মানিকগঞ্জের ঘিওরে এক রিকশাচালককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত ১০টার দিকে ঘিওর-বরংগাইল সড়কের গোলাপ নগর হেলিপ্যাড এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছে ঘিওর থানা পুলিশ।
জানা গেছে, দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত মো. দুদু শেখ (৫৫) ঘিওরে রিকশা চালিয়ে কোনমতো জীবনযাপন করেন। ঘটনার দিন রাত ১০টার দিকে ঘিওর বটতলা থেকে যাত্রী নিয়ে হ্যালিপ্যাড নামক স্থানে যায়। এক পর্যায়ে কে বা কারা তাকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। তার বাড়ি উপজেলা সদরে ঘিওর পূর্বপাড়া গ্রামে। তিনি মৃত মো. গদা শেখের ছেলে। নিহতের স্ত্রী রাফেজা সাংবাদিকদের কাছে তার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এক পর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
ঘিওর থানা অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তার ছোট ছেলে মো. শফিকুল ইসলাম বাদী হয়ে ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
শুক্রবার, ০৮ জুলাই ২০২২ , ২৪ আষাড় ১৪২৮ ২৮ জিলহজ ১৪৪৩
প্রতিনিধি, মানিকগঞ্জ
মানিকগঞ্জের ঘিওরে এক রিকশাচালককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত ১০টার দিকে ঘিওর-বরংগাইল সড়কের গোলাপ নগর হেলিপ্যাড এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছে ঘিওর থানা পুলিশ।
জানা গেছে, দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত মো. দুদু শেখ (৫৫) ঘিওরে রিকশা চালিয়ে কোনমতো জীবনযাপন করেন। ঘটনার দিন রাত ১০টার দিকে ঘিওর বটতলা থেকে যাত্রী নিয়ে হ্যালিপ্যাড নামক স্থানে যায়। এক পর্যায়ে কে বা কারা তাকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। তার বাড়ি উপজেলা সদরে ঘিওর পূর্বপাড়া গ্রামে। তিনি মৃত মো. গদা শেখের ছেলে। নিহতের স্ত্রী রাফেজা সাংবাদিকদের কাছে তার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এক পর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
ঘিওর থানা অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তার ছোট ছেলে মো. শফিকুল ইসলাম বাদী হয়ে ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।