শেষ আষাঢ়েও বৃষ্টি নেই

শেষ আষাঢ়েও বৃষ্টি না হওয়ায় বীজতলা তৈরি করতে পারছে না চাষিরা। ফলে চিন্তায় পড়েছেন তারা। এর জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন সবাই। কবে বৃষ্টি হবে তাও কেউ বলতে পারছেন না। অনেকে গেট দিয়ে নদীর পানি জমিতে তুলে জমি নরম করার চেষ্টা করছেন। এ অবস্থা চলতে থাকলে চাষাবাদ দেরিতে শুরু হবে এবং ফসল আশানুরুপ না হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছর লেগেই থাকে। চাষিরা বৃষ্টির আশায় চাতক পাখির ন্যায় আকাশের দিকে তাকিয়ে আছেন। অনেকে বৃষ্টির জন্য আল্লাহর কাছে মোনাজাত করছেন।

বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ , ৩০ আষাঢ় ১৪২৯ ১৫ জিলহজ ১৪৪৩

শেষ আষাঢ়েও বৃষ্টি নেই

প্রতিনিধি, বটিয়াঘাটা (খুলনা)

শেষ আষাঢ়েও বৃষ্টি না হওয়ায় বীজতলা তৈরি করতে পারছে না চাষিরা। ফলে চিন্তায় পড়েছেন তারা। এর জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন সবাই। কবে বৃষ্টি হবে তাও কেউ বলতে পারছেন না। অনেকে গেট দিয়ে নদীর পানি জমিতে তুলে জমি নরম করার চেষ্টা করছেন। এ অবস্থা চলতে থাকলে চাষাবাদ দেরিতে শুরু হবে এবং ফসল আশানুরুপ না হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছর লেগেই থাকে। চাষিরা বৃষ্টির আশায় চাতক পাখির ন্যায় আকাশের দিকে তাকিয়ে আছেন। অনেকে বৃষ্টির জন্য আল্লাহর কাছে মোনাজাত করছেন।