‘শ্রমিকের ঈদ আনন্দ’ নিয়ে আসছেন শাইখ সিরাজ

প্রতি ঈদে চ্যানেল আইতে শাইখ সিরাজের গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচার হয়। কিন্তু এই ঈদুল আজহায় শাইখ সিরাজ আসছেন ‘শ্রমিকের ঈদ আনন্দ’ নিয়ে। ঈদের পরদিন বিকাল সাড়ে ৪টায় চ্যানেল আইয়ে অনুষ্ঠানটি প্রচার হবে। অনুষ্ঠানটির নির্মাতা শাইখ সিরাজ বলেন, ‘আমি সাধারণত কৃষকদের নিয়ে কাজ করি। প্রতি বছর ঈদে কৃষকদের বিনোদনের জন্য কৃষকদের অংশগ্রহণে নির্মাণ করি কৃষকের ঈদ আনন্দ। কিন্তু এই ঈদে আমি শ্রমিকদের অংশগ্রহণে নির্মাণ করেছি শ্রমিকের ঈদ আনন্দ। কৃষি ছাড়া আমাদের অর্থনীতির দুই প্রধান খাত রেমিটেন্স ও তৈরি পোশাক খাতে যে শ্রমিকরা শ্রম দিচ্ছেন তারা সবাই মূলত কৃষকের সন্তান। এই শ্রমিকের উপার্জনের বড় একটি অংশ বিনিয়োগ হয় কৃষিখাত ও গ্রামীণ আর্থ-সামাজিক কর্মকান্ডে। তাই কৃষকের পাশাপাশি শ্রমিকদের অবদানকেও সম্মান জানাতে ‘শ্রমিকের ঈদ আনন্দ’ গাজীপুরের টঙ্গীতে অবস্থিত পরিবেশ বান্ধব কারখানার ছাদে ও কারখানা প্রাঙ্গনে কারখানার শ্রমিকদের নিয়ে এ আয়োজন করা হয়েছে।

শনিবার, ০৯ জুলাই ২০২২ , ২৫ আষাড় ১৪২৮ ২৯ জিলহজ ১৪৪৩

‘শ্রমিকের ঈদ আনন্দ’ নিয়ে আসছেন শাইখ সিরাজ

বিনোদন প্রতিবেদক

image

প্রতি ঈদে চ্যানেল আইতে শাইখ সিরাজের গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচার হয়। কিন্তু এই ঈদুল আজহায় শাইখ সিরাজ আসছেন ‘শ্রমিকের ঈদ আনন্দ’ নিয়ে। ঈদের পরদিন বিকাল সাড়ে ৪টায় চ্যানেল আইয়ে অনুষ্ঠানটি প্রচার হবে। অনুষ্ঠানটির নির্মাতা শাইখ সিরাজ বলেন, ‘আমি সাধারণত কৃষকদের নিয়ে কাজ করি। প্রতি বছর ঈদে কৃষকদের বিনোদনের জন্য কৃষকদের অংশগ্রহণে নির্মাণ করি কৃষকের ঈদ আনন্দ। কিন্তু এই ঈদে আমি শ্রমিকদের অংশগ্রহণে নির্মাণ করেছি শ্রমিকের ঈদ আনন্দ। কৃষি ছাড়া আমাদের অর্থনীতির দুই প্রধান খাত রেমিটেন্স ও তৈরি পোশাক খাতে যে শ্রমিকরা শ্রম দিচ্ছেন তারা সবাই মূলত কৃষকের সন্তান। এই শ্রমিকের উপার্জনের বড় একটি অংশ বিনিয়োগ হয় কৃষিখাত ও গ্রামীণ আর্থ-সামাজিক কর্মকান্ডে। তাই কৃষকের পাশাপাশি শ্রমিকদের অবদানকেও সম্মান জানাতে ‘শ্রমিকের ঈদ আনন্দ’ গাজীপুরের টঙ্গীতে অবস্থিত পরিবেশ বান্ধব কারখানার ছাদে ও কারখানা প্রাঙ্গনে কারখানার শ্রমিকদের নিয়ে এ আয়োজন করা হয়েছে।