শেষদিন উত্থান-পতনে লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

ঈদের ছুটি যাওয়ার আগেরদিন এবং সপ্তাহের শেষ কর্মদিবস গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইতে ৭৮৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪১ কোটি ৭০ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৭৪৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৭ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আগ্রহের শীর্ষে জাহিনটেক্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল দর বাড়ার শীর্ষে রয়েছে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ৮০ পয়সা বা ৯.৬৪ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটি ৯৬২ বারে ৩৩ লাখ ৯৯ হাজার ৫৫৫টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৭.৯০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটির দর ৮ টাকা বা ৭.৬৮ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- নূরানী ডাইং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, প্রাইম টেক্সটাইল, আইপিডিসি ফিন্যান্স, স্যাফকো স্পিনিং, আলিফ ইন্ডাস্ট্রিজ ও বিডিকম অনলাইন লিমিটেড।

দর হারানোর শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৯টির শেয়ারদর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৫.১০ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৪ টাকায়। অর্থাৎ এদিন কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ১.৯৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেঘনা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা জিলবাংলা সুগারের শেয়ারের দাম কমেছে ১.৯৮ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারদরও কমেছে ১.৯৮ শতাংশ।

দর হারানোর শীর্ষ স্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন কেবলসের ১.৯৭ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ১.৯৬ শতাংশ, জুট স্পিনার্সের ১.৯৫ শতাংশ, রবি ১.৯২ শতাংশ, শ্যামপুর সুগারের ১.৯১ শতাংশ, ফরচুন সুজের ১.৮৮ শতাংশ এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৮৬ শতাংশ কমেছে।

শুক্রবার, ০৮ জুলাই ২০২২ , ২৪ আষাড় ১৪২৮ ২৮ জিলহজ ১৪৪৩

শেষদিন উত্থান-পতনে লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

নিজস্ব বার্তা পরিবেশক

ঈদের ছুটি যাওয়ার আগেরদিন এবং সপ্তাহের শেষ কর্মদিবস গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইতে ৭৮৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪১ কোটি ৭০ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৭৪৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৭ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আগ্রহের শীর্ষে জাহিনটেক্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল দর বাড়ার শীর্ষে রয়েছে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ৮০ পয়সা বা ৯.৬৪ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটি ৯৬২ বারে ৩৩ লাখ ৯৯ হাজার ৫৫৫টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৭.৯০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটির দর ৮ টাকা বা ৭.৬৮ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- নূরানী ডাইং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, প্রাইম টেক্সটাইল, আইপিডিসি ফিন্যান্স, স্যাফকো স্পিনিং, আলিফ ইন্ডাস্ট্রিজ ও বিডিকম অনলাইন লিমিটেড।

দর হারানোর শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৯টির শেয়ারদর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৫.১০ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৪ টাকায়। অর্থাৎ এদিন কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ১.৯৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেঘনা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা জিলবাংলা সুগারের শেয়ারের দাম কমেছে ১.৯৮ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারদরও কমেছে ১.৯৮ শতাংশ।

দর হারানোর শীর্ষ স্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন কেবলসের ১.৯৭ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ১.৯৬ শতাংশ, জুট স্পিনার্সের ১.৯৫ শতাংশ, রবি ১.৯২ শতাংশ, শ্যামপুর সুগারের ১.৯১ শতাংশ, ফরচুন সুজের ১.৮৮ শতাংশ এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৮৬ শতাংশ কমেছে।