সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন কুষ্টিয়ায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা। গতকাল বেলা ১১টার দিকে কুষ্টিয়া পৌর গোরস্থানে রুবেলের জানাজা শেষে লাশ দাফন করা হয়।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিক রুবেলের হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে গোরস্থান থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাংবাদিকরা। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে মজমপুর গেটে গিয়ে কুষ্টিয়া-ঈশ^রদী মহাসড়ক অবরোধ করা হয়।

সমাবেশে বক্তারা হাসিবুর রহমান রুবেলের হত্যার ঘটনাটি প্রশাসনের ব্যর্থতা উল্লেখ করে পুলিশ সুপার খাইরুল আলমের প্রত্যাহারের দাবি করেন। অবরোধে কুষ্টিয়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, এডিটরস ফোরামের নেতারাসহ সর্বস্তরের সাংবাদিকরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, শরীফ বিশ^াস, মজিবুল শেখ, সোহেল রানা, হাসান আলী, মিলন উল্লাহ প্রমুখ।

সাংবাদিকরা ঘণ্টাব্যপী সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ¦ালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। অবরোধের কারণে কুষ্টিয়া-ঈশ^রদী, কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের উভয় পাশে এক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম সাংবাদিকদের শান্ত করার চেষ্টা করেন। তিনি সাংবাদিকদের যৌক্তিক দাবির সঙ্গে একমত প্রকাশ করেন। তিনি বলেন, পুলিশ রুবেল হত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে কাজ করছে। যেকোন সময় হত্যার সঙ্গে জড়িতদের আটক করা হবে।

উল্লেখ্য গত ৩ জুলাই রাত ৯টার দিকে শহরের সিঙ্গার মোড়ে তার পত্রিকা অফিসে থাকা অবস্থায় রুবেলের মোবাইলে একটি কল আসে। এরপর তিনি অফিস পিয়নকে ‘বাইরে থেকে আসছি’ বলে বের হন। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। পরে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় জিডি করে তার পরিবার। গত বৃহস্পতিবার দুপুরের দিকে কুমারখালীর তেবাড়িয়া এলাকায় নির্মাণাধীন সেতুর নিচে গড়াই নদ থেকে রুবেলের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক নতুন সময়ের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন।

শনিবার, ০৯ জুলাই ২০২২ , ২৫ আষাড় ১৪২৮ ২৯ জিলহজ ১৪৪৩

সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া

কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন কুষ্টিয়ায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা। গতকাল বেলা ১১টার দিকে কুষ্টিয়া পৌর গোরস্থানে রুবেলের জানাজা শেষে লাশ দাফন করা হয়।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিক রুবেলের হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে গোরস্থান থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাংবাদিকরা। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে মজমপুর গেটে গিয়ে কুষ্টিয়া-ঈশ^রদী মহাসড়ক অবরোধ করা হয়।

সমাবেশে বক্তারা হাসিবুর রহমান রুবেলের হত্যার ঘটনাটি প্রশাসনের ব্যর্থতা উল্লেখ করে পুলিশ সুপার খাইরুল আলমের প্রত্যাহারের দাবি করেন। অবরোধে কুষ্টিয়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, এডিটরস ফোরামের নেতারাসহ সর্বস্তরের সাংবাদিকরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, শরীফ বিশ^াস, মজিবুল শেখ, সোহেল রানা, হাসান আলী, মিলন উল্লাহ প্রমুখ।

সাংবাদিকরা ঘণ্টাব্যপী সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ¦ালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। অবরোধের কারণে কুষ্টিয়া-ঈশ^রদী, কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের উভয় পাশে এক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম সাংবাদিকদের শান্ত করার চেষ্টা করেন। তিনি সাংবাদিকদের যৌক্তিক দাবির সঙ্গে একমত প্রকাশ করেন। তিনি বলেন, পুলিশ রুবেল হত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে কাজ করছে। যেকোন সময় হত্যার সঙ্গে জড়িতদের আটক করা হবে।

উল্লেখ্য গত ৩ জুলাই রাত ৯টার দিকে শহরের সিঙ্গার মোড়ে তার পত্রিকা অফিসে থাকা অবস্থায় রুবেলের মোবাইলে একটি কল আসে। এরপর তিনি অফিস পিয়নকে ‘বাইরে থেকে আসছি’ বলে বের হন। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। পরে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় জিডি করে তার পরিবার। গত বৃহস্পতিবার দুপুরের দিকে কুমারখালীর তেবাড়িয়া এলাকায় নির্মাণাধীন সেতুর নিচে গড়াই নদ থেকে রুবেলের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক নতুন সময়ের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন।