শুক্রবার, ১৫ জুলাই ২০২২, ৩১ আষাঢ ১৪২৯ ১৬ জিলহজ ১৪৪৩

মহিলাকে কুপিয়ে ছিনতাই : রিমান্ডে ছিনতাইকারী

টংগীবাড়িতে জহুরা সিরাজ (৪৬) কে উপর্যপুরি কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনার ৭দিন চলে গেলেও ছিনতাই হওয়া নগদ টাকা, মোবাইল ও ছিনতাইয়ের সময়ের ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। ১ লাখ ৫৬ হাজার টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে ৪ নং আমলি আদালত। গত বুধবার (১৩ জুলাই) মুন্সীগঞ্জ ৪নং আমলী আদালতে বাদীর আইনজীবি এড. সালমা বেগম গ্রেফতারকৃত আসামী আকাশ মালতের রিমান্ড চাইলে বিজ্ঞ বিচারক মানিক দাস দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গুরুতর আহত জহুরার মেয়ে স্কুল শিক্ষিকা সুবর্ণা ইয়াসমিন (২৮) বাদী হয়ে টংগীবাড়ি থানায় ৩৯৪ পেনাল কোড ধারায় মামলা দায়ের করেন। এই ঘটনার দিন রাতেই আসামী আকাশ মালত (৩০) কে স্থানীয়রা ধরে পুলিশে সোপর্দ করে।

বাদী সুবর্ণা ইয়াসমিন (২৮) জানান, সে দিঘিরপাড় ইউনিয়নের মিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। তার মা জহুরা সিরাজ (৪৬) ছেলের ঢাকা বাসা থেকে ১,৫০,০০০ টাকা নিয়ে আসার পথে বৃহস্পতিবার (৭ জুলাই) রাত অনুমান ১.০৫ টার সময় কামারখাড়াগামী মিতারাস্থ আশরাফুল উলুম মাদ্রাসার পশ্চিম পাশের রাস্তায় আমার মাকে আকাশ মালত (৩০) একা পাইয়া পথরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখায়।

শুক্রবার, ১৫ জুলাই ২০২২ , ৩১ আষাঢ ১৪২৯ ১৬ জিলহজ ১৪৪৩

মহিলাকে কুপিয়ে ছিনতাই : রিমান্ডে ছিনতাইকারী

প্রতিনিধি, মুন্সীগঞ্জ

টংগীবাড়িতে জহুরা সিরাজ (৪৬) কে উপর্যপুরি কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনার ৭দিন চলে গেলেও ছিনতাই হওয়া নগদ টাকা, মোবাইল ও ছিনতাইয়ের সময়ের ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। ১ লাখ ৫৬ হাজার টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে ৪ নং আমলি আদালত। গত বুধবার (১৩ জুলাই) মুন্সীগঞ্জ ৪নং আমলী আদালতে বাদীর আইনজীবি এড. সালমা বেগম গ্রেফতারকৃত আসামী আকাশ মালতের রিমান্ড চাইলে বিজ্ঞ বিচারক মানিক দাস দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গুরুতর আহত জহুরার মেয়ে স্কুল শিক্ষিকা সুবর্ণা ইয়াসমিন (২৮) বাদী হয়ে টংগীবাড়ি থানায় ৩৯৪ পেনাল কোড ধারায় মামলা দায়ের করেন। এই ঘটনার দিন রাতেই আসামী আকাশ মালত (৩০) কে স্থানীয়রা ধরে পুলিশে সোপর্দ করে।

বাদী সুবর্ণা ইয়াসমিন (২৮) জানান, সে দিঘিরপাড় ইউনিয়নের মিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। তার মা জহুরা সিরাজ (৪৬) ছেলের ঢাকা বাসা থেকে ১,৫০,০০০ টাকা নিয়ে আসার পথে বৃহস্পতিবার (৭ জুলাই) রাত অনুমান ১.০৫ টার সময় কামারখাড়াগামী মিতারাস্থ আশরাফুল উলুম মাদ্রাসার পশ্চিম পাশের রাস্তায় আমার মাকে আকাশ মালত (৩০) একা পাইয়া পথরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখায়।