বাজারে ওয়ালটনের নতুন ৬টি মডেলের অল-ইন-ওয়ান পিসি

নতুন ৬টি মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারে ছেড়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কম্পিউটার বিভাগ। ইউনিফাই এ২৪ এবং এইচ২৪ সিরিজের অল-ইন-ওয়ান কম্পিউটারগুলো দেখতে যেমন নজরকাড়া ডিজাইনের, তেমনি অত্যাধুনিক সব ফিচারে ভরপুর। মডেলভেদে ডিভাইসগুলোর দাম ৬৪,৮৫০ টাকা থেকে ৯৭,৫৫০ টাকার মধ্যে।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুর রহমান রাদ জানান, ইউনিফাই এ২৪ এবং এইচ২৪ সিরিজের অল-ইন-ওয়ান কম্পিউটারগুলোতে মডেলভেদে ব্যবহৃত হয়েছে ইন্টেলের দশম ও একাদশ প্রজন্মের কোরআই সেভেন, কোরআই ফাইভ এবং কোরআই থ্রি প্রসেসর, ইন্টেল এইচ৫১০ চিপসেট, ইন্টেল ইউএইচডি ৬৩০ এবং ৭৫০ গ্রাফিক্স, ২৬৬৬ এবং ৩২০০ মেগাহার্টস গতিসম্পন্ন ডুয়াল চ্যানেল ৮ জিবি ডিডিআরফোর র‌্যাম, যা ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সপান্ড করা যাবে। সব মডেলে ৫১২ গিগাবাইট এসএসডি স্টোরেজ ব্যবস্থা রাখা হয়েছে।

সব মডেলে রয়েছে ২৩.৮ ইঞ্চি এন্টি গ্লেয়ার ফুল এইচডি ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। ইথারনেট ল্যান পোর্ট ছাড়াও রয়েছে বিল্ট ইন ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, হাই-ডেফিনেশন বিল্ট ইন স্পিকার, ৫.০ মেগাপিক্সেল ক্যামেরা ইত্যাদি। অল-ইন-ওয়ান পিসিতে ২ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ , ৩০ আষাঢ় ১৪২৯ ১৫ জিলহজ ১৪৪৩

বাজারে ওয়ালটনের নতুন ৬টি মডেলের অল-ইন-ওয়ান পিসি

image

নতুন ৬টি মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারে ছেড়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কম্পিউটার বিভাগ। ইউনিফাই এ২৪ এবং এইচ২৪ সিরিজের অল-ইন-ওয়ান কম্পিউটারগুলো দেখতে যেমন নজরকাড়া ডিজাইনের, তেমনি অত্যাধুনিক সব ফিচারে ভরপুর। মডেলভেদে ডিভাইসগুলোর দাম ৬৪,৮৫০ টাকা থেকে ৯৭,৫৫০ টাকার মধ্যে।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুর রহমান রাদ জানান, ইউনিফাই এ২৪ এবং এইচ২৪ সিরিজের অল-ইন-ওয়ান কম্পিউটারগুলোতে মডেলভেদে ব্যবহৃত হয়েছে ইন্টেলের দশম ও একাদশ প্রজন্মের কোরআই সেভেন, কোরআই ফাইভ এবং কোরআই থ্রি প্রসেসর, ইন্টেল এইচ৫১০ চিপসেট, ইন্টেল ইউএইচডি ৬৩০ এবং ৭৫০ গ্রাফিক্স, ২৬৬৬ এবং ৩২০০ মেগাহার্টস গতিসম্পন্ন ডুয়াল চ্যানেল ৮ জিবি ডিডিআরফোর র‌্যাম, যা ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সপান্ড করা যাবে। সব মডেলে ৫১২ গিগাবাইট এসএসডি স্টোরেজ ব্যবস্থা রাখা হয়েছে।

সব মডেলে রয়েছে ২৩.৮ ইঞ্চি এন্টি গ্লেয়ার ফুল এইচডি ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। ইথারনেট ল্যান পোর্ট ছাড়াও রয়েছে বিল্ট ইন ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, হাই-ডেফিনেশন বিল্ট ইন স্পিকার, ৫.০ মেগাপিক্সেল ক্যামেরা ইত্যাদি। অল-ইন-ওয়ান পিসিতে ২ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন। সংবাদ বিজ্ঞপ্তি।