ডি-লিংকের আসল নেটওয়ার্কিং পণ্য চেনার উপায়

নেটওয়ার্কিং পণ্যের সরবরাহকারী প্রতিষ্ঠান ডি-লিংক দীর্ঘ ৩০ বছর বাংলাদেশে তাদের নেটওয়ার্কিং পণ্য বাজারজাত করে আসছে। ডি-লিংকের সুইচ, নেটওয়ার্ক ক্যাট-৬ ক্যাবল ও এক্সেসরিজ, সিসি ক্যামেরা, রাউটার ও অন্যান্য ওয়াই-ফাই পণ্য বাজারে পাওয়া যাচ্ছে।

বিক্রয়োত্তর গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্যে ডি-লিংক বাংলাদেশে সার্ভিস সেন্টার স্থাপন করেছে। তাই ডি-লিংক (বাংলাদেশ) গ্রাহকদের আসল পণ্য কেনার বিষয়ে সচেতন থাকতে অনুরোধ করেছে। সম্প্রতি দেশের বিভিন্ন কম্পিউটার হার্ডওয়্যার বিক্রির দোকানে বা অনলাইন ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ডি-লিংক ব্র্যান্ডের লোগো/ট্রেডমার্ক ব্যবহার করে নকল ও অত্যন্ত নিম্নমানের পণ্য বিক্রি হতে দেখা যাচ্ছে। পণ্যটি কেনার পর এ থেকে কাঙ্খিত সেবা না পাওয়ায় প্রতারিত এবং আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রাহক। তাই আসল ডি-লিংক পণ্য যাচাই করে ক্রেতাদের কেনার আহ্বান জানিয়েছে ডি-লিংক কর্তৃপক্ষ।

ডি-লিংকের ক্যাট-৬ নেটওয়ার্কিং ক্যাবল ও এক্সেসরিজ সিরিয়াল ছাড়া হওয়ায় কিছু অসাধু আমদানীকারক/কোম্পানি বিশেষ করে ক্যাট-৬ নেটওয়ার্কিং ক্যাবল অধিক জনপ্রিয়তার কারণে ডি-লিংক ব্র্যান্ডের লোগো/ট্রেডমার্ক ব্যবহার করে বিভিন্ন রঙ্গিন বক্স এর মাধ্যমে নকল ক্যাট-৬ নেটওয়ার্কিং ক্যাবল ও এক্সেসরিজ পণ্য বাজারে বিক্রি করে ক্রেতাদের প্রতারিত করে যাচ্ছে। আসল ডি-লিংক পণ্য চেনার জন্য বিশেষ ব্যবস্থা করেছে ডি-লিংক। প্রতিটি পণ্যেও সঙ্গে রয়েছে বিশেষ নিরাপত্তা স্টিকার। তাতে দেওয়া আছে একটি কিউআর কোড। মোবাইল ফোন দিয়ে এটি স্ক্যান করলে ডি-লিংকের পণ্যটি আসল কিনা তা যাচাই করার সুযোগ থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ০৮ জুলাই ২০২২ , ২৪ আষাড় ১৪২৮ ২৮ জিলহজ ১৪৪৩

ডি-লিংকের আসল নেটওয়ার্কিং পণ্য চেনার উপায়

image

নেটওয়ার্কিং পণ্যের সরবরাহকারী প্রতিষ্ঠান ডি-লিংক দীর্ঘ ৩০ বছর বাংলাদেশে তাদের নেটওয়ার্কিং পণ্য বাজারজাত করে আসছে। ডি-লিংকের সুইচ, নেটওয়ার্ক ক্যাট-৬ ক্যাবল ও এক্সেসরিজ, সিসি ক্যামেরা, রাউটার ও অন্যান্য ওয়াই-ফাই পণ্য বাজারে পাওয়া যাচ্ছে।

বিক্রয়োত্তর গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্যে ডি-লিংক বাংলাদেশে সার্ভিস সেন্টার স্থাপন করেছে। তাই ডি-লিংক (বাংলাদেশ) গ্রাহকদের আসল পণ্য কেনার বিষয়ে সচেতন থাকতে অনুরোধ করেছে। সম্প্রতি দেশের বিভিন্ন কম্পিউটার হার্ডওয়্যার বিক্রির দোকানে বা অনলাইন ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ডি-লিংক ব্র্যান্ডের লোগো/ট্রেডমার্ক ব্যবহার করে নকল ও অত্যন্ত নিম্নমানের পণ্য বিক্রি হতে দেখা যাচ্ছে। পণ্যটি কেনার পর এ থেকে কাঙ্খিত সেবা না পাওয়ায় প্রতারিত এবং আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রাহক। তাই আসল ডি-লিংক পণ্য যাচাই করে ক্রেতাদের কেনার আহ্বান জানিয়েছে ডি-লিংক কর্তৃপক্ষ।

ডি-লিংকের ক্যাট-৬ নেটওয়ার্কিং ক্যাবল ও এক্সেসরিজ সিরিয়াল ছাড়া হওয়ায় কিছু অসাধু আমদানীকারক/কোম্পানি বিশেষ করে ক্যাট-৬ নেটওয়ার্কিং ক্যাবল অধিক জনপ্রিয়তার কারণে ডি-লিংক ব্র্যান্ডের লোগো/ট্রেডমার্ক ব্যবহার করে বিভিন্ন রঙ্গিন বক্স এর মাধ্যমে নকল ক্যাট-৬ নেটওয়ার্কিং ক্যাবল ও এক্সেসরিজ পণ্য বাজারে বিক্রি করে ক্রেতাদের প্রতারিত করে যাচ্ছে। আসল ডি-লিংক পণ্য চেনার জন্য বিশেষ ব্যবস্থা করেছে ডি-লিংক। প্রতিটি পণ্যেও সঙ্গে রয়েছে বিশেষ নিরাপত্তা স্টিকার। তাতে দেওয়া আছে একটি কিউআর কোড। মোবাইল ফোন দিয়ে এটি স্ক্যান করলে ডি-লিংকের পণ্যটি আসল কিনা তা যাচাই করার সুযোগ থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি।