী মাস্ক ব্যবহার করেন। এদিকে সংবাদপত্রে, টিভিতে বিশেষজ্ঞ ও চিকিৎসকরা প্রতিনিয়ত আশঙ্কা প্রকাশ করছেন যে, করোনার সংক্রমণ ঠেকাতে যদি সাধারণ মানুষ সচেতন না হয় তাহলে সমূহ বিপদ। বাইরে যিনি যাচ্ছেন তিনি সংক্রমিত হলে বাড়িতে থাকা অন্যেরাও তার থেকে সংক্রমিত হবেন- এটাই স্বাভাবিক। এটা মানুষ বুঝতে চাইছে না কেন!

করোনার আগের তিনটি ঢেউয়ের অভিজ্ঞতার পরেও কেন যে জনসচেতনতা বাড়ছে না তা আশ্চর্যের। এবারের করোনা বৃদ্ধি কোন কোন বিশেষজ্ঞ বলছেন, মিনি চতুর্থ ঢেউ চলছে এখন। তবে সতর্কতায় খামতি থাকলে তা পুরোপুরি ঢেউয়ের আকার নেবে। তখন আর তা ঠেকাবার উপায় থাকবে না। মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার করতে কেউ যেন ভুলে না যান। করোনা প্রতিরোধে মাস্ক ও স্যানিটাইজারের বিকল্প কিছু নেই।

অধিকাংশ মানুষের স্বভাবটাই যেন কেমন। কোথাও কোনো তাপ-উত্তাপ নেই, সবাই এ ব্যাপারে নির্বিকার। তাই করোনা সতর্কতায় আরও বেশি প্রচার যেমন দরকার, পাশাপাশি প্রশাসন যদি কঠোর হয় জনগণের মাস্ক ব্যবহারের ক্ষেত্রে, তবে নতুন করে করোনা সংক্রমণ অনেকটাই রুখে দেওয়া সম্ভব।

লিয়াকত হোসেন খোকন

বুধবার, ০৬ জুলাই ২০২২ , ২২ আষাড় ১৪২৮ ২৬ জিলহজ ১৪৪৩

আবার বাড়ছে করোনা

আবার বাড়ছে করোনা, যা খুবই উদ্বেগের। আরও উদ্বেগ বাড়াচ্ছে জনগণের উদাসীনতা। রাস্তাঘাটে অধিকাংশই মাস্কহীন। বাস-ট্রেনে সর্বত্রই এই অবস্থা, হাতেগোনা মাত্র কয়েকজন যাত্রী মাস্ক ব্যবহার করেন। এদিকে সংবাদপত্রে, টিভিতে বিশেষজ্ঞ ও চিকিৎসকরা প্রতিনিয়ত আশঙ্কা প্রকাশ করছেন যে, করোনার সংক্রমণ ঠেকাতে যদি সাধারণ মানুষ সচেতন না হয় তাহলে সমূহ বিপদ। বাইরে যিনি যাচ্ছেন তিনি সংক্রমিত হলে বাড়িতে থাকা অন্যেরাও তার থেকে সংক্রমিত হবেন- এটাই স্বাভাবিক। এটা মানুষ বুঝতে চাইছে না কেন!

করোনার আগের তিনটি ঢেউয়ের অভিজ্ঞতার পরেও কেন যে জনসচেতনতা বাড়ছে না তা আশ্চর্যের। এবারের করোনা বৃদ্ধি কোন কোন বিশেষজ্ঞ বলছেন, মিনি চতুর্থ ঢেউ চলছে এখন। তবে সতর্কতায় খামতি থাকলে তা পুরোপুরি ঢেউয়ের আকার নেবে। তখন আর তা ঠেকাবার উপায় থাকবে না। মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার করতে কেউ যেন ভুলে না যান। করোনা প্রতিরোধে মাস্ক ও স্যানিটাইজারের বিকল্প কিছু নেই।

অধিকাংশ মানুষের স্বভাবটাই যেন কেমন। কোথাও কোনো তাপ-উত্তাপ নেই, সবাই এ ব্যাপারে নির্বিকার। তাই করোনা সতর্কতায় আরও বেশি প্রচার যেমন দরকার, পাশাপাশি প্রশাসন যদি কঠোর হয় জনগণের মাস্ক ব্যবহারের ক্ষেত্রে, তবে নতুন করে করোনা সংক্রমণ অনেকটাই রুখে দেওয়া সম্ভব।

লিয়াকত হোসেন খোকন