চামড়ার বাজারে ক্রেতা সংকট

ক্রেতা নাথাকায় সিরাজগঞ্জে চামড়া নিয়ে বিপাকে পড়েছে কোরবানী দাতাগণ। প্রতিবছরই কোরবানীর সাথে সাথে চামড়া ব্যাবসায়ীগণ চামড়া ক্রয়ের জন্য বিভিন্ন এলাকায় আসেন । অথচ এবছর চামড়া ক্রয়ের জন্য ক্রেতা না আসায় বিপাকে পড়ে কোরবানী দাতাগন। চামড়া নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা চামড়া বিক্রী করতে না পেরে হতাশ হয়ে পরেন । অবশেষে বাধ্য হয়ে বিভিন্ন মাদ্রাসার লিল্লাহ বোডিং এ চামড়া দান করেছেন বলে জানা গেছে।

চররায়পুর গ্রামের শহিদুল ইসলাম জানান এ বছর কোরবানীর চামড়া ক্রেতা নেই। কোরবানীর পর সন্ধ্যা পর্যন্ত চামড়া বিক্রী করতে না পেরে বাধ্য হয়ে মাদ্রাসায় দেয়া হয়েছে । জানা গেছে পৌরস এলাকার চররায়পুর মহল্লায় একটি দেড় লাখ টাকার গরুর চামড়া মাত্র ৬শ টাকা দাম হওয়ায় কোরবানী দাতা বাধ্য হয়ে মাদ্রাসায় দান করেন । চামড়া ব্যাবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে চামড়া ক্রয় না করায় কোরবানী দাতাগন ব্পিাকে পরে। ফলে তারা নামমাত্র মূল্যে চামড়া দিতে বাধ্য হয় । এতে গরীবের হক নষ্ট করা হয়েছে ।

তারা জানান একটি সাধারণ মানের চামড়ার স্যান্ডেল ক্রয় করতে দুই আড়াই হাজার টাকা লাগে সেখানে চামড়ার এত কম দাম কোন বুঝে আসে না। সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ীরা নামমাত্র মূল্যে চামড়া ক্রয় করে গরীবের হক নষ্ট করল । এ অবস্থায় সরকারের পদক্ষেপ নেয়া উচিত বলে কোরবানী দাতাগন মনে করেন ।

এ ব্যাপারে কান্দাপাড়া এলাকার মৌসুমী চামড়া ব্যাবসায়ী কোরবান আলী জানান, এ বছর মহাজনদের কাছ থেকে অগ্রীম টাকা না পেয়ে এবং ঢাকায় চামড়ার দাম না পাওয়ার আশংকায় চামড়া কিনতে নামেন নাই।

বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ , ৩০ আষাঢ় ১৪২৯ ১৫ জিলহজ ১৪৪৩

চামড়ার বাজারে ক্রেতা সংকট

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

image

ক্রেতা নাথাকায় সিরাজগঞ্জে চামড়া নিয়ে বিপাকে পড়েছে কোরবানী দাতাগণ। প্রতিবছরই কোরবানীর সাথে সাথে চামড়া ব্যাবসায়ীগণ চামড়া ক্রয়ের জন্য বিভিন্ন এলাকায় আসেন । অথচ এবছর চামড়া ক্রয়ের জন্য ক্রেতা না আসায় বিপাকে পড়ে কোরবানী দাতাগন। চামড়া নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা চামড়া বিক্রী করতে না পেরে হতাশ হয়ে পরেন । অবশেষে বাধ্য হয়ে বিভিন্ন মাদ্রাসার লিল্লাহ বোডিং এ চামড়া দান করেছেন বলে জানা গেছে।

চররায়পুর গ্রামের শহিদুল ইসলাম জানান এ বছর কোরবানীর চামড়া ক্রেতা নেই। কোরবানীর পর সন্ধ্যা পর্যন্ত চামড়া বিক্রী করতে না পেরে বাধ্য হয়ে মাদ্রাসায় দেয়া হয়েছে । জানা গেছে পৌরস এলাকার চররায়পুর মহল্লায় একটি দেড় লাখ টাকার গরুর চামড়া মাত্র ৬শ টাকা দাম হওয়ায় কোরবানী দাতা বাধ্য হয়ে মাদ্রাসায় দান করেন । চামড়া ব্যাবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে চামড়া ক্রয় না করায় কোরবানী দাতাগন ব্পিাকে পরে। ফলে তারা নামমাত্র মূল্যে চামড়া দিতে বাধ্য হয় । এতে গরীবের হক নষ্ট করা হয়েছে ।

তারা জানান একটি সাধারণ মানের চামড়ার স্যান্ডেল ক্রয় করতে দুই আড়াই হাজার টাকা লাগে সেখানে চামড়ার এত কম দাম কোন বুঝে আসে না। সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ীরা নামমাত্র মূল্যে চামড়া ক্রয় করে গরীবের হক নষ্ট করল । এ অবস্থায় সরকারের পদক্ষেপ নেয়া উচিত বলে কোরবানী দাতাগন মনে করেন ।

এ ব্যাপারে কান্দাপাড়া এলাকার মৌসুমী চামড়া ব্যাবসায়ী কোরবান আলী জানান, এ বছর মহাজনদের কাছ থেকে অগ্রীম টাকা না পেয়ে এবং ঢাকায় চামড়ার দাম না পাওয়ার আশংকায় চামড়া কিনতে নামেন নাই।