পুঁজিবাজারের উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ব্যাংক-বিএসইসি

দেশের অর্থনীতির স্বার্থে পুঁজিবাজারের উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আবদুর রউফ তালুকদারের কার্যালয়ে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম সৌজন্য সাক্ষাৎকালে নতুন গভর্নর এ কথা বলেন।

আবদুর রউফ তালুকদার বলেন, ‘পুঁজিবাজার উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে। তবে পুঁজিবাজারে যাতে সবাই নির্ভয়ে বিনিয়োগ করতে পারে, সেটি বিএসইসিকে নিশ্চিত করতে হবে।’

বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে এ সময় বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ ও আবদুল হালিম উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ , ৩০ আষাঢ় ১৪২৯ ১৫ জিলহজ ১৪৪৩

পুঁজিবাজারের উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ব্যাংক-বিএসইসি

নিজস্ব বার্তা পরিবেশক

দেশের অর্থনীতির স্বার্থে পুঁজিবাজারের উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আবদুর রউফ তালুকদারের কার্যালয়ে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম সৌজন্য সাক্ষাৎকালে নতুন গভর্নর এ কথা বলেন।

আবদুর রউফ তালুকদার বলেন, ‘পুঁজিবাজার উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে। তবে পুঁজিবাজারে যাতে সবাই নির্ভয়ে বিনিয়োগ করতে পারে, সেটি বিএসইসিকে নিশ্চিত করতে হবে।’

বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে এ সময় বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ ও আবদুল হালিম উপস্থিত ছিলেন।