বিসিকের উদ্যোগ যশোরে পশুর হাটে লবণ বিক্রয়কেন্দ্র

পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সুবিধার্থে যশোরের কোরবানির হাটে লবণ বিক্রয়কেন্দ্র চালু করেছে বিসিক কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার বিকেলে যশোর সদর উপজেলার সাতমাইল বারীনগর ও রামনগর পশুর হাটে এই বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন বিসিক যশোরের উপমহাব্যবস্থাপক মো. গোলাম হাফিজ।

দুই হাটে পশু কিনতে আসা ২০০ জনের মধ্যে ৫ কেজি করে লবণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এ সময় চামড়া সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে হাটের মানুষের মধ্যে প্রচারপত্রও বিতরণ করা হয়।

‘দেশের সম্পদ কোরবানির চামড়া, লবণ দিয়ে রক্ষা করব আমরা’ সেøাগানে প্রথমে সাতমাইল বারীনগর পশুর হাটে বিনামূল্যে লবণ বিতরণ শুরু করা হয়। পরে রামনগর পশুর হাটে আসা ক্রেতাদের মধ্যে লবণ বিতরণ করা হয়। জানতে চাইলে বিসিক যশোরের উপমহাব্যবস্থাপক মো. গোলাম হাফিজ বলেন, ‘ভোক্তা পর্যায়ে লবণের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে পশুর হাটে লবণের বিক্রয়কেন্দ্র স্থাপন করেছি।’

শনিবার, ০৯ জুলাই ২০২২ , ২৫ আষাড় ১৪২৮ ২৯ জিলহজ ১৪৪৩

বিসিকের উদ্যোগ যশোরে পশুর হাটে লবণ বিক্রয়কেন্দ্র

যশোর অফিস

পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সুবিধার্থে যশোরের কোরবানির হাটে লবণ বিক্রয়কেন্দ্র চালু করেছে বিসিক কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার বিকেলে যশোর সদর উপজেলার সাতমাইল বারীনগর ও রামনগর পশুর হাটে এই বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন বিসিক যশোরের উপমহাব্যবস্থাপক মো. গোলাম হাফিজ।

দুই হাটে পশু কিনতে আসা ২০০ জনের মধ্যে ৫ কেজি করে লবণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এ সময় চামড়া সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে হাটের মানুষের মধ্যে প্রচারপত্রও বিতরণ করা হয়।

‘দেশের সম্পদ কোরবানির চামড়া, লবণ দিয়ে রক্ষা করব আমরা’ সেøাগানে প্রথমে সাতমাইল বারীনগর পশুর হাটে বিনামূল্যে লবণ বিতরণ শুরু করা হয়। পরে রামনগর পশুর হাটে আসা ক্রেতাদের মধ্যে লবণ বিতরণ করা হয়। জানতে চাইলে বিসিক যশোরের উপমহাব্যবস্থাপক মো. গোলাম হাফিজ বলেন, ‘ভোক্তা পর্যায়ে লবণের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে পশুর হাটে লবণের বিক্রয়কেন্দ্র স্থাপন করেছি।’