দুই বাইক আরোহীসহ সড়কে ঝরল ৬

বাঁশখালীতে ১

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালীতে বাস-সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও আহত হয়েছেন ৩ জন। গত সোমবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সরল ইউনিয়নের পাইরাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ১ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অপর আহত অটোরিক্সা ড্রাইভারকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখান থেকে পালিয়ে যায় সে।

স্থনীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার সকাল ১০টার দিকে সরল ইউনিয়নের পাইরাং এলাকায় চট্টগ্রাম থেকে বাঁশখালীগামী একটি সিএনজি অটোরিক্সার সঙ্গে বাঁশখালী থেকে চট্টগ্রাম অভিমুখী এস. ডিলাক্স (ঢাকা মেট্রো-জ-১১-০১৬৪) নামক একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিক্সার যাত্রী মীর মোরশেদুল হক (৫০) গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তার বাড়ি সাধনপুর ইউনিয়নের মীর বাড়ি। তিনি শেখেরখীল দারুচ্ছালাম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ঘটনায় আহত হয় সিএনজি অটোরিক্সা চালকসহ শেখেরখীল এলাকার মোজাম্মেল হক (৩০) ও কালীপুর এলাকার অলক দেবনাথ (২২) নামে আরও ২ যাত্রী।

তাদের মধ্যে অলক দেবনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে এবং অপর আহত যাত্রী মোজাম্মেল হককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিএনজি অটোরিক্সা চালককে হাসপাতালে নেয়ার পর কৌশলে পালিয়ে যাওয়ায় তার নাম জানা যায়নি।

এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাপতিত গাড়ি ২টি জব্দ করা হয়েছে।’

সীতাকুণ্ডে ২ নারী

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক মানসিক ভারসাম্যহীন নারীসহ দুই নারী নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টায় উপজেলার ফৌজদারহাটস্থ জলিল গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে প্রায় ১৫/২০ জনের একটি বাইকার গ্রুপ ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। যাওয়ার পথে জলিল গেইট এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে বাঁচতে গিয়ে বহরের একটি মোটর সাইকেল দুর্ঘটনায় পড়ে। এসময় মানসিক ভারসাম্যহীন মহিলাটি এবং মোটর সাইকেল চালকের সাথে থাকা স্ত্রী নিহত হন। এতে মোটরসাইকেল চালকসহ আরো এক পথচারী আহত হন। মোটর সাইকেল চালকের অবস্থাও আশঙ্কাজনক। আহতদের চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, দুর্ঘটনায় গুরুত্বর আহত বাইক আরোহী এক নারীকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। মানসিক ভারসাম্যহীন অপর নারী ঘটনাস্থলে মারা যান। এছাড়া আহত হন আরো দুইজন। তবে তাৎক্ষণিকভাবে মানিসিক ভারসাম্যহীন নারীর নাম ও পরিচয় পাওয়া না গেলেও মোটরসাইকেল আরোহী নারীর নাম আনিকা।

বেগমগঞ্জে ৩

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

গত রোববার ঈদুল আজহার দিন নোয়াখালীর বেগমগঞ্জে সড়কে প্রাণ গেছে সিএনজি চালকসহ তিন জনের। ওইদিন সকালে চৌমুহনী-ফেনী আঞ্চলিক সড়কের সেতুভাঙ্গা বাজার নামক স্থানে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. সোহেল (২২), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৮) ও সিএনজি চালক বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের লেদু মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন হৃদয় (২১)।

এ ঘটনায় আহত সিএনজি যাত্রী বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা মো. ফোরকান উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃদুল কান্তি কুরী জানান, নিহত সোহেল ও আমজাদ, আহত মো. ফোরকান উদ্দিন ফেনীতে চাকরি করে।

রোববার ভোরে ফেনী থেকে গ্রামের বাড়িতে আসার জন্য তারা মোয়াজ্জেম হোসেন হৃদয়ের সিএনজি চালিত অটোরিকশা যোগে রওনা দেয়। সকাল ৫টার দিকে তাদের বহনকারি সিএনজিটি ঘটনাস্থল সেতুভাঙা বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলে সিএনজি চালক মোয়াজ্জেম হোসেন হৃদয় ও মো. সোহেল মারা যায়।

স্থানীয়রা আহত আমজাদ হোসেন ও মো. ফোরকান উদ্দিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমজাদ হোসেনকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। ফোরকান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মৃদুল কান্তি কুরী আরো জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় আপাতত ইউডি মামলা হয়েছে। কোন অভিযোগ পেলে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান হাইওয়ে থানার ওসি।

বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ , ৩০ আষাঢ় ১৪২৯ ১৫ জিলহজ ১৪৪৩

