হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় ২০০ বোতল ক্ল মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চিমটিবিল বিজিবি। মাদক কারবারিরা হলেন, উপজেলার ১নম্বর গাজিপুর ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের রুপম মিয়া (৩০) ও ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা -বাগানের রূপেস মুন্ডা (২৯)।
শনিবার, ০৯ জুলাই ২০২২ , ২৫ আষাড় ১৪২৮ ২৯ জিলহজ ১৪৪৩
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় ২০০ বোতল ক্ল মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চিমটিবিল বিজিবি। মাদক কারবারিরা হলেন, উপজেলার ১নম্বর গাজিপুর ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের রুপম মিয়া (৩০) ও ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা -বাগানের রূপেস মুন্ডা (২৯)।