‘নাট্যজগৎ প্রিয় আম্মাকে হারালেন’

দেড়শ’ চলচ্চিত্রে অভিনয় করেন শর্মিলী

ছোট ও বড় পর্দার কিংবদন্তি অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই। গতকাল সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘৭৫ বছর বয়সী শর্মিলী আহমেদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত বৃহস্পতিবার রাতে হাসপাতাল থেকে উত্তরার বাসায় নেয়ার পর গতকাল সকালে তার মৃত্যু হয়।’

শর্মিলী আহমেদ বাংলা সিনেমা ও টেলিভিশনে অভিনয় করেছেন দীর্ঘদিন। আশি ও নব্বইয়ের দশকে তাকে এত বেশি সিনেমা আর নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন যে তার ওই ভূমিকাই অনেক দর্শকের মনেই দাগ কেটে আছে।

সংসদ সদস্য অভিনেত্রী সুবর্ণা মুস্তফা এক ফেইসবুক পোস্টে লিখেছেন, ‘আমাদের সময়ের অসাধারণ এক অভিনয় শিল্পী, আমার প্রিয় চাচি আজ সকালে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আত্মার শান্তি কামনা করছি। তার প্রয়াণে গোটা নাট্যজগৎ তাদের প্রিয় ‘আম্মা’কে হারালেন।

শর্মিলী আহমেদের বোন ওয়াহিদা মল্লিক জলি জানান, বনানীতে তার স্বামী রকিব উদ্দিন আহমেদের কবরে তাকে সমাহিত করা হবে। ১৯৪৭ সালের ৮ মে জন্ম নেয়া শর্মিলী আহমেদ ১৯৬৪ সালে অভিনয় পেশা শুরু করেন। ১৯৬২ সালে রেডিওতে এবং ১৯৬৪ সালে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে কাজ করেন। ১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত আগুন নাটকে প্রথমবারের মত মায়ের ভূমিকায় অভিনয় শুরু করে আমৃত্যু এই চরিত্রে সফলভাবে কাজ করে গেছেন।

শর্মিলী আহমেদের আনুষ্ঠানিক নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে মুর্শিদাবাদের বেলুর চাকে তার জন্ম হয়। রাজশাহী পিএন গার্লস হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু করেন ১৯৬৪ সালে। সে সময় রাজশাহী বেতারেও তিনি প্রচুর কাজ করেছেন।

বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পত্তিসহ বিভিন্ন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান শর্মিলী আহমেদ। সুভাষ দত্ত পরিচালিত আলিঙ্গন, আয়না ও অবশিষ্ট, আর্বিভাব সিনেমাতও তিনি কাজ করেছেন। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও সিনেমায় নানা চরিত্রে তাকে দেখা গেছে। তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় দেড়শ’, নাটক করেছেন চারশ’র মতো।

শর্মিলী আহমেদের স্বামী রকিব উদ্দিন আহমেদও একজন পরিচালক ছিলেন। তার নির্মিত পলাতক সিনেমায় অভিনয় করেছিলেন স্ত্রী শর্মিলী।

শনিবার, ০৯ জুলাই ২০২২ , ২৫ আষাড় ১৪২৮ ২৯ জিলহজ ১৪৪৩

‘নাট্যজগৎ প্রিয় আম্মাকে হারালেন’

দেড়শ’ চলচ্চিত্রে অভিনয় করেন শর্মিলী

নিজস্ব বার্তা পরিবেশক

image

ছোট ও বড় পর্দার কিংবদন্তি অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই। গতকাল সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘৭৫ বছর বয়সী শর্মিলী আহমেদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত বৃহস্পতিবার রাতে হাসপাতাল থেকে উত্তরার বাসায় নেয়ার পর গতকাল সকালে তার মৃত্যু হয়।’

শর্মিলী আহমেদ বাংলা সিনেমা ও টেলিভিশনে অভিনয় করেছেন দীর্ঘদিন। আশি ও নব্বইয়ের দশকে তাকে এত বেশি সিনেমা আর নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন যে তার ওই ভূমিকাই অনেক দর্শকের মনেই দাগ কেটে আছে।

সংসদ সদস্য অভিনেত্রী সুবর্ণা মুস্তফা এক ফেইসবুক পোস্টে লিখেছেন, ‘আমাদের সময়ের অসাধারণ এক অভিনয় শিল্পী, আমার প্রিয় চাচি আজ সকালে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আত্মার শান্তি কামনা করছি। তার প্রয়াণে গোটা নাট্যজগৎ তাদের প্রিয় ‘আম্মা’কে হারালেন।

শর্মিলী আহমেদের বোন ওয়াহিদা মল্লিক জলি জানান, বনানীতে তার স্বামী রকিব উদ্দিন আহমেদের কবরে তাকে সমাহিত করা হবে। ১৯৪৭ সালের ৮ মে জন্ম নেয়া শর্মিলী আহমেদ ১৯৬৪ সালে অভিনয় পেশা শুরু করেন। ১৯৬২ সালে রেডিওতে এবং ১৯৬৪ সালে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে কাজ করেন। ১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত আগুন নাটকে প্রথমবারের মত মায়ের ভূমিকায় অভিনয় শুরু করে আমৃত্যু এই চরিত্রে সফলভাবে কাজ করে গেছেন।

শর্মিলী আহমেদের আনুষ্ঠানিক নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে মুর্শিদাবাদের বেলুর চাকে তার জন্ম হয়। রাজশাহী পিএন গার্লস হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু করেন ১৯৬৪ সালে। সে সময় রাজশাহী বেতারেও তিনি প্রচুর কাজ করেছেন।

বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পত্তিসহ বিভিন্ন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান শর্মিলী আহমেদ। সুভাষ দত্ত পরিচালিত আলিঙ্গন, আয়না ও অবশিষ্ট, আর্বিভাব সিনেমাতও তিনি কাজ করেছেন। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও সিনেমায় নানা চরিত্রে তাকে দেখা গেছে। তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় দেড়শ’, নাটক করেছেন চারশ’র মতো।

শর্মিলী আহমেদের স্বামী রকিব উদ্দিন আহমেদও একজন পরিচালক ছিলেন। তার নির্মিত পলাতক সিনেমায় অভিনয় করেছিলেন স্ত্রী শর্মিলী।