ট্রেনে কর্মস্থলগামী মানুষের ঢল, চরম ভোগান্তির অভিযোগ

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে ছুটি শেষে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছে মানুষ। গত কয়েকদিনের তুলনায় গতকাল কর্মস্থলগামী মানুষের চাপ কয়েকগুণ বেশি ছিল ট্রেনে। গতকাল বেলা দেড়টার সময় খুলনা থেকে ছেড়ে আসা ট্রেন নকশি কাঁথায় দেখা যায় ট্রেনের ভেতর যাত্রীদের দাঁড়ানোর মতো তিল পরিমাণ জায়গা ছিল না, যে কারণে যাত্রীরা জীবনের চরম ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে আসছে কর্মস্থলে। ঈদের এ সময়ে খুলনা থেকে গোয়ালন্দঘাটগামী (দৌলতদিয়া) ট্রেন নকশি কাঁথায় যে পরিমাণ বগি থাকার প্রয়োজন তা নেই যে কারণে যাত্রীদের জীবনের চরম ঝুঁকি দুর্ভোগ ও ভোগান্তি নিয়ে আসতে হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা।

সরেজমিন গোয়ালন্দঘাট (দৌলতদিয়া) গিয়ে দেখা যায়, খুলনা থেকে ছেড়ে আশা গোয়ালন্দঘাটগামী (দৌলতদিয়া) ট্রেন নকশি কাঁথায় ট্রেনের ভেতরে যাত্রীদের দাঁড়ানোর মতো তিল পরিমাণ জায়গা ছিল না। যে কারণে যাত্রীরা জীবনের চরম ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে আসছে কর্মস্থলে প্রায় তিন সহ¯্রাধিকের অধিক যাত্রী।

ট্রেনে আসা যাত্রীদের সঙ্গে কথা বললে যাত্রীরা বলেন, ট্রেনের ভেতরে যাত্রীদের দাঁড়ানোর মতো তিল পরিমাণ জায়গা ছিল না। যে কারণে আমরা জীবনের চরম ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে আসছি ঈদের এ সময় ট্রেনের যে পরিমাণ বগির থাকার প্রয়োজন তা নেই, বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি দেয়ার প্রয়োজন বলে অভিযোগ করেন যাত্রীরা।

এ ব্যাপারে গোয়ালন্দঘাট (দৌলতদিয়া) রেলওয়ে স্টেশন মাস্টার সংবাদকে বলেন, খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দঘাটগামী (দৌলতদিয়া) ট্রেন নকশি কাঁথায় মোট ৫টি বগি নিয়ে বেলা দেড়টায় গোয়ালন্দঘাট (দৌলতদিয়া) স্টেশনে পৌঁছায় এর মধ্যে ১০৭ জন যাত্রী ধারণক্ষমতার বগি ছিল ৩টি ও ৬১ জন যাত্রী ধারণক্ষমতার বগি ছিল একটি আর একটি বগি ছিল মালবাহী এই মোট ৫টি বগি নিয়ে ট্রেন নকশি কাঁথা খুলনা থেকে ছেড়ে আসে গোয়ালন্দঘাট (দৌলতদিয়া) স্টেশনে বলেন।

এদিকে গত কয়েকদিনের তুলনায় গতকাল কর্মস্থলগামী মানুষের চাপ কয়েকগুণ ছিল দৌলতদিয়া ঘাটে। গতকাল সরেজমিন দেখা যায়, গত কয়েকদিনের তুলনায় কর্মস্থলে ফেরা মানুষের ভিড় অনেক বেশি। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদের পর কর্মস্থলে ফেরা মানুষের বাড়তি চাপ সামাল দিতে ২০টি ফেরি ও ২২টি লঞ্চ চলাচল করছে।

রবিবার, ১৭ জুলাই ২০২২ , ০২ শ্রাবণ ১৪২৯ ১৮ জিলহজ ১৪৪৩

ট্রেনে কর্মস্থলগামী মানুষের ঢল, চরম ভোগান্তির অভিযোগ

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

image

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে ছুটি শেষে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছে মানুষ। গত কয়েকদিনের তুলনায় গতকাল কর্মস্থলগামী মানুষের চাপ কয়েকগুণ বেশি ছিল ট্রেনে। গতকাল বেলা দেড়টার সময় খুলনা থেকে ছেড়ে আসা ট্রেন নকশি কাঁথায় দেখা যায় ট্রেনের ভেতর যাত্রীদের দাঁড়ানোর মতো তিল পরিমাণ জায়গা ছিল না, যে কারণে যাত্রীরা জীবনের চরম ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে আসছে কর্মস্থলে। ঈদের এ সময়ে খুলনা থেকে গোয়ালন্দঘাটগামী (দৌলতদিয়া) ট্রেন নকশি কাঁথায় যে পরিমাণ বগি থাকার প্রয়োজন তা নেই যে কারণে যাত্রীদের জীবনের চরম ঝুঁকি দুর্ভোগ ও ভোগান্তি নিয়ে আসতে হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা।

সরেজমিন গোয়ালন্দঘাট (দৌলতদিয়া) গিয়ে দেখা যায়, খুলনা থেকে ছেড়ে আশা গোয়ালন্দঘাটগামী (দৌলতদিয়া) ট্রেন নকশি কাঁথায় ট্রেনের ভেতরে যাত্রীদের দাঁড়ানোর মতো তিল পরিমাণ জায়গা ছিল না। যে কারণে যাত্রীরা জীবনের চরম ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে আসছে কর্মস্থলে প্রায় তিন সহ¯্রাধিকের অধিক যাত্রী।

ট্রেনে আসা যাত্রীদের সঙ্গে কথা বললে যাত্রীরা বলেন, ট্রেনের ভেতরে যাত্রীদের দাঁড়ানোর মতো তিল পরিমাণ জায়গা ছিল না। যে কারণে আমরা জীবনের চরম ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে আসছি ঈদের এ সময় ট্রেনের যে পরিমাণ বগির থাকার প্রয়োজন তা নেই, বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি দেয়ার প্রয়োজন বলে অভিযোগ করেন যাত্রীরা।

এ ব্যাপারে গোয়ালন্দঘাট (দৌলতদিয়া) রেলওয়ে স্টেশন মাস্টার সংবাদকে বলেন, খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দঘাটগামী (দৌলতদিয়া) ট্রেন নকশি কাঁথায় মোট ৫টি বগি নিয়ে বেলা দেড়টায় গোয়ালন্দঘাট (দৌলতদিয়া) স্টেশনে পৌঁছায় এর মধ্যে ১০৭ জন যাত্রী ধারণক্ষমতার বগি ছিল ৩টি ও ৬১ জন যাত্রী ধারণক্ষমতার বগি ছিল একটি আর একটি বগি ছিল মালবাহী এই মোট ৫টি বগি নিয়ে ট্রেন নকশি কাঁথা খুলনা থেকে ছেড়ে আসে গোয়ালন্দঘাট (দৌলতদিয়া) স্টেশনে বলেন।

এদিকে গত কয়েকদিনের তুলনায় গতকাল কর্মস্থলগামী মানুষের চাপ কয়েকগুণ ছিল দৌলতদিয়া ঘাটে। গতকাল সরেজমিন দেখা যায়, গত কয়েকদিনের তুলনায় কর্মস্থলে ফেরা মানুষের ভিড় অনেক বেশি। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদের পর কর্মস্থলে ফেরা মানুষের বাড়তি চাপ সামাল দিতে ২০টি ফেরি ও ২২টি লঞ্চ চলাচল করছে।