চুনারুঘাটে ২শ’ বোতল মদসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় ২০০ বোতল ক্ল মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চিমটিবিল বিজিবি। মাদক কারবারিরা হলেন, উপজেলার ১নম্বর গাজিপুর ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের রুপম মিয়া (৩০) ও ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা -বাগানের রূপেস মুন্ডা (২৯)।

শনিবার, ০৯ জুলাই ২০২২ , ২৫ আষাড় ১৪২৮ ২৯ জিলহজ ১৪৪৩

চুনারুঘাটে ২শ’ বোতল মদসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)

হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় ২০০ বোতল ক্ল মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চিমটিবিল বিজিবি। মাদক কারবারিরা হলেন, উপজেলার ১নম্বর গাজিপুর ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের রুপম মিয়া (৩০) ও ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা -বাগানের রূপেস মুন্ডা (২৯)।