দুই বাইক আরোহীসহ সড়কে ঝরল ৬

image

বাঁশখালীতে ১

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালীতে বাস-সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও আহত হয়েছেন ৩ জন। গত সোমবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সরল ইউনিয়নের পাইরাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ১ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অপর আহত অটোরিক্সা ড্রাইভারকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখান থেকে পালিয়ে যায় সে।

স্থনীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার সকাল ১০টার দিকে সরল ইউনিয়নের পাইরাং এলাকায় চট্টগ্রাম থেকে বাঁশখালীগামী একটি সিএনজি অটোরিক্সার সঙ্গে বাঁশখালী থেকে চট্টগ্রাম অভিমুখী এস. ডিলাক্স (ঢাকা মেট্রো-জ-১১-০১৬৪) নামক একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিক্সার যাত্রী মীর মোরশেদুল হক (৫০) গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তার বাড়ি সাধনপুর ইউনিয়নের মীর বাড়ি। তিনি শেখেরখীল দারুচ্ছালাম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ঘটনায় আহত হয় সিএনজি অটোরিক্সা চালকসহ শেখেরখীল এলাকার মোজাম্মেল হক (৩০) ও কালীপুর এলাকার অলক দেবনাথ (২২) নামে আরও ২ যাত্রী।

তাদের মধ্যে অলক দেবনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে এবং অপর আহত যাত্রী মোজাম্মেল হককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিএনজি অটোরিক্সা চালককে হাসপাতালে নেয়ার পর কৌশলে পালিয়ে যাওয়ায় তার নাম জানা যায়নি।

এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাপতিত গাড়ি ২টি জব্দ করা হয়েছে।’

সীতাকুণ্ডে ২ নারী

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক মানসিক ভারসাম্যহীন নারীসহ দুই নারী নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টায় উপজেলার ফৌজদারহাটস্থ জলিল গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে প্রায় ১৫/২০ জনের একটি বাইকার গ্রুপ ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। যাওয়ার পথে জলিল গেইট এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে বাঁচতে গিয়ে বহরের একটি মোটর সাইকেল দুর্ঘটনায় পড়ে। এসময় মানসিক ভারসাম্যহীন মহিলাটি এবং মোটর সাইকেল চালকের সাথে থাকা স্ত্রী নিহত হন। এতে মোটরসাইকেল চালকসহ আরো এক পথচারী আহত হন। মোটর সাইকেল চালকের অবস্থাও আশঙ্কাজনক। আহতদের চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, দুর্ঘটনায় গুরুত্বর আহত বাইক আরোহী এক নারীকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। মানসিক ভারসাম্যহীন অপর নারী ঘটনাস্থলে মারা যান। এছাড়া আহত হন আরো দুইজন। তবে তাৎক্ষণিকভাবে মানিসিক ভারসাম্যহীন নারীর নাম ও পরিচয় পাওয়া না গেলেও মোটরসাইকেল আরোহী নারীর নাম আনিকা।

বেগমগঞ্জে ৩

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

গত রোববার ঈদুল আজহার দিন নোয়াখালীর বেগমগঞ্জে সড়কে প্রাণ গেছে সিএনজি চালকসহ তিন জনের। ওইদিন সকালে চৌমুহনী-ফেনী আঞ্চলিক সড়কের সেতুভাঙ্গা বাজার নামক স্থানে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. সোহেল (২২), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৮) ও সিএনজি চালক বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের লেদু মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন হৃদয় (২১)।

এ ঘটনায় আহত সিএনজি যাত্রী বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা মো. ফোরকান উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃদুল কান্তি কুরী জানান, নিহত সোহেল ও আমজাদ, আহত মো. ফোরকান উদ্দিন ফেনীতে চাকরি করে।

রোববার ভোরে ফেনী থেকে গ্রামের বাড়িতে আসার জন্য তারা মোয়াজ্জেম হোসেন হৃদয়ের সিএনজি চালিত অটোরিকশা যোগে রওনা দেয়। সকাল ৫টার দিকে তাদের বহনকারি সিএনজিটি ঘটনাস্থল সেতুভাঙা বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলে সিএনজি চালক মোয়াজ্জেম হোসেন হৃদয় ও মো. সোহেল মারা যায়।

স্থানীয়রা আহত আমজাদ হোসেন ও মো. ফোরকান উদ্দিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমজাদ হোসেনকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। ফোরকান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মৃদুল কান্তি কুরী আরো জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় আপাতত ইউডি মামলা হয়েছে। কোন অভিযোগ পেলে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান হাইওয়ে থানার ওসি।