আরও ৫১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আরও ৫১ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত তারা মারাত্মক অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তিকৃতদের মধ্যে ঢাকায় ৩৯ জন ও ঢাকার বাহিরে ১২ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৬৯ জন। ঢাকায় ১২৬ জন ও অন্যান্য বিভাগে ৪৩ জন।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্ত ডা. জাহিদুল ইসলাম জানিয়েছেন, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে গতকাল ১৩ জুলাই পর্যন্ত সর্বমোট ভর্তি রোগী ১ হাজার ৫শ ২৮ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়েছে এক হাজার ৩শ ৫৮ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১ জন।

অপর দিকে বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুজ্বরে আক্রান্তদের মধ্যে অনেকেই বাসা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। তারা ডাক্তারদের প্রাইভেট চেম্বারে গিয়ে চিকিৎসা পরামর্শ নেন।

বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ , ৩০ আষাঢ় ১৪২৯ ১৫ জিলহজ ১৪৪৩

আরও ৫১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব বার্তা পরিবেশক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আরও ৫১ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত তারা মারাত্মক অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তিকৃতদের মধ্যে ঢাকায় ৩৯ জন ও ঢাকার বাহিরে ১২ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৬৯ জন। ঢাকায় ১২৬ জন ও অন্যান্য বিভাগে ৪৩ জন।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্ত ডা. জাহিদুল ইসলাম জানিয়েছেন, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে গতকাল ১৩ জুলাই পর্যন্ত সর্বমোট ভর্তি রোগী ১ হাজার ৫শ ২৮ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়েছে এক হাজার ৩শ ৫৮ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১ জন।

অপর দিকে বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুজ্বরে আক্রান্তদের মধ্যে অনেকেই বাসা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। তারা ডাক্তারদের প্রাইভেট চেম্বারে গিয়ে চিকিৎসা পরামর্শ নেন।