গৌরনদী-উজিরপুরে ১৪ পুলিশ সাময়িক বরখাস্ত

রাত্রী কালিন দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে গৌরনদীর ১০ কর্মকতা ও উজিরপুর মডেল থানার ৪ কর্মকর্তাসহ ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আকতারুজ্জামান। দায়িত্বে অবহেলার কারণে তাদের সাময়িক বরখাস্ত করাসহ বিভাগীয় মামলাও দায়ের করা হবে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন বরিশাল জেলা পুলিশের কর্মকর্তারা। এমনকি এ বিষয়ে এখনও অবগত নন বলে জানিয়েছেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আলবেরণী সহ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে প্রেরিত পুলিশ সুপার কার্যালয়ের একটি স্মারকের বরাতে জানা গেছে সাময়িক বরখাস্ত হওয়া ১৪ জনের মধ্যে ১০ জনই গৌরনদী মডেল থানার।

জানা গেছে, গত ২ জুন (বৃহষ্পতিবার) দিবাগত রাত ৩টা ২০মিনিটে বিভাগীয় সদর দপ্তর কম্পাউন্ডের মধ্যে থাকা গ্যারেজ থেকে ইয়ামাহা একটি মটর সাইকেল চুরি হয়।পরবর্তীতে বিভাগীয় সদর দপ্তর কম্পাউন্ডসহ ঢাকা-বরিশাল হাইওয়েতে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হলে, তাতে দেখা যায় অজ্ঞাতনামা এক চোর খালি পায়ে, চাবিবিহীন অবস্থায় মোটরসাইকেলটি নিয়ে যায়। চোর মোটরসাইকেল নিয়ে ঢাকা-বরিশাল হাইওয়ে হয়ে প্রথমে বরিশাল জেলার উজিরপুর ও গৌরনদী থানা এলাকার প্রবেশকালীন চেকপোষ্ট হয়ে ফরিদপুরেরও ভাঙ্গা থানার দিকে চলে যায়।গৌরনদী ও উজিরপুর থানার সাময়িক বরখাস্ত হওয়া পুরিশ সদস্যগনের সেইরাতে মোবাইল ডিউটি থাকা সত্বেও সঠিকভাবে দায়িত্ব পালন করে নি বলে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রতীয়মানও হয়।

শুক্রবার, ০৮ জুলাই ২০২২ , ২৪ আষাড় ১৪২৮ ২৮ জিলহজ ১৪৪৩

দায়িত্ব পালনে গাফিলতি

গৌরনদী-উজিরপুরে ১৪ পুলিশ সাময়িক বরখাস্ত

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

রাত্রী কালিন দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে গৌরনদীর ১০ কর্মকতা ও উজিরপুর মডেল থানার ৪ কর্মকর্তাসহ ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আকতারুজ্জামান। দায়িত্বে অবহেলার কারণে তাদের সাময়িক বরখাস্ত করাসহ বিভাগীয় মামলাও দায়ের করা হবে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন বরিশাল জেলা পুলিশের কর্মকর্তারা। এমনকি এ বিষয়ে এখনও অবগত নন বলে জানিয়েছেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আলবেরণী সহ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে প্রেরিত পুলিশ সুপার কার্যালয়ের একটি স্মারকের বরাতে জানা গেছে সাময়িক বরখাস্ত হওয়া ১৪ জনের মধ্যে ১০ জনই গৌরনদী মডেল থানার।

জানা গেছে, গত ২ জুন (বৃহষ্পতিবার) দিবাগত রাত ৩টা ২০মিনিটে বিভাগীয় সদর দপ্তর কম্পাউন্ডের মধ্যে থাকা গ্যারেজ থেকে ইয়ামাহা একটি মটর সাইকেল চুরি হয়।পরবর্তীতে বিভাগীয় সদর দপ্তর কম্পাউন্ডসহ ঢাকা-বরিশাল হাইওয়েতে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হলে, তাতে দেখা যায় অজ্ঞাতনামা এক চোর খালি পায়ে, চাবিবিহীন অবস্থায় মোটরসাইকেলটি নিয়ে যায়। চোর মোটরসাইকেল নিয়ে ঢাকা-বরিশাল হাইওয়ে হয়ে প্রথমে বরিশাল জেলার উজিরপুর ও গৌরনদী থানা এলাকার প্রবেশকালীন চেকপোষ্ট হয়ে ফরিদপুরেরও ভাঙ্গা থানার দিকে চলে যায়।গৌরনদী ও উজিরপুর থানার সাময়িক বরখাস্ত হওয়া পুরিশ সদস্যগনের সেইরাতে মোবাইল ডিউটি থাকা সত্বেও সঠিকভাবে দায়িত্ব পালন করে নি বলে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রতীয়মানও হয়।