শুক্রবার, ১৫ জুলাই ২০২২, ৩১ আষাঢ ১৪২৯ ১৬ জিলহজ ১৪৪৩

করোনায় মৃত্যু আরও ৬

গত একদিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন ঢাকার ও তিনজন ময়মনসিংহের। আগের দিন করোনায় মৃত্যুবরণ করেছিলেন ৫ জন।

অন্যদিকে গত একদিনে দেশে এক হাজার ৩২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আগের দিন এক হাজার ২৭ জনের শনাক্ত হয়েছিল।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রোগী নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জনে। আর নতুন মৃত্যু নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২২৩ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত একদিনে ১১ হাজার ১২৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ১৩১টি নমুনা।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৮৯ শতাংশ। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৭৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ১৬৬ জন।

২০১৯ সালে চীনের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত হলেও ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

শুক্রবার, ১৫ জুলাই ২০২২ , ৩১ আষাঢ ১৪২৯ ১৬ জিলহজ ১৪৪৩

করোনায় মৃত্যু আরও ৬

নিজস্ব বার্তা পরিবেশক

গত একদিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন ঢাকার ও তিনজন ময়মনসিংহের। আগের দিন করোনায় মৃত্যুবরণ করেছিলেন ৫ জন।

অন্যদিকে গত একদিনে দেশে এক হাজার ৩২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আগের দিন এক হাজার ২৭ জনের শনাক্ত হয়েছিল।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রোগী নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জনে। আর নতুন মৃত্যু নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২২৩ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত একদিনে ১১ হাজার ১২৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ১৩১টি নমুনা।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৮৯ শতাংশ। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৭৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ১৬৬ জন।

২০১৯ সালে চীনের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত হলেও ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।