শিনজো আবে’র মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

বিশ্ব নেতাদের শোক ও নিন্দা

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক এবং সমবেদনা জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শোক প্রকাশের পাশাপাশি ‘নৃশংস এই হত্যাকা-ের তীব্র নিন্দা’ জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

২০১৪ সালে তিনি ঢাকা সফরে এলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে তার সাক্ষাৎ হয়েছিল। সে সময় দুই দেশের সম্পর্কোন্নয়নে আলোচনার পাশাপাশি বঙ্গভবনের পরিদর্শন বইতে তিনি স্বাক্ষর করেছিলেন। দুই দফায় জাপানের প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি টানা সবচেয়ে বেশিদিন দেশটির সরকার চালানোর রেকর্ড গড়া আবে ২০২০ সালে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে প্রধানমন্ত্রিত্ব ছাড়েন। গতকাল দলের হয়ে ভোটের প্রচারে গিয়ে আততায়ীর গুলিতে তিনি নিহত হন।

শিনজো নারা সিটিতে নির্বাচনী প্রচারণার জন্য ভাষণ দিচ্ছিলেন। জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রচার কর্মসূচিতে শিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, হত্যার চেষ্টার অভিযোগে নারা সিটিতে ৪১ বছর বয়সী ইয়ামাগামী তেতসুয়াকে গ্রেপ্তার করেছে। সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে একটি বন্দুক জব্দ করা হয়। জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। অসুস্থতার কারণে ২০২০ সালের আগস্টের শেষে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শিনজো আবে।

শিনজো আবে আমার ঘনিষ্ঠজন ছিলেন : মোমেন

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিনজো আবে আমার ঘনিষ্ঠজন ছিলেন। তিনি বাংলাদেশেরও বন্ধু ছিলেন। শিনজো আবের ওপর গুলি চালানোর ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক উল্লেখ করে ড. মোমেন বলেন, তার মৃত্যুতে জাপানের জনগণ এক অসাধারণ নেতাকে হারাল। একইসঙ্গে বাংলাদেশ হারাল তার একজন অকৃত্রিম বন্ধুকে। পররাষ্ট্রমন্ত্রী তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং আবের শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং জাপানের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

আবেকে গুলি করে হত্যা, বিশ্বনেতাদের নিন্দা :

শিনজো আবেকে হত্যার ঘটনায় বিশ্বের বিভিন্ন নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, আমরা হুট করে ঘটে যাওয়া এই ঘটনা লক্ষ্য করেছি এবং আমরা শোকাহত। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং বলেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলিবিদ্ধ করার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এটি সহিংসতার একটি বিবেকহীন কাজ।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও শিনজো আবেকে গুলির ঘটনায় শোক জানিয়েছেন। তিনি বলেন, এই ঘটনা জেনে আমি শোকাহত। পশ্চিমাদের সামরিক জোট নেটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ শিনজো আবের ঘটনায় গভীরভাবে মর্মাহত বলে জানিয়েছেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন শিনজো আবের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী হওয়ার পর যার যেসব নেতাদের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেছিলাম এর মধ্যে তিনি একজন।

শিনজো আবের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আমার প্রিয় বন্ধু আবের ওপর হামলায় গভীরভাবে ব্যথিত আমি।

এছাড়া শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ। দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, তাইওয়ানের প্রেসিডেন্ট। এছাড়া শোক ও নিন্দা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

শনিবার, ০৯ জুলাই ২০২২ , ২৫ আষাড় ১৪২৮ ২৯ জিলহজ ১৪৪৩

শিনজো আবে’র মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

বিশ্ব নেতাদের শোক ও নিন্দা

নিজস্ব বার্তা পরিবেশক

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক এবং সমবেদনা জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শোক প্রকাশের পাশাপাশি ‘নৃশংস এই হত্যাকা-ের তীব্র নিন্দা’ জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

২০১৪ সালে তিনি ঢাকা সফরে এলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে তার সাক্ষাৎ হয়েছিল। সে সময় দুই দেশের সম্পর্কোন্নয়নে আলোচনার পাশাপাশি বঙ্গভবনের পরিদর্শন বইতে তিনি স্বাক্ষর করেছিলেন। দুই দফায় জাপানের প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি টানা সবচেয়ে বেশিদিন দেশটির সরকার চালানোর রেকর্ড গড়া আবে ২০২০ সালে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে প্রধানমন্ত্রিত্ব ছাড়েন। গতকাল দলের হয়ে ভোটের প্রচারে গিয়ে আততায়ীর গুলিতে তিনি নিহত হন।

শিনজো নারা সিটিতে নির্বাচনী প্রচারণার জন্য ভাষণ দিচ্ছিলেন। জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রচার কর্মসূচিতে শিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, হত্যার চেষ্টার অভিযোগে নারা সিটিতে ৪১ বছর বয়সী ইয়ামাগামী তেতসুয়াকে গ্রেপ্তার করেছে। সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে একটি বন্দুক জব্দ করা হয়। জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। অসুস্থতার কারণে ২০২০ সালের আগস্টের শেষে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শিনজো আবে।

শিনজো আবে আমার ঘনিষ্ঠজন ছিলেন : মোমেন

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিনজো আবে আমার ঘনিষ্ঠজন ছিলেন। তিনি বাংলাদেশেরও বন্ধু ছিলেন। শিনজো আবের ওপর গুলি চালানোর ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক উল্লেখ করে ড. মোমেন বলেন, তার মৃত্যুতে জাপানের জনগণ এক অসাধারণ নেতাকে হারাল। একইসঙ্গে বাংলাদেশ হারাল তার একজন অকৃত্রিম বন্ধুকে। পররাষ্ট্রমন্ত্রী তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং আবের শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং জাপানের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

আবেকে গুলি করে হত্যা, বিশ্বনেতাদের নিন্দা :

শিনজো আবেকে হত্যার ঘটনায় বিশ্বের বিভিন্ন নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, আমরা হুট করে ঘটে যাওয়া এই ঘটনা লক্ষ্য করেছি এবং আমরা শোকাহত। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং বলেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলিবিদ্ধ করার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এটি সহিংসতার একটি বিবেকহীন কাজ।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও শিনজো আবেকে গুলির ঘটনায় শোক জানিয়েছেন। তিনি বলেন, এই ঘটনা জেনে আমি শোকাহত। পশ্চিমাদের সামরিক জোট নেটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ শিনজো আবের ঘটনায় গভীরভাবে মর্মাহত বলে জানিয়েছেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন শিনজো আবের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী হওয়ার পর যার যেসব নেতাদের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেছিলাম এর মধ্যে তিনি একজন।

শিনজো আবের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আমার প্রিয় বন্ধু আবের ওপর হামলায় গভীরভাবে ব্যথিত আমি।

এছাড়া শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ। দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, তাইওয়ানের প্রেসিডেন্ট। এছাড়া শোক ও নিন্দা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।