মধুপুরের অরণখোলা ইউপিতে শান্তিপূর্ণ ভোট

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আব্দুর রহিম পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে ৭ হাজার ৩১৭ ভোট পেয়ে বিজয় মালা অর্জন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. লস্কর আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৬৫ ভোট।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, অরণখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮টায়। টানা ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের ভোটে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। অরণখোলা ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের নির্বাচিতরা হলেন আবিদা সুলতানা লাকি, ফজিলা বেগম ও মাছুদা বেগম।

সাধারণ সদস্য পদে নির্বাচিতরা হলেন ১নং ওয়ার্ডে আবুল হাশেম বাবু, ২নং ওয়ার্ডে সুলতান উদ্দিন, ৩নং ওয়ার্ডে আবুল হোসেন, ৪নং ওয়ার্ডে প্রবীর নকরেক বর্মন, ৫নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মজিবর রহমান, ৬নং ওয়ার্ডে মো. আব্দুর রাজ্জাক, ৭নং ওয়ার্ডে আব্দুল বাছেদ, ৮নং ওয়ার্ডে ফিলিপ কুবি ও ৯নং ওয়ার্ডে হাসমত আলী।

উল্লেখ্য, মধুপুরের অরণখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল গত ১৫ জুন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. সাদিকুল ইসলাম ভোটারদের হুমকি প্রদর্শন করে নির্বাচনি সভায় বক্তব্য দিলে পরিবেশ বিঘœ ঘটার বিষয় আমলে নিয়ে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ১৪জুলাই ভোট গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে নির্বাচন কমিশন।

শনিবার, ১৬ জুলাই ২০২২ , ০১ শ্রাবণ ১৪২৯ ১৭ জিলহজ ১৪৪৩

মধুপুরের অরণখোলা ইউপিতে শান্তিপূর্ণ ভোট

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আব্দুর রহিম পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে ৭ হাজার ৩১৭ ভোট পেয়ে বিজয় মালা অর্জন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. লস্কর আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৬৫ ভোট।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, অরণখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮টায়। টানা ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের ভোটে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। অরণখোলা ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের নির্বাচিতরা হলেন আবিদা সুলতানা লাকি, ফজিলা বেগম ও মাছুদা বেগম।

সাধারণ সদস্য পদে নির্বাচিতরা হলেন ১নং ওয়ার্ডে আবুল হাশেম বাবু, ২নং ওয়ার্ডে সুলতান উদ্দিন, ৩নং ওয়ার্ডে আবুল হোসেন, ৪নং ওয়ার্ডে প্রবীর নকরেক বর্মন, ৫নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মজিবর রহমান, ৬নং ওয়ার্ডে মো. আব্দুর রাজ্জাক, ৭নং ওয়ার্ডে আব্দুল বাছেদ, ৮নং ওয়ার্ডে ফিলিপ কুবি ও ৯নং ওয়ার্ডে হাসমত আলী।

উল্লেখ্য, মধুপুরের অরণখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল গত ১৫ জুন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. সাদিকুল ইসলাম ভোটারদের হুমকি প্রদর্শন করে নির্বাচনি সভায় বক্তব্য দিলে পরিবেশ বিঘœ ঘটার বিষয় আমলে নিয়ে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ১৪জুলাই ভোট গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে নির্বাচন কমিশন।